নীলা পাথরের উপকারিতা কী? কিভাবে নীলা ধারণ করলে মিলবে সুফল?
রত্নশাস্ত্র অনুযায়ী নীলা শনি গ্রহের মুখ্য রত্ন এবং নবরত্নের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রত্ন। শনি গ্রহের শুভ ফল লাভ করার জন্য নীলা ধারণ করা হয়। তবে জাতক বা জাতিকা জন্মছক বিচার করেই নীলা ধারণ করতে হবে। নীলা পাথরের উপকারিতা সর্বাধিক পেতে নিয়ম অনুযায়ী ধারণ করুন।
নীলা পাথর পরার নিয়ম বা নীলা প্রয়োগ
শনি মকর বা কুম্ভ রাশিতে থাকলে অথবা উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্বভাদ্রপদ, চিত্রা, স্বাতী বা বিশাখা নক্ষত্রযুক্ত শনিবারে শুভ সময় দেখে নীলা ক্রয় করে, পঞ্চধাতু, লোহা বা সোনার আংটিতে বসাবে। আংটির ওজন কম পক্ষে নয় রতি হবে এবং নীলা যেন চার রতির কম না হয়। এমন ভাবে ধারণ করতে হবে। চার রতির কম নীলা শক্তিশালী হয় না।
আংটি তৈরি করে তারপর শনি মন্ডল তৈরি করে, গ্রহ শান্তির সঙ্গে শনি যজ্ঞ করবে। নিম্নলিখিত মন্ত্রে হোম করবে –
হোম মন্ত্র – “ওঁ হ্রিং ঐং শ্রীং শনৈশ্চরায় নমঃ।”
হোম সংখ্যা – ৬০০০ (ছয় হাজার) বার।
এরপর ধনুকাকৃতি শনি মন্ডল তৈরি করে, তার ওপর নীলার আংটি রাখবে। নয় তোলা রুপার পাতে শনি যন্ত্র উৎকীর্ণ করে স্থাপিত করবে। প্রাণপ্রতিষ্ঠা করে ষোড়শোপচারে পূজা করবে। তারপর বেদোক্ত নিম্নলিখিত মন্ত্রে ২৩০০০ জপ করবে।
মন্ত্র – “ওঁ শন্ন দেবী রবিষ্টয়ে আপো (সোম-শন্ন) ভবন্তু পীতয়ে ।
শং যোরভিস্রোবস্তূ নঃ।।”
তারপর পূর্ণাহুতি দেবার পর শনির আংটি ধারণ করবে। শনির দান গ্রহাচার্যকে দেবে।
জানুন- নীলা ধারণ করবেন কারা?
নীলা পাথরের উপকারিতা
- নীলা পাথর ব্যবহারের ফলে মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারবেন।
- যে সমস্ত জাতক জাতিকার শনি গ্রহের খারাপ প্রভাব চলছে তাদের রাশি চক্রের শক্তি যোগায় ইন্দ্র নীলা পাথর।
- জ্যোতিষ শাস্ত্র মতে নীলা পাথর পরার নিয়ম অনুযায়ী ধারণ করলে, সম্পদ বৃদ্ধি, সৌভাগ্য, সুযোগ আসে।
- ইন্দ্র নীলা পাথর রক্ষা কবচ হিসেবে কাজ করে। এই পাথর ব্যবহারে খারাপ দৃষ্টি এবং শত্রুতা থেকে রক্ষা পাওয়া যায়।
- জ্যোতিষ শাস্ত্র মতে, যখন কর্মে বাধা বিপত্তি, হতাশা, উন্নতিতে বাধা, আইনগত জটিলতা প্রভৃতি দেখা দেয় তখন জাতক-জাতিকার সকল বাধা অপসারণে নীলা ধারণের পরামর্শ দেওয়া হয়।
- এছাড়া সম্মান, প্রতিপত্তি ও সুনাম বাড়াতে নীলা পাথরের উপকারিতা অনস্বীকার্য।
রোগের ওপর নীলার প্রভাব
১। চোখের রোগ, ক্ষীণ দৃষ্টি, জল পড়া, ছানি প্রভৃতি রোগে নীলা কেওড়া জলের সঙ্গে ঘষে চোখে দিলে, তাড়াতাড়ি কাজ হয়।
২। পাগলামিতে নীলা ভস্ম শ্রেষ্ঠ ওষুধ।
৩। নীলা ধারণে চক্ষু রোগ, বমন, কাশি, রক্ত বিকার, বিষম জ্বর প্রভৃতি প্রভৃতি রোগে আরোগ্য হয়।
## নীলা পাথর পরার নিয়ম অনুযায়ী ধারণ করলে অনেক সমস্যা থেকে মুক্তি মেলে। তবে blue sapphire ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই Genuine Astrologer – এর সঙ্গে পরামর্শ করুন।