কাদের ধারণ করা উচিত মানিক বা চুনী (Ruby) পাথর?
মানিক মুখ্যতঃ সূর্যের বা রবি গ্রহের রত্ন|
সূর্যকে কালপুরুষের আত্মা বলা হয়| সূর্য পুরুষ গ্রহ | তাম্র বর্ণের ন্যায় দীপ্তমান|পূর্ব দিকের অধিপতি এবং জীবনদায়ী গ্রহ |
যদি জন্মপত্রিকায় সূর্যের অবস্থান ঠিক না থাকে, তাহলে মানিক ধারণ করতে হয় | জেনে নিন জন্মছকে সূর্যের অবস্থান অনুযায়ী চুনী পাথর কতটা কার্যকরী |
নিজের জন্মপত্রিকায় সূর্যের স্থিতি যদি নিম্ন প্রকার হয়, তাহলে মানিক ধারণ করা কর্তব্য|
এখন জেনে নেওয়া যাক কোন জাতক জাতিকারা রুবি ধারণ করবে |
১| যদি লগ্নে সূর্য থাকে, কারণ লগ্ন রবির অবস্থান থাকলে জাতকের সন্তান হতে বাধা বা অসুস্থ সন্তান হতে পারে এবং জাতকের স্ত্রীর জন্য কষ্টদায়ক| এদের মানিক ধারণ করা অবশ্য কর্তব্য|
২| ধন স্থান বা দ্বিতীয় স্থানে রবি গ্রহ থাকলে অর্থ প্রাপ্তিতে বাধা আসে, চাকুরী স্থানে নানা প্রকার-বিঘ্ন দেখা দেয় | এমতাঅবস্থায় মানিক ধারণ করা কর্তব্য|
৩| যদি জন্মপত্রিকায় রবি গ্রহ তৃতীয় স্থানে থাকে ,তাহলে অসময়ে কনিষ্ট ভ্রাতার মৃত্যু ঘটতে পারে | এই অবস্থায় মানিক ধারণ করা কর্তব্য |
৪| চতুর্থ স্থানে স্থিত রবি আয়-উপার্জনে বাধা সৃষ্টি করে| এই ক্ষেত্রে মানিক ধারণ করা কর্তব্য |
এক্ষেত্রে চুনি পাথরের কাজ হলো জীবনে আগত বাধা দূর করা|
৫| যদি সূর্য ভাগ্যাধীপতি, ধনপতি বা রাজ্যাধিপতি হয়ে ষষ্ঠ বা অষ্টম স্থানে থাকে, তাহলে মানিক ধারণ কর্তব্য|
৬| যদি রবি গ্রহ নিজের ক্ষেত্র থেকে অষ্টম বা ষষ্ট স্থানে অবস্থান করে জাতক বা জাতিকার পঞ্চম বা নবমভাবে পড়ে, তাহলে অবশ্যই মানিক ধারণ কর্তব্য |
৭| সূর্য সপ্তম ভাবে থাকলে স্বাস্থ্যহানি হয় | এ ক্ষেত্রে মানিক ধারণ কর্তব্য |
৮| যদি সূর্য নিজ নক্ষত্রে অবস্থান করে| তাহলে সর্ববিধ উন্নতির জন্য মানিক ধারণ কর্তব্য |
৯| যদি রবি গ্রহ জন্মকুণ্ডলীতে যেকোনো স্থানে থেকে নিজের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়াকে পূর্ণ দৃষ্টিতে দেখে, তাহলে সেই জাতকের ক্ষেত্রে চুনি পাথরের উপকারিতা সর্বাধিক|
১০| দ্বিতীয় অথবা দ্বাদশভাবে সূর্য থাকলে, চোখের রোগ দেখা যায়, এক্ষেত্রে মানিক ধারণ কর্তব্য |
১১| যদি সূর্য একাদশ ভাবে থাকে, তাহলে সন্তান চিন্তা উৎপন্ন হয় ও জ্যেষ্ঠ ভ্রাতার প্রাণনাসের আশঙ্খা থাকে| এই জাতকের মানিক ধারণ কর্তব্য |
১২| যদি সূর্য আপনভাব থেকে অষ্টমভাবে থাকে, তাহলে জাতককে যত শীঘ্র হয় চুনি ধারণ করতে হবে |