কোন রাশির জাতক জাতিকার জন্য পান্না (Emerald) ধারণ শুভ?
পান্না নবরত্নের অন্যতম। বুধগ্রহের প্রতিনিধিত্ব করে এই দামি পাথরটি। কিন্তু এখন প্রশ্ন পান্না কারা পড়বেন? জন্মছকে বুধ শক্তিশালী হলে ব্যবসা, যোগাযোগ, বুদ্ধিমত্তা, শিক্ষা ভালো হয়। যদি রাশিচক্রে বুধ গ্রহ কোনও ভাবে পীড়িত থাকে তা হলে জ্যোতিষীরা পান্না রত্ন ধারণের পরামর্শ দিয়া থাকেন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বুধ ও চন্দ্রকে শুভ, শান্ত, ভারসাম্য যুক্ত এবং শুভ ফলদায়ক করে পান্না।
আমরা অনেকেই পান্না ধারণ করে থাকি। কিন্তু পান্না পাথর চেনার উপায় কি? পান্না ধারণ করার নিয়ম আমরা কতটা মেনে চলি? এই পাথরটি পরলে কি হয় জানেন? প্রত্যেকের জন্য এই রত্ন সমান উপকারী হয় না। যাদের পান্না সহ্য হয় না, তারা পান্না ধারণ করলে বড় সমস্যা হতে পারে। আপনার সত্যিই পান্না রত্ন ধারণ করার প্রয়োজনীয়তা আছে কি?
জেনে নিন পান্না কারা পড়বেন? নিন্মে তার বিবরণ দেওয়া হল:
১|মিথুন লগ্নের জাতক পান্না ধারণ করবেন।
২|কন্যা লগ্নের জাতকের পক্ষে পান্না পাথরের উপকারিতা সর্বাধিক ।
৩|যাদের জন্ম পত্রিকায় বুধ ষষ্ট ,অষ্টম বা দ্বাদশ ভাবে থাকে।
৪|জন্ম পত্রিকায় বুধ মীন রাশিতে থাকলে পান্না ধারণ ফলপ্রসূ।
৫|বুধ ধনস্থানে থেকে নবম ভাবে শক্তিশালী হয়ে দশম ভাবে থাকে। চতুর্থ স্থানে থেকে উপার্জন স্থানে স্থিত হয়।
৬|বুধ সপ্তম স্থানে থেকে দ্বিতীয় ভাবে, নবম স্থানে থেকে চতুর্থ ভাবে, আয় অধিপতি হয়ে ষষ্ট ভাবে থাকে তাহলে পান্না ধারণ কর্তব্য।
৭ |বুধ শ্ৰেষ্ঠ ভাবাধিপতি হয়ে আপন ভাবে অষ্টম স্থানে থাকে, তবে পান্না ধারণ করলে উপকার পাওয়া যায়।
৮|যদি বুধের অন্তদশা বা মহাদশা চলতে থাকে, তাহলে পান্না ধারণ আবশ্যক।
৯|যদি জন্ম পত্রিকায় বুধ শ্ৰেষ্ঠ ভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, নবম, দশম, একাদশ স্থানের অধিপতি হয়ে ষষ্ট স্থানে স্থিত হয়, তবে পান্না ধারণ করতে হবে।
১০|যদি বুধ, মঙ্গল, শনি, রাহু বা কেতুর সঙ্গে স্থিত হয়, তবে পান্না ধারণ অবশ্য কর্তব্য।
১১|যদি বুধের উপর রাহুর দৃষ্টি থাকে, তবে পান্না ধারণ করতে হবে।
১২|ব্যাবসা, গাণিতিক কার্যাদি (হিসাব-নিকাশ), ব্যাঙ্ক প্রভৃতিতে কেউ কাজ করে, তাদের পান্না ধারণ কর্তব্য।
১৩|বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ রাশির জাতকদের জন্য পান্না উপকারী।
১৪|সিংহ, ধনু এবং মীন রাশির জাতক জাতিকারা বিশেষ পরিস্থিতিতে পান্না ধারণ করার নিয়ম অনুযায়ী পড়লে সুফল মিলবে।
উপরোক্ত আলোচনা থেকে পরিষ্কার যে, জন্মকুন্ডলিতে বুধ এর অবস্থান অনুযায়ী পান্না বা পান্নার বিকল্প পাথর পড়লে, পান্না পাথরের উপকারিতা সর্বাধিক পাওয়া যায়|