ধনু রাশিতে নবগ্রহ এর প্রকৃতি ও কার্যকারিতা
জ্যোতিষ শাস্ত্রে নবগ্রহের কথা উল্লেখ আছে। রাশি অনুযায়ী নবগ্রহের ভূমিকা আলাদা। এখন দেখে নেওয়া যাক ধনু রাশিতে নবগ্রহ এর ভূমিকা কেমন? ধনু রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি। বাকের অধিপতি বলে ধনু জাতকের কথা তীক্ষ্ণ হতে পারে। সেই কারণে এদের শত্রু সৃষ্টি হয়ে যায়। এখন নিম্নে দেখে নেওয়া যাক নয়টি গ্রহের ধনু রাশির কারকতা।
রবি:
- বৃহস্পতির ক্ষেত্র, প্রজ্ঞার জায়গা, সিদ্ধির জায়গা। কাঁচা লোহাকে আগুনে পুড়িয়ে Steel তৈরি করা হয়। কাঁচা শাক-সবজি সিদ্ধ করে খাওয়ার এবং পরিপাকের উপযুক্ত করা এই রাশিটির কাজ।
- শব্দ বা বাকই ব্রহ্ম। বৃহস্পতির অপর নাম তাই বাচস্পতি। বাক শব্দটি বাচ থেকেই এসেছে।
- সব উপদেশ করা, শিক্ষা দেওয়া। আচার নিষ্ঠা, ধর্মীয় আচরণ, পূজা-পাঠ ইত্যাদিতে সহজে নিমজ্জিত হয়ে যাওয়া এর চরিত্রের বৈশিষ্ট্য।
- বাকের অধিপতি গ্রহ বলে তীক্ষ্ণ বাক্যের দ্বারা স্পষ্ট কথায় অন্যায় দেখলে বিদ্ধ করতে পিছিয়ে আসেন না। লক্ষ্যে স্থির।
- সমস্যার মুলে যেতে চান, বিশেষত মূলা নক্ষত্রের প্রভাব থাকলে। সমস্যা সমাধানের ব্যাপারে অধ্যাত্মজীবনের ওপরই নির্ভরশীল থাকেন।
- অনেকের শ্রদ্ধার পাত্র, আবার অনেকের অপ্রিয় – তাদের মনমতো কথা বার্তা বলতে না পারার জন্য।
- মাদক দ্রব্য পান করা পছন্দ করেন না তার কারণ তা সৎবুদ্ধিকে নাশ করে।
- বিদ্বান সমাজে ঘোরা ফেরা এবং নির্লোভ বলে সম্মানের পাত্র হিসেবে নির্বাচিত।
- সব রকমের বেনিয়মের প্রবল বিরোধী এবং সেখানে উচ্ছ নিচের ভেদাভেদ করেন না। An upright highly spiritual man of very strict principles.
চন্দ্র:
- কর্মব্যস্ততা, চঞ্চলতা, এক জায়গায় স্থির থাকতে পারে না, তাই ভ্রমণ পছন্দ করেন। তবে তীর্থ ক্ষেত্রেই বেশি পছন্দের জায়গা।
- ভালো কথা মনের উন্নতি করতে চান। দ্বৈত রাশি বলে মনা স্বভাব। এক সঙ্গে দুটি কাজ করার প্রবণতা, দু জায়গায় বাস করার ইচ্ছা।
- ঘোড়দৌড়ের মাঠে যাবার প্রবণতা, Speculation ভালোবাসেন। লক্ষ্য বস্তুর ওপর মনের স্বাভাবিক একাগ্রতা তাই Rifle shooting, তীরধনুক ছোড়া, বিলিয়ার্ড খেলা, পারদর্শিতা আছে।
- বৃহস্পতি শুভ হলে অশুভ ভাবনা আসে না। অতিরিক্ত ভ্রমণে স্বাস্থ্যের অবনতি। সন্তানের ভবিষৎ সম্বন্ধে চিন্তা। অস্থাবর সম্পত্তি নষ্ট হবার সম্ভাবনা।
আরো পড়ুন: ধনু রাশিফল 2023
মঙ্গল:
- ধনু রাশিতে নবগ্রহ এর অন্যতম মঙ্গল। তেজস্বীতা, upright, উচ্চাভিলাসী হলেও অসৎ উপায়ে বড় হওয়ার স্বপ্ন দেখেন না।
- ভাঙতেও জানেন আবার গড়তেও পারেন। লক্ষ্য ভেদ করার একাগ্রতা। সাহস এবং দূরদৃষ্টি আছে।
- বিপদের ঝুঁকি নিতে পিছিয়ে যান না। সন্তানদের মানুষ করার জন্য প্রচুর পরিশ্রম করেন।
- ভ্রমণের মাধ্যমে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেন।দুটি সন্তান যমজ হতে পারে।
