কোন কোন রাশির ২০২৬ কেমন যাবে?

কোন কোন রাশির ২০২৬ কেমন যাবে?

২০২৬ সাল স্বাগত | আমাদের প্রত্যেকেরই আগ্রহ থাকে নতুন বছর কেমন যাবে ? কি লেখা আছে কপালে ? আমরা সকলেই চাই উন্নতি, সাফল্য, সুস্বাস্থ্য, শান্তি | আমরা শুধু একা নই, আমাদের আগ্রহ থাকে পরিবারের অন্য সদস্যদের ভাগ্যে কি আছে তা জানতে | আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি ডায়েরী ও ক্যালেন্ডারের মতো এ বছরের রাশিফল অনুযায়ী আমাদের ভাগ্য জানতে | ইংরেজি নতুন বছরের ভাগ্যফলটা একবার দেখে নেওয়া যাক |

এ বছর মোটের ওপর সকল রাশিরই শুভভাব যথেষ্ট থাকলেও জলরাশি যথাক্রমে কর্কট, বৃশ্চিক ও মীন রাশির জাতকেরা আগামী জুন মাস অবধি একটু মানসিক অস্থিরতায় থাকবে | এছাড়া অগ্নিরাশি যথাক্রমে মেষ, সিংহ ও ধনু রাশির জাতকেরা যথেষ্ট dynamic থাকবে | পৃথ্বীরাশি যথাক্রমে বৃষ, কন্যা এবং মকর রাশির জাতকেরা যথেষ্ট বাস্তববাদী এবং stable থাকবে এবং বায়ুরাশির নেতৃত্বাধীন তিনরাশি যথাক্রমে তুলা, মিথুন এবং কুম্ভ রাশির জাতকেরা তাদের বহুদিনের আটকে থাকা বিষয়গুলির মান্যতা পাবে |

বর্ষারম্ভের প্রথম দিকে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় মিথুনে থাকবে | মঙ্গল (দগ্ধ) ধনুতে, কেতু সিংহে, বুধ (দগ্ধ) ধনুতে, রবি এবং শুক্র (দগ্ধ) ধনুতে, রাহু কুম্ভে | মহাগ্রহ শনি মীনে, চন্দ্র উচ্চস্থ অবস্থায় বৃষে অবস্থান করবে |

দেবগুরু বৃহস্পতি ১১ই মার্চ মিথুনে বক্রী হবে, কর্কটে সঞ্চার করবে ২ রা জুন, ৩১ শে অক্টোবর বৃহস্পতি গমন করবে সিংহতে, ১৩ই ডিসেম্বর পুনরায় বক্রী হবে সিংহতে |

আরেক মহাগ্রহ শনিদেব ৭ই মার্চ থেকে ১৩ই এপ্রিল পর্যন্ত দগ্ধ অবস্থায় থাকবে | বক্রী হবে ২৭ শে জুলাই | এবছরে শনির তিনটি নক্ষত্র পরিবর্তনের যোগ আছে, যথাক্রমে উত্তরভাদ্রপদ, রেবতী এবং পুনরায় অক্টোবর মাসে উত্তরভাদ্রপদে শনিগ্রহ প্রবেশ করবে |

 রাহুকেতুর এবছরে স্থান পরিবর্তন হবে | রাহু যথাক্রমে কুম্ভ থেকে মকরে প্রবেশ করবে ৫ই ডিসেম্বর এবং কেতুও ওই ৫ই ডিসেম্বর সিংহ রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে |

 তাই মকররাশিসহ ১২ টি রাশির নতুন বছরের সার্বিক ভাগ্য কেমন যেতে পারে সে বিষয়ে আলোকপাত করছি |

মেষরাশি

আপনার রাশ্যাধিপতি মঙ্গল | বর্তমান বছরে আর্থিক স্থিতি মন্দ থাকবে না | মিতব্যয়ী হলে সঞ্চয়ের আশা আছে | আপনি স্বাধীনচেতা হাওয়ায় অনেকের সাথে মতের অমিল থাকবে, কিন্তু  সংসারের প্রতি দায়িত্বপালনে সজাগ থাকবেন | দাম্পত্যজীবনে মতবিরোধ থাকলেও অসুখী হবেন না | সন্তানের প্রতি স্নেহবাৎসল্য থাকলেও তাদের ব্যবহারে মানসিক কষ্ট থাকবে | কর্মস্থানে খুবই অগ্রগতি লক্ষ্য করা যায় | চাকুরীস্থানে পদোন্নতিসহ বদলির যোগ আছে | শিক্ষক ও চিকিৎসকদের জন্য এ বছরটি যথেষ্ট শুভ | ঔষধ, খাদ্যদ্রব্য ও ইন্টারনেটের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে লাভের আশা আছে | এই বছরে শরীর সুস্থ থাকলেও নিয়মিত ওষুধ গ্রহণে অবহেলা করা চলবে না, নাহলে বিপদগ্রস্থ হওয়ার সম্ভাবনা আছে | ছোটখাট দুর্ঘটনার সম্ভাবনা থাকায় সাবধানে চলাফেরা করবেন |

বৃষরাশি

আপনার রাশ্যাধিপতি শুক্র | বর্তমান বছরে আর্থিকভাব শুভ হলেও আশাআকাঙ্খা পূরণের সেরকম কোন সম্ভাবনা নেই | চাকরিক্ষেত্রে বিভিন্ন সমস্যার আশঙ্কা থাকবে | তবে আর্থিক উন্নতি কিংবা প্রোমোশনের আশা করা যায় | ব্যবসা ক্ষেত্রে শুভাকাঙ্খীর সহযোগিতায় উন্নতি ও প্রচেষ্টার মাধ্যমে সুফল লাভ করতে পারেন | কাঁচামাল, লোহা, Publication business, Building Material Suppliers রা   এবছর সাবধানে পদক্ষেপ গ্রহণ করবেন, নতুবা টাকা ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে |পারিবারিক ক্ষেত্রে কিছু আত্মীয় বিরোধিতার প্রবল সম্ভাবনা রয়েছে | তবে এরই মধ্যে প্রচুর সুসংবাদের যোগও আছে | শিক্ষাক্ষেত্রে আশানুরূপ সাফল্য লাভ হবে | চাকুরীক্ষেত্রে দলাদলিতে অংশগ্রহণ না করাই  বাঞ্ছনীয়, নচেৎ বদলির সম্ভাবনা তৈরি হবে | প্রিয়জনের দৈহিক সমস্যার জন্য অকারণে প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যায় | যারা হৃদরোগ, কিডনী কিংবা উচ্চরক্তচাপে ভুগছেন, তাদের বিশেষ সতর্ক থাকা প্রয়োজন |

মিথুন রাশি

আপনার রাশ্যাধিপতি বুধ | অধিপতি গ্রহের প্রভাবে আপনি কোন কাজেই ঠিকমতো মনোনিবেশ করতে পারবেন না | বছরের প্রথম তিন মাস আর্থিক অসুবিধায় পরতে পারেন | সংসারে পিতামাতার প্রতি কর্তব্য পালন করলেও তাদের কাছ থেকে খুব একটা সহানুভূতি আশা করবেন না | ভাইবোনেদের সাথে সদ্ভাব বজায় রাখুন, কারণ বিপদে পাশে পাবেন | আপনার লোভী মানসিকতার জন্য দাম্পত্য জীবনে মনোমালিন্য তৈরি হবে | সন্তানের শিক্ষার বিষয়ে বিঘ্ন আসতে পারে | আপনার অহেতুক চিন্তার কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে | বিজ্ঞাপন, চিকিৎসা এবং আইন বিভাগের সাথে জড়িত ব্যক্তিদের অবধারিত উন্নতি ঘটবে | শরীরের প্রতি যত্ন নিন, নতুবা শিরপীড়া, স্নায়বিক দুর্বলতা ইত্যাদির কারণে শয্যাশায়ী হওয়ার সম্ভাবনা আছে |

কর্কটরাশি

আপনার রাশ্যাধিপতি চন্দ্র | রাশির প্রভাবজনিত কারণে আপনি ভাবপ্রবণ, খেয়ালী ও কল্পনাপ্রবণ হবেন | এ বছর মাঝে মাঝে ক্রোধের উৎপত্তি হওয়াটা অবশ্যাম্ভাবী | চাকরি ও ব্যবসা উভয় ক্ষেত্রেই এ রাশির জাতকরা প্রচুর উপার্জন করতে সক্ষম হবেন | তবে কৃষিপণ্য, ধাতু ও চামড়াজাত দ্রব্যের ব্যবসায়ীরা সতর্ক থাকবেন | পারিবারিক ক্ষেত্রে কলহ, বিবাদ বৃদ্ধি পেতে পারে | প্রেমপ্রীতির বিষয়ে কিছু সমস্যা থাকবে | বিবাহে ইচ্ছুক ব্যক্তিদের বিবাহের বিষয়ে অগ্রগতি দেখা যাবে | বিবাহিতদের সন্তান লাভের সম্ভাবনা প্রবল | ২০২৬ সে অন্যের দায়িত্ব নেবার ব্যাপারে সতর্ক থাকবেন | শরীরে অস্ত্রপ্রচার বা হঠাৎ শয্যাশায়ী হওয়ার সম্ভাবনা দেখা যায় |

