Astrology

এবছর মা দূর্গার গজে আগমন, নৌকায় গমন, শাস্ত্রমতে এর কি প্রভাব পরবে আমাদের জীবনে ?

এবছর মা দূর্গার গজে আগমন, নৌকায় গমন, শাস্ত্রমতে এর কি প্রভাব পরবে আমাদের জীবনে ?

দেবী দূর্গার আগমন ও গমন এর ফলাফল

বছরের নতুন পঞ্জিকা হাতে পেলেই বাঙালির চোখ যে দিকে যায়, তার মধ্যে অন্যতম হলো দূর্গা পূজাউৎসব প্রিয় বাঙালির সবচেয়ে বড়ো উৎসব হলো দূর্গাপূজামা আসার আনন্দের প্রকাশ প্রকৃতির পরতে পরতে ছড়িয়ে পরেছড়িয়ে পরে আমাদের জীবনেওজগৎ আত্মহারা হয়ে যায় মা আসছেন বলে দেবী দূর্গার আগমন ও গমন নিয়ে আমাদের মনের মধ্যে কতকগুলি প্রশ্ন থেকে যায় মা দূর্গা এবার কিসে আসছে? কখন এলেন?  কিসে করে যাবেন? কিবা তার ফলাফল?
হিন্দুশাস্ত্র মতে, দেবী দূর্গার আগমন বা প্রস্থান এর বাহন যথা – গজ, ঘোটক, নৌকা, দোলা বাহনের উপর নির্ভর করে শাস্ত্রকারগণ নির্ধারণ করে মর্তলোক সারাবছর কেমন যাবে
কোনো কোনো বাহনে আগমন বা গমন হলে তাকে শুভ মনে করা হয়, আবার কোন কোন বাহন অশুভ ইঙ্গিত বহন করে

আপনারা কি জানেন কিসের ওপর ভিত্তি করে মায়ের বাহন নির্ধারিত হয় ? কোন বারে দেবী দূর্গার কি বাহন?

শাস্ত্রমতে, দেবী দূর্গার আগমন ও গমন এর বাহন বারের উপর নির্ভরশীল সপ্তমীতে দেবীর আগমন আর গমন দশমীতে
শাস্ত্রেবলাহয়েছে –
সপ্তমী  বা  দশমী তিথি সোমবার বা মঙ্গলবার হলে দেবী দূর্গার আগমন বা প্রস্থান গজে
মহাসপ্তমী  বা মহাদশমী তিথি মঙ্গলবার বা শনিবার হলে মায়ের  ঘোটকে আগমন ও গমন
সপ্তমী  বা  দশমী তিথি বুধবার হলে দেবী দূর্গার আগমন ও গমন হয় নৌকায়
মহাসপ্তমী  বা মহাদশমী তিথি বৃহস্পতি বা শুক্রবার হলে মায়ের দোলায় আগমন ও গমন

দেবী দূর্গার আগমন ও গমন এর ফলাফল

কোন বাহন কিসের প্রতীক?

প্রথমত, হিন্দুসংস্কৃতিতে ঘোড়া হলো আনুগত্য, সম্মান ও শক্তির প্রতীক ঘোড়ায় এলে ফল ছত্রভঙ্গ হয়, সামাজিক ও রাজনৈতিক অরাজকতা বৃদ্ধিপায়

দ্বিতীয়ত, মা দূর্গা যদি নৌকায় আসেন তা হলে প্রকতিতে শস্য ও জল বৃদ্ধি পায়, এমনটাই শাস্ত্রে  উল্লেখ আছে

তৃতীয়ত, দোলায় এলে ফল মড়ক হয় | অনেক সময় প্রাকৃতিক বিপর্যয় দেখা যায়

অবশেষে, দেবী দূর্গা যদি গজে আসেন তা সমৃদ্ধি, শান্তি, শস্য পূর্ণ বসুন্ধরার প্রতীক


২০২২ সালে দেবী দূর্গার আগমন ও গমন এর ফলাফল


পঞ্জিকা মতে, ২০২২ সালে মাদূর্গার আগমন হবে গজে গজ হলো আধ্যাত্মিক, শিক্ষা, রাজকীয়তা, সৌভাগ্যের প্রতীক

গজের বিশাল মাথা বুদ্ধি ও চিন্তারপ্রকাশ আর বিশালাকার কান হলো শ্রবনশক্তি র বিস্তৃতি

ফল: শস্য পূর্ণ বসুন্ধরা দেবী দূর্গার গজে বা হাতিতে আগমন শুভলক্ষণ

২০২২ সালে দেবীদূর্গার গমন নৌকায় দূর্গা দুর্গতি কে নাশ করে প্রাকৃতিকবিপর্যয়, বন্যা হলে নৌকাই জনজীবনের দুর্গতি দূর করতে সাহায্যে করে

ফল: প্রকৃতিতে বৃষ্টিপাত হবে তার ফলে প্রকৃতিতে ফলন ভালো হবে শাস্ত্র কারের মতে লক্ষণ শুভ

দুর্গা পুজো ২০২২ -র দিনক্ষণ (Durga Puja 2022):

এবছর মহালয়া পড়েছে ২৫সেপ্টেম্বর – রবিবার মহাপঞ্চমী – ৩০সেপ্টেম্বর, মহাষষ্ঠী – ১অক্টোবর- শনিবার, মহাসপ্তমী – ২অক্টোবর-রবিবার, মহাঅষ্টমী – ৩অক্টোবর- সোমবার, মহানবমী-৪অক্টোবর-মঙ্গলবার এবং মহাদশমী – ৫অক্টোবর -বুধবার

Author Bio

Related Posts

Start typing to see posts you are looking for.
ENQUIRY FORM