- অতিরিক্ত খরচ করতে অভ্যাস্ত তবে নিজের জন্য নয়। স্বাভাবিক আহারে রুচি না থাকলেও গুরুগৃহের নিয়ম মেনে চলেন।
বুধ:
- অনেক জানার ইচ্ছা। তবে বাইরের জগতের প্রতি বেশি আকৃষ্ট হওয়ায় বস্তুর তত্ত্বের ভিতরে প্রবেশ করতে পারে না। সবেরই ভাসা ভাসা জ্ঞান তাই ভাসা ভাসা বলতে পারেন ভাষার চাতুর্যে।
- স্ত্রীর ব্যবসায়ের লাভ ক্ষতির অংশীদার। ধর্ম পথের সংসারী, গুপ্ত উৎস থেকে অর্থ লাভ। বন্ধুর সাহায্যে উপকৃত হওয়া।
বৃহস্পতি:
- বৃহস্পতি হলো ধনু রাশিতে নবগ্রহ এর গুরুত্বপূর্ণ একটি গ্রহ। রুচিবান, বাদ্যযন্ত্রে অনুরাগী, ব্যবহারিক জীবনে নানা যন্ত্রপাতির প্রয়োগের কুশলতা – সেই সূত্রে উপার্জন।
- হাতে কলমে কাজের পক্ষপাতী, পুঁথিগত তত্ত্বের এবং তথ্যের প্রয়োগে পারদর্শিতা।
- রোগে ভোগে অর্থ ব্যায়, একাধিক প্রেম। নারীর প্রতি সহজাত আকর্ষণ এবং নারীঘটিত বিষয় নিয়ে সংসারে অশান্তি। নিঃস্বার্থ কর্মী বলে খ্যাতি।
শুত্রু:
- সামাজিকতা মেনে নিতে অসুবিধা হয়। তাই বিবাদ বিসংবাদ এড়িয়ে চলেন।
- সুন্দর সব জিনিস পছন্দ করেন, বিশেষত মনের সৌন্দর্য্য।
- অন্যের কাজ করে দিয়ে আনন্দ পান, অন্যকে সুখে রাখার জন্য কার্পণ্য করেন না, বিরক্ত হন না।
শনি:
- পরিশ্রমী, গতানুগতিক সাংসারিক কাজে দক্ষতা, উচ্চ চিন্তার অভাব।
- কূটনৈতিক বুদ্ধি, রাজনীতিতে আগ্রহী হলেও উপরের স্তরে উঠতে পারেন না।
- সামাজিকতায় রপ্ত নন বলে নিচের তোলার লোকের সঙ্গে মিশতে পারলেও ওপর তোলার পরিবেশ সংকুচিত।
- বিশস্ত কর্মী বলে বহু লোকের আস্থার পাত্র। তবে বিশেষ সুবিধা আদায় করতে পারেন না, অল্পেই সন্তুষ্ট থাকতে হয়।
- বিদ্বান ব্যাক্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ভয় পান, সংসারে নিস্পৃহার জন্য অশান্তি।
- সন্তানের অসাফল্যের জন্য মনকষ্ট, শেষজীবনে অর্থকষ্ট। নিঃস্বার্থ সেবায় লোকের প্রিয় হলেও মনের কষ্ট লাঘব হয় না।
রাহু:
- ধর্মভাবের প্রবণতা। ধর্ম ও দর্শনে নিজস্ব চিন্তাধারা।
- বৃথা ভ্রমণে ঋণগ্রস্ত। বাঁকা পথে উপার্জন। আত্মীয় বিরোধ।
- পারিবারিক বিশৃঙ্খলা এবং স্ত্রীর থেকে মনোকষ্ট। আহারে অনিয়ম। রোগ-ভোগের বিড়ম্বনা।
- বিকৃত বাসনা নিয়ে বিদেশে উপভোগের জন্য ঘুরে বেড়ানো। কর্ম বিষয়ে অনিশ্চয়তা।
কেতু:
- ধর্মবিশ্বাস এবং অবিশ্বাসে চরমপন্থী, সুস্থ চিন্তাধারা। সরল ভাবে সব জিনিসের মর্ম বোঝে এবং বোজানোর ক্ষমতা।
- লুকানো ধনপ্রাপ্তির সম্ভাবনা। মিতব্যয়তার অভ্যাস।
- গুপ্ত শত্রুর আঘাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা।
- কাজের ভুলের জন্য চাকুরী চলে যাওয়ার সম্ভাবনা। পুরুষত্বহীনতায় ভোগা।
Author Bio
Soahamparivar
Being the best and famous astrologer and vastu shastra consultant in Kolkata, Mr. Bhattacharyya gives accurate horoscope reading, perfect astrological remedies, and on-time solutions.