সিংহরাশি

রাশ্যাধিপতি হলেন রবি | গ্রহপতির প্রভাবে আপনি খুবই আত্মপ্রত্যয়ী হবেন | ২০২৬ সালে আপনার আর্থিক অবস্থা খুব একটা স্থিতিশীল থাকবে না | প্রয়োজনে ঋণও নিতে হতে পারে | তবে আপনার পরিশ্রমী মনোভাব ও আত্মবিশ্বাস আপনার গতি স্তব্ধ করতে দেবে না | শারীরিক অবস্থা মোটামুটি | তবে সাংসারিক জীবনে পরিবারের সকলের সহযোগিতা পাবেন | সন্তান বা শিক্ষার্থীদের পরীক্ষার সময় শারীরিক অসুস্থতার যোগ দেখা যায় | আইনজ্ঞ, চিকিৎসক, মজুদদারী ব্যবসায়ীরা লাভবান হবেন |

কন্যারাশি

রাশ্যাধিপতি হলেন বুধ | বর্তমান বছরটি মোটের ওপর শুভ | তবে কোন না কোন কারণে মিথ্যা অপবাদের ভাগীদার হতে পারেন | নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে ২০২৬ সাল শুভ | অংশীদারি ব্যবসায়ীরা কলহ বিবাদ থেকে দূরে থাকবেন | ঔষুধ, খাদ্যদ্রব্য, আমদানী – রপ্তানী এবং পরিবহন সংক্রান্ত ব্যবসায়ীরা এ বছর দারুন শুভফল আশা করতে পারেন | আর্থিক ক্ষতির সম্ভাবনা অনেক কম হবে | সুখ, দুঃখ, জয়, পরাজয়, উত্থান, পতন নিয়েই বছরটি অতিবাহিত হবে |

তুলারাশি

এই রাশির জাতকদের রাশ্যাধিপতি হলেন শুক্র | ২০২৬ শে আর্থিক স্বচ্ছলতা থাকলেও ব্যয় বৃদ্ধি পাবে | গুরুজনদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করলেও তাদের মন জয় করতে পারবেন না | দাম্পত্য জীবন সুখের হবে | সন্তানদের বিষয়ে একটু উদ্বেগ থাকবে | ২০২৬ শে শরীর ভালো থাকলেও পেটের রোগে হাসপাতাল যেতে হতে পারে |

বৃশ্চিকরাশি

এই রাশির জাতকদের রাশ্যাধিপতি হলেন মঙ্গল | ২০২৬ শে ঘনিষ্ঠদের থেকে আর্থিক বিষয়ে সহায়তা পাবেন | সাংসারিক অশান্তি ২০২৬ শে বৃদ্ধি পেতে পারে | আগে থেকে যাদের বিবাহিত জীবনে সমস্যা রয়েছে তাদের সমস্যা গুরুতর হতে পারে | ঊর্ধতন কর্তৃপক্ষের সাথে চাকুরিজীবীদের মতবিরোধ হলেও বছরের শেষে আর্থিক উন্নতি হবেই হবে | পলিথিন, ফার্নিচার ও Commission Agent দের ক্ষেত্রে এ বছর অত্যন্ত শুভ | শারীরিক সমস্যা মাঝে মাঝে দুশ্চিন্তার কারণ হবে এবং কারো কারো ক্ষেত্রে অস্ত্রপ্রচার যোগও আছে |

ধনুরাশি

  এ বছর অর্থিক স্বচ্ছলতা থাকবে | গুরুজনদের প্রতি দায়িত্ব কর্তব্য অটুট থাকবে | দাম্পত্য জীবনে সাময়িক অশান্তি হলেও পারিবারিক শান্তি বজায় থাকবে | সন্তানদের শিক্ষার বিষয়ে চিন্তায় পরতে পারেন | বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলীতে শুভ ভাবে থাকে তাহলে সামাজিক

Author Bio

Related Posts