পোখরাজ পাথরের উপকারিতা কি? জেনে নিন পোখরাজ পাথর পরার নিয়ম এর খুঁটিনাটি।
জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহের গুরুত্ব অপরিসীম। যে জাতকের কোষ্ঠিতে বৃহস্পতি গ্রহ শক্তিশালী হয় তারা একাধিক খ্যাতি অর্জন করে। অপরদিকে দুর্বল হলে আর্থিক সংকট, কর্ম ক্ষেত্রে ঝামেলা এবং নানা বিপদের সম্মুখীন হতে হয়। তাই এই গ্রহের প্রতিকার হিসাবে পোখরাজ ধারণের পরামর্শ দিয়ে থাকেন জ্যোতিষবিদরা। কিন্তু পোখরাজ পাথরের উপকারিতা কি? কিভাবে ধারণ করলে সুফল মিলবে? নিম্নে বিস্তারিত ভাবে পোখরাজ ধারণের নিয়ম সম্পর্কে আলোচনা করা হলো।
পোখরাজ পাথর পরার নিয়ম
বৃহস্পতি পূষ্যানক্ষত্র যুক্ত হলে, সেইদিন প্রাতে সূর্যোদয়ের সময় পোখরাজ নেবে ও এগারোটা বাজার আগেই আংটিতে বসাবে। পোখরাজের সঙ্গে একমাত্র সোনা ফলদায়ী। সোনার আংটিটি সাত রতি বা তার বেশি হলে ভালো হয়। চার রতির কম ওজনের পোখরাজ কম শক্তিমান হয়।
মন্ত্র – “ওম বৃহস্পেতে আতি যদার্যো অর্হদ দ্যুমদ্ভিভাতি ক্রতুমজ্জনেষু
য়দ্দিদয়চ্ছ্বাস ঋতপ্রজত তদসমসু দ্রবীণম ধেহ চিত্রম্।”
জপ সংখ্যা-৪৫০০(সাড়ে চার হাজার )। তন্ত্রমন্ত্রে- ১৯০০০( উনিশ হাজার )। তারপর হোম করে পরে আংটিতে পূর্বোল্লিখিত মন্ত্রে প্রাণপ্রতিষ্টা করবে।
এরপর শুভ সময় দেখে আংটি ধারণ করে নিম্নলিখিত দ্রব্য দান করবে।
পোখরাজ, স্বর্ণ, কাংস, ছোলার ডাল, চিনি, ঘৃত, পীতবস্ত্র, হরিদ্রা, বৃহষ্পতি যন্ত্র পীতপুষ্প গ্রহাচার্যকে দান করবে ।
এই প্রক্রিয়ায় জীবনের সমস্ত মনোবাঞ্ছিত কার্য সুসম্পন্ন হয়। ঘরে ধন ধ্যান বৃদ্ধি প্রাপ্ত হয়। স্থায়ী লক্ষ্মী বিরাজিত থাকেন গৃহে ও নানা পুণ্যকার্যের অনুষ্ঠান হয়।
অনেকের মনে প্রশ্ন থাকে, পোখরাজ পাথর কোন আঙুলে পরে? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তর্জনীতে পোখরাজ পরার পরামর্শ দেওয়া হয়।
পোখরাজ পাথরের উপকারিতা
১.প্রচলিত আছে যে, এই রত্ন ধারণ করলে সৌভাগ্য বৃদ্ধি হয়।
২. শিক্ষা ও কেরিয়ারে সাফল্য লাভের জন্য পোখরাজ পরা উচিত।
৩. জ্যোতিষীর পরামর্শে পোখরাজ পরলে বিবাহে আগত বাধা দূর হয়।
৪.ধর্ম-কর্মের প্রতি রুচি বাড়ে।
৫. প্রশাসনিক আধিকারিক, শিক্ষক, আইনজীবী, বিচারপতি ও রাজনেতাদের জন্য এই রত্ন আর্শীবাদ প্রমাণিত হতে পারে। তবে এই রত্ন স্যুট করলেই এর সুফল লাভ করা যাবে।
রোগের ওপর পোখরাজের প্রভাব
- জন্ডিস, একান্তিক জ্বর প্রভৃতি হলে পোখরাজ মধুসহ ঘষে খেলে উপকার হয়।
- হাড়ের যন্ত্রনা, অর্শ, কাশি প্রভৃতিতে পোখরাজ ভস্ম অত্যন্ত উপকারী।
- যদি কিছুক্ষন সময় পোখরাজ মুখে রাখা যায়, তাহলে মুখের দুর্গন্ধ নাশ হয়। দাঁত শক্ত হয়।
পরিশেষে, পোখরাজ পাথর পরার নিয়ম অনুযায়ী ধারণ করলে অনেক সমস্যা থেকে মুক্তি মেলে। তবে Yellow Sapphire Stone ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই একজন জ্যোতিষীর – এর সঙ্গে পরামর্শ করুন।