মিথুন রাশিফল 2023: এই বছর মিথুন রাশির কেমন কাটবে? 

জ্যোতিষশাস্ত্র অনুসারে, মিথুন রাশিফল 2023 (Gemini Horoscope 2023 in Bengali) কেমন যাবে তা জানার জন্য, এই বিশেষ প্রবন্ধটি পড়ুন কারণ মিথুন রাশিফল ​​2023-এর অধীনে প্রতি মাসের আলাদা আলাদা মিথুন রাশির ভবিষ্যৎ বাণী দেওয়া আছে। এখানে মিথুন রাশির জাতক/জাতিকাদের কেরিয়ার অর্থাৎ চাকরি এবং ব্যবসা আপনার আর্থিক অবস্থা, শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন, শত্রুতা এবং স্বাস্থ্যের মতো ক্ষেত্রে কী ধরনের ফলাফল নিয়ে আসছে তা উল্লেখ করা আছে। এই নিবন্ধে সমস্ত ক্ষেত্রে মিথুন রাশির ভবিষ্যৎ বাণী 2023 দেওয়া হয়েছে।

মিথুন রাশিফল 2023 অনুসারে, বর্তমান বর্ষে দেহভাব মধ্যম, খুব শুভনয়, মানসিক চিন্তা চঞ্চল, বয়স্কদের উপসর্গ দেবে। অর্থাভাব শুভনয়, ব্যায়বৃদ্ধি আর্থিক চিন্তা বাড়বে। শত্রু কর্মে বাধা দেবে শেষে পরাস্ত হবে। কলেজ বিদ্যায় কিছু বাধা, স্কুল বিদ্যা মধ্যম। বর্তমান বৎসরে বড় ধরণের ফাঁড়া নেই। ভাগ্য মোটামুটি শুভ। কর্ম ক্ষেত্রে কিছু বাধা বিঘ্ন, চাকুরীতে মধ্যম যোগ। ব্যায় ভাব প্রবল, সঞ্চয়ে বাধা। বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক মিথুন রাশির বার্ষিক রাশিফল ​​2023 (Gemini Yearly Horoscope 2023) ।

2023 সালে মিথুন রাশির জাতক-জাতিকার কেরিয়ার (Career) কতটা সফল? জানতে পরামর্শ করুন – Best Astrologer in Kolkata.

মিথুন রাশিফল 2023

মিথুন রাশির জানুয়ারী মাস কেমন যাবে?

মিথুন রাশিফল 2023 (mithun rashifal 2023 in Bengali) র অনুসারে, এ মাসটা মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ।

১-৭ কর্মে চাপ বৃদ্ধি, বিবাদ, কিছু ঋণ, নতুন দায়িত্ব বৃদ্ধি, দেহ সুস্থ, অর্থ ব্যায়।

৮-১৪ সাংসারিক চিন্তা, বন্ধুর দ্বারা উপকার, ভ্রমণে বাধা, আর্থিক উন্নতি, শত্রুরা বিপদে ফেলবে।

১৫-২২ অন্যের কাজের জন্য নিজের আর্থিক ক্ষতি, মন ভারাক্রান্ত, কর্মে বাধা, দেহ সুস্থ।

২৩-২৮ আয়ের ক্ষেত্রে বাধা, কর্ম ভাব শুভ, যোগাযোগ, উদয়ভাব, শেষদিন শুভ।

২৯-৩১ কর্মক্ষেত্র মধ্যম, সমস্যা সমাধান নিজের চেষ্টায়।

মিথুন রাশির ফেব্রূয়ারি মাস কেমন যাবে?

মিথুন রাশিফল 2023 অনুসারে, মাসটি আর্থিক দিক থেকে মোটামুটি শুভ।

১-৭ আর্থিক কিছু শুভ, ব্যায় বৃদ্ধি, কর্মে শুভ লাভ, দাম্পত্য কলহ থাকবে।

৮-১৪ কর্মে ব্যাস্ততার মধ্যে কাটবে, কর্মে বাধা প্রাপ্ত, নতুন কাজের হাত দেবার পক্ষে শুভ।

১৫-২১ আশাপ্রদ দিন নয়, মেয়েদের নিয়ে মানসিক চিন্তা, গৃহ শান্তির আশা।

২২-২৭ কর্মে তেমন অগ্রগতি না থাকলে ও কিছুটা সাফল্য, শেষ দিন শুভ।

২৮ দিনটা শুভ, নতুন যোগাযোগ, অযথা অর্থ ব্যায়, ভ্রমণ উৎসাহ।

মিথুন রাশির মার্চ মাস কেমন যাবে?

