সিংহ রাশিতে নবগ্রহ এর কার্যকারিতা কিরূপ তা জানুন

Leo Horoscope 2023

সিংহ রাশিতে নবগ্রহ এর প্রকৃতি ও কার্যকারিতা

জ্যোতিষ শাস্ত্রমতে ন’টি গ্রহ। প্রত্যেক গ্রহের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে। রবিগ্রহ হলো সিংহ রাশির অধিপতি। এখন সিংহ রাশিতে নবগ্রহ এর কারকতা কিরূপ তা দেখে নেওয়া যাক:

রবি:

  • সিংহ রাশিতে নবগ্রহ এর অন্যতম রবি। আত্মসম্মানবোধ অপরিসীম। তাই ছোট হয়ে যাওয়াকে ভয় করেন।
  • বিরাট আদর্শ। আটঘাট বেঁধে দূরত্ব বজায় রেখে চলেন। বিশাল প্রাণের অধিকারী। অন্যকেও তাই বড় করতে চান, করেও থাকেন।
  • উপযুক্ত আধার পেলে ঢেলে দেন, সাজিয়ে দেন। বিশালতার মধ্যে নিজেকে ব্যাপ্ত করে দেন বলে অন্যরা দূরে সরে যায় নাগাল পায় না বলে। কাছে এলে নিজেরাই হারিয়ে যায়।
  • রবি এখানে একেবারে নিঃসঙ্গ একাকী। তবুও ছোট হতে পারেন না। রাজসিংহাসন থেকে মাটিতে নামতে পারেন না। তাই সাধারণের সঙ্গে মিশে যাওয়ার যে আনন্দ, সকলের সান্তনার মধ্যে যে শান্তি তা এর কপালে জোটে না। সংসারের জ্বালা যন্ত্রনা ভোগ করেন সোনার খাটে শুয়ে।

সিংহ রাশিতে নবগ্রহ

চন্দ্র:

  • সুখ, ঐশ্বর্য্য সবই করতলগত। বড় বড় বাড়িতে যাতায়াত করলেও, নিজের পেটের ভাবনা না থাকলেও, অপরের পেটের ভাবনা ভাবতে হয়, মাতৃ হৃদয় বলে।
  • মর্যাদা বজায় রাখতে অসম ব্যাক্তির সঙ্গে ভালো ব্যবহার করতে হয় কষ্ট স্বীকার করেও।
  • অসৎ ব্যাক্তির সঙ্গে মেলামেশা করলে নিজের ক্ষতি হয় বুঝেও বোঝেন না। কৃতজ্ঞ এবং গুণী লোকের অভাব দেখে দুঃখ পান।

মঙ্গল:

  • মঙ্গল হলো সিংহ রাশিতে নবগ্রহ এর গুরুত্বপূর্ণ একটি গ্রহ। বড় বড় লোকের সঙ্গে মেলামেশা।
  • বংশের গৌরবে গৌরবান্বিত। দায়িত্ব নিয়ে কাজ করেন। সম্মান গৌরব ক্ষুন্ন হতে দেয় না। বড় হওয়ার চেষ্টা করেন এবং বড় হনও।

বুধ:

  • আধার ছোট, তবুও বড় মাপের লোকের সঙ্গে মেলামেশার সুযোগ অনেক থাকে। কিন্তু বড়োদের মধ্যে গিয়ে নিজের মতামত প্রকাশে অসুবিধা বোধ করেন জ্ঞান ও অভিজ্ঞতার অভাবে।
  • যথেষ্ট স্নেহ-যত্ন পেলেও তাদের সমকক্ষ হতে পারেন না। রাবারকে টানলে বেড়ে যায় বটে তবে বেশি টানলে ছিঁড়ে যাবার যাবার ভয়ও থাকে।
  • সবসময়ে নিজের সীমার বাইরে গিয়ে কাজ করা যায় না। চাহিদা কম বলে, হাতের মুঠো ছোট তাই অল্পেই হাত ভরে যায়। আনন্দেই চলে যায়। কষ্ট পান না।

আরো পড়ুন : সিংহ রাশিফল 2023

বৃহস্পতি:

  • সামাজিক প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত। সম্মানিত ব্যাক্তির সঙ্গে মেলামেশা করেন, উপদেশ দেন।
  • সৎ লোকের সঙ্গ খোঁজেন। লেগে থাকতে পারলে কখনোই লোকসান হয় না সেকথা বোঝেন এবং সেই ভাবেই কাজ করেন।
  • ঝোড়ো হাওয়া এড়িয়ে চলেন, সাধনার কথা পরিবেশ বুঝে, আধার বুঝে না বললে সাধনার ক্ষতি হয়। সিদ্ধি লাভের পথ দূরে সরে যায় মনে রাখেন।

শুক্র:

  • মান সম্মান বোধ খুব বেশি। সেই কারণে মানী ব্যাক্তিদের সঙ্গে চলাফেরা করেন।
  • সুযোগের সদ্ব্যব্যবহারের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকেন। নিজেই মতোই চলতে চান।
  • মনেপ্রাণে বড়োকে বড় বলে মানতে চান না বলে পরিশ্রম অনুযায়ী সাফল্য আসে না।
  • আচার আচরণে আভিজাত্য বজায় রাখেন। প্রকৃত Status বুঝতে দেন না। অভাব কিছু থেকে যায় নানা বিষয়ে।

শনি:

  • অত্যন্ত পরিশ্রমী। জগতে সবই বিনাশশীল। কিছুই ধরে রাখতে পারা যায় না।
  • পৃথিবীটা হাসিকান্নার খেলাঘর জেনে, সুখ-ঐশ্বর্য্যর আখাঙ্খায় কাম্য বস্তুর পিছনে ছোটেন না। জগতের সেবায় নিজেকে নিয়োজিত করেন, সনাতন পথ ছাড়তে চান না।
  • জ্ঞানী হয়েও ভুল শুধরে নতুন পথে চলার চেষ্টা করেন না। প্রাচীনপন্থী।

রাহু:

  • মিষ্টি কথায় চিড়ে ভেজে একথা বিলক্ষণ জানেন এবং সেই রকমই কথাবার্তা। কাজ উদ্ধার করাই শেষ কথা জেনে বুঝেসুঝে চলেন।
  • খাতির সম্মান না জুটলেও মানিয়ে চলার চেষ্টা থাকে বলে কষ্ট পান।

কেতু:

  • ঈশ্বরের ইচ্ছাতেই সব কিছু হয় – এই বিশ্বাস নিয়ে চলেন। অযথা বাড়তি পরিশ্রম করতে চান না। নিজেকে গুটিয়ে রাখেন।
  • আলস্যের প্রতিমূর্তি, আজ্ঞাবাহী, প্রতিবাদহীন, অনুগত এবং খোসামুদে।

Author Bio

Related Posts