মিথুন রাশিতে নবগ্রহ এর প্রকৃতি ও কার্যকারিতা:
মিথুন রাশিতে নবগ্রহ এর মধ্যে বুধ গ্রহের প্রভাব বেশি থাকে। ফলে এরা উপস্থিত বুদ্ধির অধিকারী হয় এবং অত্যন্ত প্রাণোচ্ছল হয়ে থাকে। বোধ বলতে মানবিকতা বোধ, দেশাত্মবোধ, এবং অনেক বিষয়বস্তুর Pulse feel করার ক্ষমতা এই জাতকের মধ্যে থাকে। তাই কোনও ভিড়ে এদের আলাদা ভাবে চিহ্নিত করা যায়।
এই নিবন্ধটিতে মিথুন রাশিতে নবগ্রহ এর সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হলো। প্রত্যেক গ্রহের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে এবং তা কোন সময় প্রকাশ পাবে তা নির্ভর করে রাশির অবস্থানের উপর। এখন মিথুন রাশিতে নবগ্রহ এর কারকতা নিম্নরূপ:
রবি:
- দ্বৈতভাবাপন্ন রাশি। ভালো মন্দ দুইই আছে। দু নৌকায় পা দিয়ে চলা। সংশয়ের জন্য দ্বিচারিতা, মনের দ্বন্দ্বের জন্য Vascillating mind, Mind in dbout।
- ব্যবহারিক জ্ঞান-বিজ্ঞানের প্রযুক্তির জ্ঞান। Logical না হলে মানেন না। এক থেকে দুই, দুই থেকে বহু, বহু থেকে বাহুল্য হয়ে যায়। তাই অনেক পড়াশুনা নানান বিষয়ে।
- সময়ে সময়ে অতিভোজনে যেমন বদহজম হয়ে যায়, অতিরিক্ত জিনিস একসঙ্গে জানতে গিয়ে কোনো কিছুর ভিতরেই প্রবেশ করা যায় না।
- যেখানে একত্ব বা একাকী তর্ক করার লোক সেখানে নেই। বহুর মধ্যে থাকলেই তর্কের উদ্ভব। তর্কের খাতিরেই তর্ক করা।
- বাতাসের ঘরে নাসিকার সাহায্যে বুকের মধ্যে বাতাস ভরা। ফুসফুসের রোগ, নাসিকার সমস্যা, ঘ্রান নেওয়ার কম বা বেশি শক্তি, জোটবাঁধা union করা, বক্তৃতা দেওয়া ইত্যাদি।
চন্দ্র:
- ভাবালু হৃদয়, নরম প্রকৃতি, fine arts এর দিকে মন, বেড়াতে ভালোবাসে।
- চঞ্চল প্রকৃতির। এক কাজে মন স্থির থাকে না। Travelling agent, postman, letter deliverer, মাতৃ স্থানীয় মহিলাদের প্রিয়পাত্র।
- সাধারণের সঙ্গে মিশে যাবার ক্ষমতা। পারিবারিক বিষয়ে জড়াতে না চাইলেও জড়িয়ে পড়েন এবং দুঃখ পান।
- বাসস্থানের পরিবর্তন। চাকুরীতে নানা জায়গায় বদলি হওয়ার প্রবণতা। প্রচুর পড়াশুনা করার মানসিকতা। Tutorial করে যায় বাড়ানোর প্রয়াস।
মঙ্গল:
- আত্মীয় বিরোধ, বন্ধুবিরোধ। প্রকৃত বন্ধু খুঁজে না পাওয়া। সাংসারিক সুখে বাধা,কাজ করার জন্য মাঠে নেমে হাতে নাতে কাজ করা এবং তার জন্য খ্যাতি বা অখ্যাতি।
- সন্মানীয় পদমর্যাদার উপযুক্ত চালচলনের অভাব। ওপর তোলার মানুষের সঙ্গে নিচের তোলার মানুষকে মিলিয়ে দেওয়ার প্রচেষ্টা এবং তার জন্য দুপক্ষের বিশ্বাসভাজন না হতে পাওয়ার দুঃখ।
- দু জায়গায় বাসস্থান, দুটি জায়গায় এক সঙ্গে কাজ করার প্রয়াস। পারিবারিক বিষয় সম্পত্তির ভাগাভাগি নিয়ে সংশয় অশান্তি।
- কর্মহানির আশঙ্খা। গুপ্তবিদ্যার কাজে অসফলতা। ঠিকঠাক কাজ করতে না পারার জন্য অতিরিক্ত পরিশ্রমে শরীরের হানি হওয়া।
আরো পড়ুন: মিথুন রাশিফল 2023
বুধ:
- মিথুন রাশিতে নবগ্রহ এর অন্যতম গ্রহ হলো বুধ। চঞ্চল প্রকৃতির। এক জায়গায় স্থির থাকতে পারে না। বেশি বলতে ভালোবাসে। একই কথা বারবার বলে।
- পড়াশুনার প্রচুর আগ্রহ। যোগ ব্যায়ামের দিকে ঝোঁক। সাংসারিক বিষয়ে অপুটু। দল বেঁধে চলাফেরা। খেলাধুলা, দেশ বিদেশে বেড়ানোর ইচ্ছা।
- Debate করতে ভালোবাসে। মন খোলা, ভাঙা জিনিস জোড়া দিতে পারদর্শী। ভেঙে যাওয়া সম্পর্ক, ভেঙে যাওয়া বাসস্থান, মতবিরোধ – সবের সুষ্ঠ ব্যবস্থা করার প্রচেষ্টা।
- মানসিক ভাবে settled হতে সময় লাগে। নিয়ম শৃঙ্খলা না মেনে কাজ করার প্রবণতা। Discipline এড়ানোর প্রসচেষ্টা এবং কাজের বিষয়ে ক্ষতিগ্রস্ত হওয়া।
- দেশ বিদেশ ভ্রমণের মাধ্যমের ভাগ্যোন্নতি। বই পরে গুহ্য বিদ্যা শেখার আগ্রহ, বিপদের সম্ভাবনা, গুরুর নির্দেশে চলে শ্রেয়।
- বিকৃত কামনার বীজ বপন করা, গোপন করা, ভবিষ্যতে বিষবৃক্ষে পরিণত হওয়ার সম্ভাবনা।
- কাজের ব্যাপারে অন্যের থেকে নিজেকে বিজ্ঞ মনে করে বড় বড় কথা বলা। Inflated ego জীবনের সর্বক্ষেত্রেই ক্ষতিকারক হতে পারে।
বৃহস্পতি:
- দার্শনিক উচ্চাশা। সব বিষয়ে তাত্ত্বিক জ্ঞানের জন্য পড়াশুনা করা। দেশ বিদেশের নানা বিষয়ের জ্ঞান অর্জনে আগ্রহ।
- স্ত্রীর সাহায্যে আত্মিক উন্নতি। খরচের হাত। ধর্মাচরণের জন্য তীর্থে তীর্থে ভ্রমণ করা। স্ত্রীর ব্যবসায়ে অংশীদার হয়ে লাভবান হওয়া। স্ত্রীকে নিয়ে বিদেশ ভ্রমণ।
- সন্তানের লেখাপড়ায় উন্নতি এবং সুযোগ সুবিধা। ভাইবোনদের ধর্মস্থানে নিয়ে যাওয়া, তাদের উন্নতির জন্য পুরুষাকার প্রয়োগ করা।
- দ্বৈতবাদ প্রচার করা। মিশন সংঘের উপদেষ্টা।
শুক্র:
- খাদ্যরসিক। স্ত্রীর সহায়তায় ভাগ্য বৃদ্ধি। পথের পরিচয়ে বিবাহ করা। অনেক বন্ধুবান্ধব। একাধিক পরিণয়ের ইতিহাস। আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক।
- কর্ম উপলক্ষে পথে প্রবাসে আহারে অনাচার করে অসুস্থ হয়ে পড়া। ভাইবোনদের জন্য সঞ্চিত অর্থ, অস্থাবর সম্পত্তির হানি হওয়া।
- বৃথা বাক্য ব্যায় শরীর নষ্ট হয়ে যাওয়া এবং রোগ ভোগে অর্থ নাশ।
শনি:
- নতুন নতুন আয়ের পথ খুলে যাওয়া। কর্ম দক্ষতার গর্বে ওজন করে কথা না বলা।
- পিতার কর্মজীবনের কষ্ট এবং কর্মস্থলে শত্রুতা। গুরুজনের অসুস্থ।
রাহু:
- লোভ, কামনার দাস, পথের বিপদ, চুরি হয়ে যাওয়া, বায়বাহুল্য এবং সেই কারণে বিশৃঙ্খলার সৃষ্টি।
- ভাইবোনদের গোপন শত্রুতা, বন্ধুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া। বন্ধু বিচ্ছেদ।
- কর্মক্ষেত্রে অশান্তি প্রতিদ্বন্দ্বিতা। বিদেশে পিতার বা গুরুজনের অসুস্থতা, বিপদ।
- সন্তানের লেখাপড়ার বিষয়ে প্রবল বাধা, বিশেষত স্ব-গৃহে না থাকলে।
কেতু:
- অপরিসীম সহ্যশক্তি। মস্তিস্কবিহীন তাই হৃদয়বিহীন, নিশ্চল, বাঁকা পথে অর্থ উপার্জন, আত্মীয় বিরোধ।
- ভাইবোনদের হানিকারক। কুটিল বুদ্ধি। ধর্মজ্ঞানের অভাব।
- বৃহস্পতির প্রভাব থাকলে ভক্তির প্রবণতা, নির্লিপ্ততা, সাধনার সহায়ক। ভ্রমণে আলস্য। বুধ যুক্ত থাকলে জড়ো বুদ্ধির নির্দেশক।
## পরিশেষে, মিথুন রাশি সমন্ধে মনে প্রশ্ন থাকলে অবশ্যই একজন জ্যোতিষীর – এর সঙ্গে পরামর্শ করুন।