এ মাসের শুরুটা মিথুন রাশিফল ​​2023 (Gemini rashifal 2023 in bengali) র অনুসারে ভালো যাবে।

১-৭ ক্ষমতাশালী ব্যাক্তির সঙ্গে পরিচিত, দেহ সুস্থ, নতুন যোগাযোগ হতে পারে।

৮-১৪ ব্যবসা আশাপ্রদ, যোগানই সমস্যা, বহুল মিশ্রদিন, বাধা থাকার সত্ত্বেও সাফল্য।

১৫-২১ অর্থচাপ, অবসাদ, দেহ কষ্ট, উত্থান পতন, পারিবারিক চিন্তা, মতান্তর।

২২-২৮ শত্রু বৃদ্ধি, চিন্তা বৃদ্ধি, সৎ বন্ধু দ্বারা চিন্তা, স্বাস্থ্য চিন্তা, ব্যাবসায় লাভ, চাকুরী শুভ।

২৯-৩১ নতুন ব্যাবসায় অর্থ ক্ষতি, ব্যায় বৃদ্ধি, ক্রোধ বৃদ্ধিতে ক্ষতি, বিদ্যায় বাধা, অর্থাগম।

মিথুন রাশির এপ্রিল মাস কেমন যাবে?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, মিথুন রাশিফল ​​2023 বলে যে, এই মাসটি মিথুন রাশির প্রেম অত্যন্ত শুভ হতে চলেছে।

১-৭ সামাজিক কর্মে উৎসাহ, ব্যায় বৃদ্ধি, প্রেম দাম্পত্য আনন্দ, কর্মে চাপ বৃদ্ধি, স্বাস্থ্য মধ্যম।

৮-১৪ প্রতিবেশী বিরোধ, সুখ, কর্মে উদ্যম বৃদ্ধি, স্ত্রীর জন্য চিন্তা, অযথা ঋণ।

১৫-২১ কাগজ ব্যাবসায়ী লেখক শিল্পীদের শুভ সময়, আর্থিক উন্নতি যোগ, ব্যায় বৃদ্ধি।

২২-২৮ কিছু পরিবর্তন যোগ, ভ্রমণ উৎসাহ, স্বাস্থ্য মধ্যম, প্রেমে নৈরাশ্য, ব্যায় বৃদ্ধি।

২৯-৩০ আত্মীয় সমাগম, ব্যায় বৃদ্ধি, আয় মধ্যম, চাকুরীতে দায়িত্ব বৃদ্ধি, লাভ।

মিথুন রাশির মে মাস কেমন যাবে?

আপনার কর্মের জন্য এই মাসের শুরুটা মিথুন রাশিফল ​​2023 র অনুসারে খুব একটা মন্দ যাবে না।

১-৭ আর্থিক শুভ হলেও পারিবারিক চিন্তা, প্রেম দাম্পত্য কলহ।

৮-১৪ হটাৎ দুর্ঘটনা চিন্তা, রাজনীতিতে খ্যাতি লাভ, বিবাদ ক্লান্তি।

১৫-২১ মতানৈক্য, চিত্ত চাঞ্চল্য, অর্থ ব্যায়, কাজের চাপ বৃদ্ধি, অর্থাগমে বাধা।

২২-২৮ চাকুরী শুভ, ব্যবসা মধ্যম, গৃহ সমস্যা, অর্থ ব্যায়, মানসিক আঘাত।

২৯-৩১ বন্ধুর দ্বারা কিছুটা সমস্যার সমাধান, পরিবর্তন যোগ।

মিথুন রাশির জুন মাস কেমন যাবে?

মিথুন রাশিফল 2023 র অনুসারে মিথুন রাশির জাতক/জাতিকাদের জন্য এ মাসের শুরুটা উত্থান-পতনের মধ্য দিয়ে যাবে।

১-৭ দিনগুলো শুভ হবে, ব্যাস্ততার মধ্যে দিন যাপন, অর্থাগম, আয় ব্যায় সমান।

৮-১৪ আশা পূর্ণ হবার সম্ভবনা, খ্যাতি লাভ, রাজনীতি যোগে কর্ম ব্যাস্ততা।

১৫-২১ শত্রু বৃদ্ধি, বন্ধুর সহায়তা লাভ, পুরাতন সমস্যার সমাধান, ব্যাবসায় শুভ।

২২-২৮ অলসতায় কর্মে বাধা, স্বামী স্ত্রী দেহ কষ্ট, কর্ম ব্যাস্ততা, প্রেমে সাফল্য।

২৯-৩০ আর্থিক ক্ষেত্র মধ্যম, অর্থনিয়োগে ক্ষতি, চাকুরী ব্যাবসায় শুভ, শুভ সংবাদ।

মিথুন রাশির জুলাই মাস কেমন যাবে?

মিথুন রাশিফল ​​2023 (Gemini Horoscope 2023 in Bengali) অনুসারে আপনাকে সাবধানে থাকতে হবে।

১-৭ শত্রু থেকে সাবধান, সমাধান হতে চলেছে শুভ কর্মে, আয় ব্যায় সমান, দেহ সুস্থ্য।

৮-১৪ ভ্রমণ ব্যাবসায় লাভ, শখের জিনিস হারাতে পারে, স্বাস্থ্য মধ্যম, আত্মীয় সমাগম।

১৫-২১ সংবাদ দানে আনন্দ, ভুলের জন্য সুযোগ হাতছাড়া, উদর পীড়া।

২২-২৮ ব্যাবসায় শুভ যোগ, বন্ধুর দ্বারা উপকার, নতুন দায়িত্ব লাভ, অর্থাগম বৃদ্ধি।

২৯-৩১ অলসতায় কর্ম ক্ষতি, হতাশা বৃদ্ধি, চাকুরী ক্ষেত্রে মতানৈক্য, অর্থ ব্যায়, প্রেমে সাফল্য।

মিথুন রাশির অগাস্ট মাস কেমন যাবে?

মিথুন রাশিফল ​​2023  অনুসারে, আপনার অধৈর্যতা এড়াতে হবে।

১-৭ চিন্তা বৃদ্ধি, বন্ধু প্রীতি, চাকুরী ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি, অর্থ ব্যায়, ব্যাবসায়ীদের লাভ, দেহ মধ্যম।

৮-১৪ প্রতিভাবান ব্যাক্তির শুভ সময়, বিদ্যার্থীদের চিন্তা বৃদ্ধি, যোগাযোগ, শুভ লাভ।

১৫-২১ পুরাতন সমস্যা সমাধানের পথে, বিবাহ যোগ্যদের যোগাযোগ, নতুন বস্তু ক্রয়।

২২-২৮ শুভ সংবাদ দানে আনন্দ, কর্মে চাপ বৃদ্ধি, স্বাস্থ্য চিন্তা, ব্যায় বৃদ্ধি, যোগাযোগ শুভফল।

২৯-৩১ কার্যে উৎসাহ বৃদ্ধি, কর্ম চাপ বৃদ্ধি, প্রেম দাম্পত্য চিন্তা, অর্থাগম, বিদ্যায় বাধা।

মিথুন রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে?

মিথুন রাশিফল ​​2023 অনুসারে, মিথুন রাশির স্বাস্থ্য সমস্যার সমাধান হবে।

১-৭ চিন্তা হ্রাস, দাম্পত্য সুখ, কর্মে দায়িত্ব বৃদ্ধি, লেখক সংগীত শিল্পীদের শুভ, ব্যবসা শুভ।

৮-১৪ স্বামী স্ত্রী শরীর চিন্তা, ব্যাবসায় সমস্যা সমাধান, আয় মধ্যম, ব্যায়বৃদ্ধি।

১৫-২১ কোনো কারণে বদনাম, আত্মীয়দের সঙ্গে কলহ, মিশ্রফল, ব্যায়বৃদ্ধি।

২২-২৮ দাম্পত্য চিন্তা, কর্ম ব্যাস্ততা, রাজনীতিতে মনোমালিন্য, আয় ব্যায় সমান।

২৯-৩০ বিবাহিত কন্যার জন্য চিন্তা, বন্ধুর জন্য চিন্তা, ব্যায় বৃদ্ধি, আয় মধ্যম।

মিথুন রাশির অক্টোবর মাস কেমন যাবে?

