বৃশ্চিক রাশিতে নবগ্রহ এর প্রকৃতি ও কার্যকারিতা

জ্যোতিষশাস্ত্রে নবগ্রহের কথা উল্লেখ আছে। নবগ্রহ গুলি হলো রবি (Sun); চন্দ্র (Moon); মঙ্গল (Mars); বুধ (Mercury); বৃহস্পতি (Jupiter); শুক্র (Venus); শনি (Saturn); রাহু (Rahu) এবং কেতু (Ketu)। প্রত্যেক গ্রহের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে। কিন্তু এই বৈশিষ্ট্য বা গুন্ কোন সময় প্রকাশ পাবে তা নির্ভর করে রাশির অবস্থানের উপর। এখন বৃশ্চিক রাশিতে নবগ্রহ এর কারকতা নিম্নরূপ:

রবি:

  • আত্মজ্ঞান লাভের জন্য আপ্রাণ চেষ্টা করেন।
  • নিজের দুর্বলতা, সসীমতা, অযোগত্য বুঝে সত্য পরিচয় দিয়ে মহতের সঙ্গ লাভ করেন এবং কৃপা লাভ করেন।

আরো পড়ুন : বৃশ্চিক রাশিফল 2023

চন্দ্র:

  • নিজের ক্ষমতা অনুযায়ী চলেন। সীমার বাইরে যান না।
  • সত্যপথের পথিক তাই সম্মান পান। ভালোবাসা আদায় করে নেন। উপকৃত হন।

বৃশ্চিক রাশিতে নবগ্রহ

মঙ্গল:

  • মঙ্গল গ্রহ হলো বৃশ্চিক রাশিতে নবগ্রহ এর গুরুত্বপূর্ণ একটি গ্রহ।
  • বাজে জিনিসের চর্চা করেন না। আত্ম-অনুসন্ধানের জন্য যা করণীয় তাই করেন। ধৈর্য্যশীল হয়ে সাফল্যের আশায় দিন গোনেন।
  • অন্ধকারে যাতে হাতড়াতে না হয়, তাই সব জিনিস ঠিক জায়গায় গুছিয়ে রাখেন, তাই অনুভাবেই খুঁজে পান।

বুধ:

  • বধির সাহায্যে বুঝে চলেন। চালাকির চাতুর্যের মধ্যে যান না।
  • মনের ভাব প্রকাশ করেন না। চুপচাপ কাজ করেন।

বৃহস্পতি:

  • বৃশ্চিক রাশিতে নবগ্রহ এর অন্যতম বৃহস্পতি গ্রহ। সমাজে থাকতে গেলে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতার প্রয়োজন আছে সে কথা সকলকে বোঝানোর চেষ্টা করেন।
  • এ জগতে কিছুই বেনিয়মে চলে না, সব জিনিসই পরস্পরের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে আছে একথা সকলকে বোঝাতে এবং দেখতে চেষ্টা করেন।
  • ছোটকে বড় করেন, তার গুনাগুন বাড়িয়ে এবং তাদের প্রিয় হয়ে ওঠেন। প্রকৃত গুনীকে চিনতে পারেন।
  • সম্ভাবনার বীজ কার মধ্যে লুকিয়ে আছে বুঝতে পারেন এবং যত্ন করে বড় করে তোলেন।

শুক্র:

  • রুচিকর সুখকর জিনিস বেশি পাওয়া যায় না। বেশি পাওয়ার বাসনা থাকলেও অল্প পেয়েছি বলে অসুখী হন না।
  • অল্প হলেও খাঁটি জিনিস পাওয়া গেছে মনে করে সুখী হন। খাঁটি জিনিসের কদর বোঝেন।

শনি:

  • স্বল্পজ্ঞান নিয়ে সত্য প্রচার করতে যান। বুদ্ধির অভাবে কৃতকার্য হতে পারেন না।
  • জলে সাঁতার কাটতে হলে যেমন সাঁতার জানা চাই, বোঝার শক্তির জন্য ভাষার জ্ঞানের প্রয়োজন। তার অভাবে সবই পন্ড।

রাহু:

  • আচার-আচরণ ভালো নয়। সত্য পথের দিশারীকে অন্যপথে ঠেলতে চান।
  • সতীর মান রক্ষা করেন না । চরম বিপদের সম্মুখীন হন।

কেতু:

  • সত্যের জয় সর্বত্র। মনেপ্রাণে সেকথা বোঝেন, সত্যকে ধরেই থাকেন। লোক চিনতে অসুবিধা হয় না।
author-avatar

About Soahamparivar

Being the best and famous astrologer and vastu shastra consultant in Kolkata, Mr. Bhattacharyya gives accurate horoscope reading, perfect astrological remedies, and on-time solutions.

Back to list

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *