বাংলা ১৪২৯ সনে গ্রহের রোষ থেকে মুক্তিলাভের সহজ উপায় কি?
নতুন বছরে গ্রহের রোষ থেকে পরিবারকে সুরক্ষিত রাখবেন কিভাবে?
জ্যোতিষশাস্ত্রঅনুযায়ী, গ্রহের স্থিতি এবং গতি আমাদের জীবনে সরাসরি প্রভাব বিস্তার করে | গ্রহের স্থিতি আমাদের
পক্ষে হলে সুফল পাওয়া যায়, আর বিপক্ষে হলে দোষযুক্ত গ্রহ আমাদের কুফল প্রদান করে থাকে |
সমস্যা থাকলে তার সমাধানও রয়েছে | কিন্তু কিভাবে নিজেদের অশুভ গ্রহদোষের প্রতিকার করবেন? নিম্নে এমন কিছু
উপায় নিয়ে আলোচনা করা হবে, যাতে এই উপায়গুলি আপনি বা আপনারা সঠিকভাবে প্রয়োগ করলে অবশ্যই লাভবান
হবেন |
আসুন জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র মতে এবছর অর্থাৎ ১৪২৯ সনে কি করলে গ্রহদোষ কাটিয়ে সুস্থ
ও স্বাভাবিক জীবনযাপন করা সহজ থেকে সহজতর হয়ে উঠবে।
মেষ রাশির জাতকেরা গ্রহদোষ কাটাবেন কিভাবে?
মেষ রাশির জাতকেরা শুক্র গ্রহের কৃপা পেতে চেষ্টা করুন|
শুক্র গ্রহ শক্তিশালী করতে
- কখনই না ধোয়া কাপড় পরবেন না।
- অৰ্থাৎ প্রতিদিন কাঁচা ধোয়া জামাকাপড় পড়বেন |
- বাড়িতে দুপুরের খাওয়ার পাতে ঘি ভাত খাবেন |
- সম্ভব হলে মন্দিরে ঘি সহযোগে পূজা দিন |
- আপনার মানিব্যাগে ছয় কোণ বিশিষ্ট রুপার টুকরো রাখুন।
বৃষ রাশির জাতকেরা গ্রহদোষ কাটাবেন কিভাবে?
বৃষ রাশির জাতকেরা বুধ গ্রহের সাহচর্য পেতে চেষ্টা করুন|
জাতকের বুধ গ্রহ শক্তিশালী করতে
- কখনোই বুধবার দিন কাউকে টাকা ধার দেবেন না ।
- বুধবার দিন কখনই মাংস এবং মদ খেতে যাবেন না।
- মন্দিরে চাল ও দুধ দিয়ে বিঘ্নরাজ গণেশ ভগবানের পুজো দিন|
- প্রতিদিন স্নানের পরে বাড়িতে তুলসী গাছে জল প্রদান করুন |
মিথুন রাশির জাতকেরা গ্রহদোষ কাটাবেন কিভাবে?
মিথুন রাশির জাতকেরা চন্দ্র গ্রহের আনুকূল্য পেলে এবছর জীবনের বহু আকাঙ্খা মিটিয়ে ফেলতে পারবেন |
চন্দ্র গ্রহের আনুকূল্য পেতে এমন কাজ করুন যা আপনার মাকে খুশি করবে এবং তার আশীর্বাদ লাভ করবেন |
- দুধ সংক্রান্ত কোন ব্যবসা করবেন না।
- নিয়মিত পাখিদেরকে খাওয়ান |
কর্কট রাশির জাতকেরা গ্রহদোষ কাটাবেন কিভাবে?
কর্কট রাশির জাতকেরা কেতু গ্রহের বদান্যতায় এবছর অর্থনৈতিক বেশ কিছু সফলতা হাসিল করতে সক্ষম হবেন |
কেতু গ্রহ শক্তিশালী করতে
- অনাথদেরকে মিষ্টি জাতীয় সুখাদ্যঅন্তর থেকে পরিবেশন করুন |
- কখনোই লাল রঙের কাপড় ব্যবহার করবেন না। |
- গরিবদের কালো এবং সাদা চেক করা কম্বল বা কম্বলের দ্বারা তৈরী বস্ত্র দান করুন।
সিংহ রাশির জাতকেরা গ্রহদোষ কাটাবেন কিভাবে?
সিংহ রাশির জাতকেরা বুধ গ্রহের সাহচর্য পেতে চেষ্টা করুন| ক্ষণস্থায়ী বুধ গ্রহ যদি জাতকের জন্মলগ্নে শুভ স্থানে থাকে, তবে জাতকের এই বছর ধনাগম কেউ আটকাতে পারবে না |
বুধ গ্রহ শক্তিশালী করতে
- নতুন জামা কাপড় পরার আগে পরিষ্কার জলে ধুয়ে ফেলুন।
- বুধবার দিন কখনই মাংস এবং মদ খেতে যাবেন না।
- মন্দিরে চাল ও দুধ সহযোগে পুজো দিন |
- সম্ভব হলে নিয়মিতভাবে ভগবান গণেশের পুজো দিন |
কন্যা রাশির জাতকেরা গ্রহদোষ কাটাবেন কিভাবে?
কন্যা রাশির জাতকেরা শুক্র গ্রহের সহায়তায় এ বছর জীবনের নানান ক্ষেত্রে সফলতার শীর্ষে থাকবে যদি জাতকের জন্মছকে শুক্র গ্রহ দুর্বল ভাবে অবস্থান করে তবে জাতককে অতি দ্রুত তার প্রতিকার করা আবশ্যক |
শুক্র গ্রহ শক্তিশালী করতে
- কখনই না ধোয়া কাপড় পরবেন না।
- বাড়িতে দুপুরের খাবারে ভাতের পাতে ঘি ব্যবহার করুন এবং যদি সম্ভব হয় মন্দিরে ঘিয়ের প্রদীপ জালান |
- অবশ্যই আপনার মানিব্যাগে রুপার টুকরো রাখুন।
তুলা রাশির জাতকেরা গ্রহদোষ কাটাবেন কিভাবে?