মিথুন রাশিফল 2023 (gemini rashifal 2023 in bengali) র অনুসারে এ মাসটা মিথুন রাশির জীবনে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা।

১-৭ অযথা হঠাৎ অর্থ ক্ষতি, অবৈধ প্রেম, বেকারদের কর্ম যোগ, অর্থ আমদানি।

৮-১৪ স্বাস্থ্য হানি, চিত্ত চাঞ্চল্য, প্রয়োজনীয় কর্মে চাপ বৃদ্ধি।

১৫-২১ বিদ্যায় অসাফল্য, অযথা বিবাদ, ব্যায় বৃদ্ধি, কর্ম চাপ বৃদ্ধি।

২২-২৮ নতুন যোগাযোগ, রাজনীতিতে দুর্নাম, কর্মে উৎসাহ, দেহ মধ্যম।

২৯-৩১ কিছু সমস্যার সমাধান হবে, নতুন যোগাযোগ।

মিথুন রাশির নভেম্বর মাস কেমন যাবে?

মিথুন রাশিফল ​​2023 (Gemini Forecast 2023) অনুসারে এই সময়ে আপনাকে অনেক মনোযোগ দিয়ে কাজ করতে হবে।

১-৭ ব্যাবসায় নতুন যোগাযোগ, চাকুরীতে আনন্দ সংবাদ প্রাপ্তি।

৮-১৪ পারিবারিক অথবা প্রতিবেশী বিবাদ, অর্থ লাভ, আনন্দ, উদর পীড়া, দেহ কষ্ট।

১৫-২১ কর্মে মন্থর গতি, আঘাত, রক্তপাত, বাধার মধ্যে সফলতা, দেহ কষ্ট।

২২-২৮ শত্রু ক্ষতি করতে পারে, আর্থিক সমস্যা, পুত্র কন্যার বিবাহ চিন্তা।

২৯-৩০ সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে সন্মান বৃদ্ধি, ব্যাবসায় অযথা ঝামেলা, দেহ সুস্থ।

মিথুন রাশির ডিসেম্বর মাস কেমন যাবে?

মিথুন রাশির ভবিষ্যৎ বাণী 2023 অনুসারে, এ মাসে মিথুন রাশির কর্ম ও প্রেমে সাফল্য আসছে।

১-৭ ধর্মে মতি, চাকুরীতে উন্নতি যোগ, অর্থাগম, প্রেম চঞ্চলতা, চিন্তা বৃদ্ধি।

৮-১৪ মানসিক চঞ্চলতা, মনোমালিন্য, ঝামেলা, সামাজিক রাজনীতিতে সাফল্য লাভ।

১৫-২১ সংবাদ দানে উদ্বেগ, কর্মে মন্থর গতি, বিভ্রান্তি বোধ, ব্যাবসায় অর্থাগম, চাকুরী মাধ্যম।

২২-২৮ অযথা উৎসাহে বাধা, অবৈধ প্রেমে বিবাদ, অবসাদ, কর্মে ক্ষতি।

২৯-৩১ বিনা কারণে মানসিক কষ্ট, অর্থাগম, শেষের দিন মিশ্র ফল দেবে।

মিথুন রাশিফল 2023 এর লগ্নফল:

মেষ লগ্ন: আয় ব্যায় সমান, অর্থ কষ্ট নেই, বিদ্যাস্থান শুভ, বিশেষ যোগাযোগ আসবে।

বৃষ লগ্ন: কিছু প্রাপ্তিযোগ আছে, বিবাদ প্রতারণার দ্বারা অর্থ নষ্ট, দেহ মধ্যম, নতুন সুযোগ।

মিথুন লগ্ন: বিবাহ যোগ্যদের বিবাহের যোগ রয়েছে, আত্মীয়দের সঙ্গে বিবাদে মন চঞ্চল।

কর্কট লগ্ন: শুভাশুভ যোগ, ফাটকা অর্থ প্রাপ্তিযোগ, নতুন অথবা অবৈধ প্রেমে লিপ্ত যোগ।

সিংহ লগ্ন: রোগ ভোগ, মাতা পিতা আত্মীয় মৃত্যু, পারিবারিক চিন্তা, আয় বৃদ্ধি।

কন্যা লগ্ন: বিবাহ যোগ শুভ, বিদ্যায় উন্নতি, কিছু প্রাপ্তিযোগ, ভ্রমণ যোগ আছে।

তুলা লগ্ন: বহু সুযোগ আসবে, গুরু জনের মৃত্যু যোগ, পরাজিতদের জয়ের সুযোগ।

বৃশ্চিক লগ্ন: ঋণশোধ হবে, শত্রু পরাস্ত হবার প্রবল যোগ, কর্ম জীবন শুরু, রোগ ব্যাধি কষ্ট।

ধনু লগ্ন: উন্নতি যোগ প্রবল, খাবার আনন্দ প্রকাশ, রাজনীতিতে আনন্দ, অর্থ প্রাপ্তি যোগ।

