রাহু কিছুদিনের মধ্যে কুম্ভ রাশিতে গোচর করতে চলেছে |
কুম্ভরাশিতে রাহু ১৮ ই মে সন্ধ্যে ৭.৩৫ মি: প্রবেশ করবে |
জ্যোতিষশাস্ত্রে রাহু হল একটি রহস্যময় গ্রহ |
রাহু ১৮ মাস ধরে একটি রাশি পরিভ্রমণ করে |
রাহু যদি কারো প্রতি সদয় হয়, তবে সেই ব্যক্তির ভাগ্য উজ্জ্বল হয় | এখন রাহু শনির রাশি কুম্ভতে প্রবেশ করবে এবং শনির সঙ্গে রাহুর সুসম্পর্কের কারণে মেষ-ধনুসহ চার রাশির ভাগ্য উজ্জ্বল করবে |
হঠাৎ করে লাভ এবং সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে |
১৮ই মে রাহু গোচরের কারণে এখানে বলা রাশিগুলির ভাগ্যে আমূল পরিবর্তন আসবে |
এই রাশিগুলির মধ্যে প্রথম রাশি হবে ধনুরাশি |
ধনুরাশি
এই রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য রাহুর গোচরের জন্য খুবই অনুকূল হবে | এই সময় আপনি আপনার সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারবেন | এই সময় আপনি কোন শুভযাত্রা বা ধর্মীয় যাত্রার আয়োজন করতে পারেন | নিজের উৎসাহ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে |
বিদেশ ভ্রমণের পরিকল্পনা করতে পারেন |
এই সময় আপনি আপনার কর্মজীবনে নতুন উচ্চতায় উঠতে পারবেন | প্রিয়জনের সঙ্গে আপনার সম্পর্ক আগের থেকে অনেক ভালো হবে |
কর্কটরাশি
রাহুর গোচরে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কিছুটা হলেও উন্নতি আসবে | এই সময়ের মধ্যে আপনার অনেক বিগড়ে যাওয়া কাজ সম্পন্ন হবে |
কর্মজীবনে আপনি আপনার উর্ধ্বতনের সাহায্য ও সমর্থন পাবেন |
আপনার সুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে নানা দিক থেকে | কিন্তু এর জন্য আপনাকে সংগ্রাম চালিয়ে যেতে হবে | যদি কোন আত্মীয়ের সাথে আপনার সম্পর্কের অবনতি ঘটে, তবে এইবার সেই সম্পর্কের উন্নতি আপনি লক্ষ্য করবেন |
মিথুন রাশি
এই রাশির জাতক বা জাতিকাদের রাহুর গোচর বিশেষ ফলপ্রসূ হবে | রাহুর গোচরের কারণে এই রাশির ভাগ্য উজ্জ্বল হবে |
বিগড়ে যাওয়া কাজের কিছুটা উন্নতি হবে |
এই সময় আপনি যানবাহনের আনন্দ পেতে পারেন | এই সময় আপনার আয়ও ভালো হবে | কিন্তু এর জন্য আপনাকে বিশেষ পরিশ্রম করতে হবে | কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তি আগের তুলনায় অনেকটাই উন্নত হবে |
মেষরাশি
রাহুর গোচরের কারণে মেষরাশির জাতক জাতিকাদের জীবনে নানা দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে |
এই জাতক জাতিকাদের আর্থিক লাভ এবং কর্মজীবনে উন্নতি হবে |
আপনার খরচ বেশি হলেও আয় বৃদ্ধি পাওয়ার আপনার তেমন কোন অসুবিধা হবে না | বিদেশ ভ্রমণের যোগাযোগও লক্ষ্য করা যাচ্ছে |
এছাড়াও অন্যান্য রাশিগুলির ওপর এই পরিবর্তন কিরকম প্রভাব ফেলবে তা নীচে বর্ণনা করা হলো :
বৃষরাশি
রোজকার অর্থ উপার্জনে সমস্যা থাকবে | বাস্তব বিবরণ না জেনে কোন কাজে বিনিয়োগ করবেন না | পারিবারিক বাতাবরণ যে কোন ভাবেই হোক চাপযুক্ত থাকবে | পরিবারের সদস্যদের কোন ব্যাপারে আপনার সাথে পার্থক্য থাকবে | এই সময় চোখের সমস্যা দেখা দিতে পারে | সাধারণ ভাবে শরীর ভালো যাবে না | শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে | গৃহ সংক্রান্ত ব্যাপারে সুরক্ষার অভাব বোধ থাকবে |
সিংহরাশি
আপনার কাজকর্ম দাপটপূর্ণ এবং আপনি তা থেকে শ্রদ্ধা অর্জন করবেন | আপনার আত্মবিশ্বাস চমৎকার | সামাজিক পরিধি ব্যাপক | স্বল্প দূরত্বের ভ্রমণে লাভ আছে |
পরিবারের ভালোর জন্য কিছু করার ইচ্ছা থাকবে |
বিবাহিত হলে বৈবাহিক সুখ থাকবে | আপনার অংশীদার বা সঙ্গীর সঙ্গে তাল মিলিয়ে চলবেন | কোন বয়স্ক ব্যক্তিদের সহযোগিতা পাবেন | অল্পস্বল্প শারীরিক সমস্যা হতে পারে |
কন্যারাশি
সাধারণ কাজের ব্যাপারে বিলম্ব হবে | কোনও সময়ে সুরক্ষার অভাববোধ করবেন | কাজের প্রচুর চাপ থাকবে এবং ফলহীন কাজে জড়িয়ে পড়বেন | স্বাস্থ্যের অবনতি হবে | পারিবারিক জীবন সুখের নাও হতে পারে এবং আত্মীয়ের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা থাকবে | আপনার সাথীদের অবহেলার কারণে ক্ষতি হতে পারে |
এই সময়ের শেষ ভাগ আপনাকে কিছুটা মুক্তি দেবে | জীবনের অন্ধকার দিকটা দেখার চেয়ে আলোর দিকটাই দেখুন |
তুলারাশি
আর্থিক দিক দিয়ে আপনার সবচেয়ে ভালো সময় | লাভজনক কাজে আপনি উপকৃত হবেন | আপনি আপনার সূক্ষ্ম ধারণার দ্বারা অন্যকে অবস্থা ও কল্পনার সম্পর্কে ধারণা বোঝাতে পারবেন |
এই সময়ে আপনি বিখ্যাত হবেন |
পরিবারের ব্যক্তিদের কাছে আপনার প্রতি আন্তরিকতা থাকবে | পুরোনো প্রাপ্য বস্তু ও ঋণলাভ করতে পারেন | এই সময় ভ্রমণ আপনাকে প্রগাঢ় মানবিক দার্শনিকতার দিকে চালিত করতে সাহায্য করবে | দুর্বোধ্য বিজ্ঞান সম্পর্কে আপনার আগ্রহ বৃদ্ধি পাবে এবং মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা হবে |
বৃশ্চিকরাশি
এই সময় অযাচিত লাভ হতে পারে | যদি আপনার পৈত্রিক সম্পত্তি বা অস্থাবর জিনিসের প্রতি উচ্চাকাঙ্খা থাকে তবে তা আপনার কাছে আসবে | ধার্মিক কাজকর্মের দিকে প্রবণতা থাকবে | কিছু চরম মানসিক অভিজ্ঞতা হতে পারে |
সাংসারিক জীবন খুব ভালো হবে | হঠাৎ ভ্রমণে প্রাপ্তি হবে | আপনার সন্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে |
ছোটখাট শারীরিক অসুস্থতা আপনার মনের শান্তি বিঘ্নিত করবে | তীর্থভ্রমণ করতে পারেন | সাধারণভাবে সুখ বিরাজ করবে |
মকররাশি
এই সময় আপনি উৎসাহ ও উদ্দীপনায় রত থাকবেন | স্বল্প দূরত্বের ভ্রমণ আরামদায়ক এবং ফলপ্রসূ হবে | পরিবারের সুখ বজায় থাকবে ও ভাই বোনেরা সচ্ছন্দে থাকবে | মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করবেন, যা একেবারে সঠিক হবে |
কোন যানবাহনের মালিক হবেন | মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে | চাকুরীর অবস্থারও উন্নতি হবে | সৌভাগ্যের জন্য আপনার এই সময়টা ভালোই যাবে |
কুম্ভরাশি
এই সময়টি আপনাকে দুশ্চিন্তা মুক্ত করবে | গার্হস্থ্য জীবনে খুবই সুখী হবেন এবং বহু আশা পূরণ হবে | এই সময় অনেক জায়গায় ভ্রমণ করবেন |
স্বল্পদৈর্ঘ্যের ভ্রমণ আপনার জন্য শুভ এবং তা ফলপ্রসূ এবং আরামদায়ক হবে |
অর্থকরী ব্যাপারে লাভবান হবার সুখবর পেতে পারেন | বন্ধু, পরিবার এবং সমাজের সঙ্গে সহজ সম্পর্ক থাকবে | এই সময় সুস্বাস্থ্যের সম্ভাবনা দেখা যায় |
মীনরাশি
এই সময়ে বেশী খরচা করবেন না | স্বাস্থ্যের ব্যাপারে সুসময় নয় | অফলপ্রসু ভ্রমণ এড়িয়ে চলুন |
গুপ্ত জ্ঞান বা মনোবিদ্যায় অভিজ্ঞতার দিকে ঝুঁকবেন |
কর্কশভাবে বক্তব্য পেশ করবেন না, নচেৎ সমস্যায় পড়বেন | ধারণার বশবর্তী হবেন না | এই সময় সাথর্ক ব্যাপারে শুভ নয় | পারিবারিক সদস্যরা চাপ সৃষ্টি করবে | ছোটখাট ব্যাপারে গোলযোগ দেখা দেবে | অবাঞ্ছিত ব্যক্তিদের উপর নির্ভর করতে হতে পারে | অর্থনাশ বা চুরি যাওয়ার বিপদ আছে | স্বাস্থ্যের ব্যাপারে সাবধান থাকুন |