তুলা রাশির জাতকেরা এবছরের শুরুতেই শনির ধাইয়ার কবল থেকে মুক্তি পাবে এবং মঙ্গল গ্রহের আশীর্বাদে অর্থ উপার্জনের রাস্তা প্রশস্ত করবেন |
মঙ্গল গ্রহের আশীর্বাদ লাভ করতে
- প্রতি মঙ্গলবার মন্দিরে মিষ্টি মিষ্টি দিয়ে পুজো দিন |
- সম্ভব হলে প্রতিদিন নিম গাছের পরিচর্যা করুন |
- নিয়মিত ভাবে গরুকে খাবার খাওয়ান |
- বেডরুমে একটি হাতির দাঁতের তৈরী কোনো দ্রব্য বস্তু রাখুন।
বৃশ্চিক রাশির জাতকেরা গ্রহদোষ কাটাবেন কিভাবে?
বৃশ্চিক রাশির জাতকেরা এবছর বৃহস্পতি গ্রহের উচ্চস্থ অবস্থানের দরুন জীবনের চূড়ান্ত সফলতা অর্জন করবেন | যদি কারোর জন্মোচকে বৃহস্পতি নীচ ভাবস্থ হয় তবে অতি অবশ্যই জাতকের বৃহস্পতির সংস্কার করা প্রয়োজন |
বৃহস্পতি শক্তিশালী করতে অবশ্যই
- প্রতি বৃহস্পতিবার পাকা কলা সহযোগে পূজা দিন |
- গুরুজনদের বিরাগভাজন হবেন না |
- বৃহস্পতিবার কাউকে টাকা ধার দেবেন না|
- সম্ভব হলে সোনার অলংকার ব্যবহার করুন |
ধনু রাশির জাতকেরা গ্রহদোষ কাটাবেন কিভাবে?
ধনু রাশির জাতকেরা শনির সাড়ে সাতি থেকে মুক্তি পাবে এবছরের শুরুতে | শনির কারণে যত দুঃখ কষ্ট বিগত সাড়ে সাত বছর ধরে ভোগ করেছেন এই রাশির জাতকেরা তা সুদে মুলে এবছর ফেরত পাবেন তাই প্রয়োজন এই রাশির জাতকদের শনি গ্রহের আশীর্বাদ |
শনি গ্রহের আশীর্বাদ পেতে বা শনি গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি পেতে অতি অবশ্যই
- সাধ্যমতোন অভাবীদের জুতা দান করুন।
- রাতে কখনই দুধ পান করবেন না।
- মহিষের দুধের তৈরী খাবার পরিত্যাগ করুন ।
মকর রাশির জাতকেরা গ্রহদোষ কাটাবেন কিভাবে?
মকর রাশির জাতকেরা শনির সাড়ে জাতির তৃতীয় চরণ ভোগ করবেন | তবে এই বছর শনির কারণে খুব একটা বিপদ গ্রস্থ হবেন না তারা | এবছর যত কিছু অশান্তির কারণ হবে রাহু গ্রহ |
রাহু গ্রহ শক্তিশালী করতে
- বাড়িতে তৈরী আটার রুটি প্রতিদিন পায়রা কে খাওয়ান ।
- গাঢ় নীল রঙের ক্যাপ পরুন।
- রাস্তার খাবার বর্জন করুন ।
- যত বেশি সম্ভব পরিবারের সাথে সময় কাটান |
- শোয়ার ঘরের দক্ষিণ-পশ্চিম কোণে জল সংরক্ষণ করুন এবং সেই জল ঘুম থেকে উঠে সদর দরজায় ছড়িয়ে দিন |
কুম্ভ রাশির জাতকেরা গ্রহদোষ কাটাবেন কিভাবে?
কুম্ভ রাশির জাতকেরা রবি গ্রহের সাহচর্য পেতে চেষ্টা করুন|
রবি গ্রহ শক্তিশালী করতে
- তামার ছোট বস্তু সঙ্গে রাখুন।
- গোলাপি রঙের ব্যবহার বাড়িয়ে তুলুন ।
- কপালে লাল চন্দনের পেস্ট লাগান |
- বৃদ্ধ ও বিধবাদের যথা সম্ভব সাহায্য করুন |
- আপনার ভাইবোনদের পশে থাকার চেষ্টা করুন |
- অবশ্যই এবছর কোনপ্রকার ঝুঁকি জনিত কাজে যুক্ত থাকবেন না | কারণ শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ আরম্ভ হয়েছে |
মীন রাশির জাতকেরা গ্রহদোষ কাটাবেন কিভাবে?
মীন রাশির জাতকেরা এবছর শনির সাড়ে সাতির কারণে বিব্রত থাকবেন | যদিও বৃহস্পতি উচ্চস্থ হয়ে রাশিতে অবস্থান করবেন| তবুও শনি গ্রহের সাহচর্য পেতে চেষ্টা করুন|
শনি গ্রহ শক্তিশালী করতে
- রুপার ছোট বস্তু সঙ্গে রাখুন।
- কালো টুপি পরুন।
- শনিবার দিন কোনোরকম ক্ষুরকার্য্য থেকে বিরত থাকুন |
- অন্ধ মানুষকে যথাসম্ভব সাহায্য করুন ।
- ভাইবোনদের বিপদে আপদে পশে থাকার চেষ্টা করুন ।