মকর লগ্ন: মিশ্র ফল দেবে, শুভদিন আনন্দ দেবে, পুরাতন বিবাদ মীমাংসার পথে বাধা, বিবাহযোগ।

কুম্ভ লগ্ন: কর্মে উন্নতি, সাহায্য লাভ, আয়ের সুযোগ, বাধা প্রাপ্ত, ব্যাবসা শুভ, চাকুরী মধ্যম।

মীন লগ্ন: অবৈধ প্রেম, রাজনীতিতে সুনাম, রক্তপাত, ঋণ পরিশোধ, গুপ্ত শত্রু, শুভাশুভ।

মিথুন রাশিফল 2023: এর সার্বিক ফলাফল:

পরিশেষে মিথুন রাশি 2023 কেমন যাবে, এই জাতক-জাতিকার ক্ষেত্রে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি (শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, ব্যবসা, বিবাহ ইত্যাদি) উপর কিভাবে প্রভাব বিস্তার করে চলেছে তা উল্লেখ করার পাশাপাশি প্রয়োজনীয় গ্রহ প্রতিবিধানের মাধ্যমে কিভাবে গ্রহের রোষ এড়িয়ে জীবনকে সুখ শান্তির সমৃদ্ধিতে পরিপূর্ণ করে তোলা যায় নিম্নে তার হদিশ রইলো-

স্বামী-স্ত্রীর ক্ষেত্র: এই রাশির জাতক-জাতিকাদের স্বামী-স্ত্রীর ভাগ্যে এ বছর প্রভূত উন্নতির যোগ রয়েছে। তবে দাম্পত্য জীবনে তৃতীয়পক্ষের অযাচিত উপদেশ স্বামী-স্ত্রীর মনোমালিন্যের কারণ হতে পারে। তাই এই বিষয়ে এ বছর বিশেষ ভাবে সতর্ক থাকা প্রয়োজন।
সন্তানস্থান: সন্তানের পড়াশোনা-কর্ম-বিবাহ বিষয়ে চিন্তা উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে বিবাহস্থান নিয়ে সতর্কতা প্রয়োজন। সন্তানের শরীর-স্বাস্থ্য মতের উপর ভালোই থাকবে।
শিক্ষা: লেখা পড়া খারাপ হবে না। তবে কারো প্ররোচনায় পরীক্ষার ফল খারাপ হতে পারে।
কর্ম: কর্ম লাভ হবে, উন্নতি হবে। আয় বাড়বে। কিন্তু চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে অপচয় হতে পারে।
দাম্পত্য জীবন: দাম্পত্য জীবন ভালো। স্বামী বা স্ত্রীর দ্বারা সাফল্য লাভ হতে পারে। স্বামী বা স্ত্রীর শরীর খারাপ যেতে পারে।
স্বাস্থ্য: শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। তবে বাড়াবাড়ি হবার যোগ নেই। মাথার যন্ত্রনা হতে পারে।
প্রেম: প্রেমিক-প্রেমিকাদের সম্পর্ক ভালোই হবে। বন্ধুত্ব প্রাপ্তি হতে পারে।
বিবাহ: বর্তমান বছরটি বিবাহের জন্য উপযুক্ত।
দুর্ভাগ্য: শরীর ছাড়া বাকি জীবনটা এ বছর ভালোই যাবে।

প্রতিকার
চুনি, মুন স্টোন, ব্রাজিলিয়ান পান্না, গোমেদ ও ক্যাটস আই ধারণ। অভাবে – বিল্বমূল, ক্ষীরিকামূল, বৃহদ্বারক মূল, শ্বেতচন্দনের মূল ও অশ্বগন্ধার মূল ধারণ।

##যে কোনো ধরণের জ্যোতিষীয় প্রতিকারের জন্য ভালো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করুন।

মিথুন রাশিফল 2023 জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুভ উপায়

শুভ স্তব: দক্ষিণাকালীর কর্পুরাদি স্তব পাঠ।
মিথুন রাশির শুভ রং: সাদা, ফিকে হলুদ, আকাশি, খয়েরি রং।
শুভ বার: বুধ, বৃহস্পতি, শনি।
মিথুন রাশির শুভ সংখ্যা: ৩, ৪, ৫, ৭, ৮

author-avatar

About Soahamparivar

Being the best and famous astrologer and vastu shastra consultant in Kolkata, Mr. Bhattacharyya gives accurate horoscope reading, perfect astrological remedies, and on-time solutions.

Back to list

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *