কন্যা রাশিতে নবগ্রহ এর প্রকৃতি ও কার্যকারিতা
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ৯টি গ্রহের অবস্থানের উপর মানুষের ভাগ্য নির্ধারিত হয়। রাশির উপর নির্ভর করে এই নয় গ্রহের কার্যকারিতা। জেনে নিন কন্যা রাশিতে নবগ্রহ এর চরিত্র।
রবি:
- জানার ইচ্ছা প্রবল থাকায় অক্লান্ত পরিশ্রমে অনেক জ্ঞানের ভান্ডার গড়ে তোলেন সকলের কাজে লাগবে বলে।
- সাধারণ মানুষের কাছে খাতির-যত্ন পান, জ্ঞানীর দ্বারা তীব্র ভাবে সমালোচিত হন এবং মনে কষ্ট পান। অন্যের ভালো করতে যান, বেনা বনে মুক্ত ছড়ান।
- সুস্থ ব্যাক্তির কাছে ওষুধের গুনাগুন আলোচনা করে অপ্রিয় হয়ে হয়ে যান।
চন্দ্র:
- মমতায় ভরা প্রাণ। নিজের দিকে তাকান না। অমানুষকে মানুষ করার বিফল প্রয়াস চালিয়ে যান।
- কর্মভোগই হয়, নিজের সীমাবদ্ধতার অভাব। সাগরের ঢেউ গুনতে গিয়ে ব্যর্থ হয়ে হতাশায় ভোগেন।
আরো পড়ুন : কন্যা রাশিফল 2023
মঙ্গল:
- বুদ্ধিমান, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন এই মানসিকতা নিয়েই চলেন।
- স্থান কাল পাত্র এবং পারিপার্শ্বিক বুঝে চলার চেষ্টা করেন এবং অভিজ্ঞতা সঞ্চয় করে অনেক কিছু শিখে ফেলেন। ঠেকে শেখার আগ্রহী নন, দেখে শেখার পক্ষপাতী।
- নিজেকে ভালো করেই জানেন বলে অন্যকে বুঝতেও কষ্ট হয় না।
বুধ:
- কন্যা রাশিতে নবগ্রহ এর অন্যতম বুধ গ্রহ। অনেক জিনিস সংগ্রহ করার অভ্যাস। এত সংগ্রহ সাজিয়ে গুছিয়ে রাখতে গিয়ে হিমশিম খান। কাজের সময় ঠিক জিনিসটি খুঁজে পাওয়া যায় না।
- দেওয়া-নেওয়ার ব্যাপারে বিশেষ অপটু। দিতে জানেন, নিতে জানেন না। ভালো কাজ করেও তেমন ফল পান না, দুঃখ পান।
- চাকচিক্য এবং পরিমানে বেশি হলেই মনমতো হয়। মূল্য বোঝেন না। সোনা ফেলে মাটির পুতুল কুড়ান। প্রতারিত হওয়ার জন্যই যেন বসে থাকেন।
বৃহস্পতি:
- সীমিত জ্ঞানের সাহায্যে সমাজের উন্নতি করতে চান।
- সব জায়গায় ভ্রষ্টাচার দেখে অসাধ্য কাজ মনে করে নিজের ভুল বুঝতে পারেন এবং দুঃখ, হতাশায় ভোগেন।
শুক্র:
- পান্ডিত্যের অভিমান নিয়ে চলাফেরা করেন। অনেক কিছুই করতে যান।
- শেষ পর্যন্ত কুঁয়োর জলের আর সাগরের জলের পার্থক্য বুঝে লজ্জা পান। ভুল বুঝতে পারেন।
শনি:
- অবক্ষয়ের হাত থেকে রাখা করার জন্য বহু জিনিসই জোগাড় করে, সংস্কার করে বাঁচাবার চেষ্টা করেন। শেষ পর্যন্ত হার মানতেই হয়।
- প্রকৃতির নিয়মে সব জিনিসেরই পরিণতি আছে জেনে ভুল বুঝতে পারেন।
- নিজে উপবাস করে অন্যের আহার জোগান। নিজের ক্ষমতার বাইরে চলেন। চক্ষুলজ্জা অত্যন্ত বেশি।
রাহু:
- মনের মত জিনিসের ভাণ্ডারে বসে আনন্দে ভরপুর, পেট নেই তাই ক্ষুধাও নেই। খুশি খুশি প্রাণ।
কেতু:
- কেতু হলো কন্যা রাশিতে নবগ্রহ এর গুরুত্বপূর্ণ একটি গ্রহ। অফুরন্ত ভাণ্ডার – ভোগের সীমাবদ্ধতা, ভোগযন্ত্রের অভাব তাই বেশি পাবার প্রয়োজন বোধ নেই, বেশি অপ্রয়োজনীয় কথা বলেন না। বাক-সংযম পছন্দ করেন।
Author Bio
Soahamparivar
Being the best and famous astrologer and vastu shastra consultant in Kolkata, Mr. Bhattacharyya gives accurate horoscope reading, perfect astrological remedies, and on-time solutions.