Astrology

মুক্তা ধারণ করবেন কারা? সকলেই কি মুক্তা (pearl) ধারণের যোগ্য?

মুক্তা ধারণ করবেন কারা? সকলেই কি মুক্তা (pearl) ধারণের যোগ্য?

মুক্তা (pearl) ধারণের যোগ্য ব্যাক্তি কে বা কারা

মুক্তা (pearl) ধারণের যোগ্য ব্যাক্তি কে বা কারা? সকলেই কি মুক্তা (pearl) ধারণ করতে পারেন ?

সাংসারিক জীবনে সুখ শান্তি নেই?

মন-মানসিকতা অস্থির?

সন্তান পড়াশোনায় অবাধ্য?

বার বার প্রেমে বাধা ?

একটুতেই রাগী হয়ে উঠছেন?

মন সর্বদাই অশান্ত থাকে?

চন্দ্র অশুভ হলে মানব জীবনে এই সকল সমস্যার সম্মুখীন হতে হয়, এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বহু মানুষ জেনে বা না জেনে মুক্তা পরে থাকেন |

কিন্তু এটা সঠিক নয়| তাহলে এখন প্রশ্ন, মুক্তা ধারণ করবেন কারা ?

কারণ  এটা আমার দীর্ঘ ২২ বছরের বেশি সময়কাল ধরে করে আসা জ্যোতিষ চর্চায় দেখেছি, যে বহু ক্ষেত্রে বিপরীত ফলদান করেছে মুক্তা |

মুক্তা-ধারণের-যোগ্য-ব্যাক্তি-কে

তাই কোন কোন ক্ষেত্রে মুক্তা (pearl)  ধারণ আবশ্যক, সেই বিষয়ে নিম্নে আলোচনা করা হলো |

মুক্তা ধারণ করবেন কারা, এ বিষয়ে বলতে গেলে জাতক বা জাতিকার জন্মছকে চন্দ্রের অবস্থানের উপর নির্ভর করে|

আসুন দেখা যাক চন্দ্রের কোন অবস্থানের উপর নির্ভরশীল মুক্তার কার্যকারিতা |

১| জন্ম পত্রিকায় চন্দ্র সূর্যের সঙ্গে থাকলে অথবা সূর্য প্রথম পাঁচটি রাশিতে চন্দ্রের  আগে থাকলে চন্দ্র ক্ষীণ হয় |

এই অবস্থায় মুক্তা (pearl)  ধারণ আবশ্যক |

২| মিথুন লগ্নের ধন-ধন্যাধিপতি হয়ে জন্ম কুন্ডলীর ৬ষ্ঠ স্থানে চন্দ্র, তাদের মুক্তা ধারণ কর্তব্য |

৩| চন্দ্র কেন্দ্রে হালকা থাকে, অতএব চন্দ্রকে সবল করতে মুক্তা ধারণ কর্তব্য |

৪| চন্দ্র ৫ম স্থানে থেকে ১১ শ ভাবে, সপ্তমে থেকে দ্বিতীয় ভাবে, নবমে থেকে চতুর্থ ভাবে বা দশমে থেকে পঞ্চম ভাবে এবং একাদশে থেকে ষষ্ঠ ভাবে থাকলে জাতকের সত্বর মুক্তা ধারণ কর্তব্য |

৫| যদি চন্দ্র ধনাধিপতি হয়ে সপ্তম ভাবে, চতুর্থ স্থানে থেকে নবম ভাবে,পঞ্চম স্থানে থেকে একাদশ ভাবে, সপ্তমে থেকে দ্বাদশ ভাবে, নবম স্থানে থেকে দ্বিতীয় ভাবে, দশম স্থানে থেকে তৃতীয় ভাবে এবং একাদশ স্থানে থেকে চতুর্থ ভাবে বসে থাকেন তাহলে মুক্তা ধারণ অবশ্যই কর্তব্য |

৬| যদি চন্দ্র বৃশ্চিক রাশিস্থ হয়ে যে কোনো স্থানে স্থিত হয়, তাহলে মুক্তা ধারণ কর্তব্য |

৭| চন্দ্র ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ভাবে স্থিত হলে, অবশ্যই মুক্তা ধারণ করতে হবে |

৮| যদি রাহু, কেতু বা শনি এই তিন গ্রহের মধ্যে যে কোনো ও একটি গ্রহের সঙ্গে চন্দ্র স্থিত হলে মুক্তা ধারণ অবশ্য কর্তব্য |

৯| রাহু, কেতু মঙ্গল বা শনি এই গ্রহ গুলির মধ্যে যে কোনো ও একটি বা এক্যাধিক গ্রহের সঙ্গে যদি  চন্দ্র দৃষ্ট হয়,  তাহলে মুক্তা ধারণ করতে হবে |

১০| যদি চন্দ্র আপন লগ্ন  থেকে ষষ্ঠ বা অষ্টম ভাবে থাকে, তাহলে মুক্তা ধারণ কর্তব্য |

১১| চন্দ্র মধ্যে, বক্রী অথবা অস্তগত কিংবা রাহুর সঙ্গে গ্রহণ যোগ সৃষ্টি করে,  তাহলে মুক্তা ধারণ অবশ্যম্ভাবী |

১২| বিংশোত্তরী মতে যে জাতকের চন্দ্রের মহাদশা বা অন্তর্দশা চলছে, সেই জাতকের মুক্তা ধারণ কর্তব্য| |

উপরোক্ত আলোচনা থেকে পরিষ্কার যে, জন্মকুন্ডলিতে চন্দ্রের অবস্থান অনুযায়ী মুক্তা পরিধান করলে, মুক্তা পাথরের উপকারিতা সর্বাধিক পাওয়া যায়|

Author Bio

Related Posts

Start typing to see posts you are looking for.
ENQUIRY FORM