১৮ মে, 2025 কেতুর গোচরে কোন ৪ রাশির ভাগ্য চমকাবে ?

আমরা সকলে জানি, কেতু একটি মায়াবী রূপ |
সাধারণত সব মানুষের ধারণা থাকে, কেতু মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে | কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে, কেতু শুভ ও অশুভ দু রকমই ফল প্রদান করে | বিশেষ করে কেতু যখন বিভিন্ন রাশিতে গমন করতে থাকে তখন বিভিন্ন রাশির উপর প্রভাব ফেলতে থাকে |
১৮ ই মে ২০২৫ কেতু তার রাশি পরিবর্তন করবে | বর্তমানে কেতু কন্যারাশিতে অবস্থান করছে |
কেতু কন্যারাশি থেকে বেরিয়ে ১৮ই মে কেতু সিংহরাশিতে প্রবেশ করবে |
১৮ই মে কেতুর বিকেল ৪ টে ৩০ মিনিটে এই প্রবেশ ঘটবে |
১৯শে মার্চ ২০২৬ পর্যন্ত কেতু সিংহ রাশিতেই থাকবে |
সিংহ রাশিতে কেতুর গমন মিথুন সহ ৪ রাশির জন্য অত্যন্ত শুভ হবে |
কেতুর প্রভাবে এই ৪ রাশির জীবনে নানা দিক থেকে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাবে:
তবে সবার ক্ষেত্রেই যে এই ধারণাগুলি মিলবে তা কিন্তু কখনোই নয় |
মিথুন রাশি
২০২৫ সালের মে মাসটি মিথুনরাশির জন্য অত্যন্ত সুখবর বহনকারী মাস |
আপনার উপার্জনের নানা পথ খুলে যেতে পারে |
আপনি আত্মবিশ্বাসী থাকবেন | আপনার কাজ সহজেই সম্পন্ন করতে পারবেন | ভাইবোনদের সহযোগিতা পাবেন | স্বাস্থ্য ভালো থাকবে | পুরোনো কোন রোগ থেকে মুক্তি পাবেন | আপনি যা করতে চান তা করতে সাহস পাবেন | অর্থ উপার্জনের অনেক নতুন পথ খুলবে | আয়ের উৎস বাড়বে | নতুন চাকরির প্রস্তাব আসতে পারে | আপনি সময় মত এগুলি সম্পন্ন করতে পারবেন | অসম্পূর্ণ কাজগুলি সম্পন্ন করার এটি একটি ভালো সময় |
বৃশ্চিক রাশি
কর্মজীবন এবং অর্থের সাথে সম্পর্কিত যে কোন বিষয়ে ভালো ফল আশা করা যাবে | কঠোর পরিশ্রম কর্মজীবনে সফলতা এনে দেবে |
বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে |
ব্যবসা বা চাকরি ক্ষেত্রে এই সময় আপনার খ্যাতি বৃদ্ধি পাবে এবং ভাগ্য আপনাকে নানা দিক থেকে সাহায্য করবে | এই রাশির জাতক জাতিকারা আর্থিক দিক থেকে শক্তিশালী হবে | প্রিয়জনের সঙ্গে এই সময় মানসন্মান নিয়ে সময় কাটাতে পারবেন | অর্থ সাশ্রয় হবে এবং আপনি পছন্দসই ফলাফল পাবেন | চাকরি বা ব্যবসার জন্য বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে |
ধনুরাশি
এই সময় বেশ স্বাচ্ছন্দে থাকবেন এবং ঝামেলা এড়িয়ে চলবেন | কোন সুন্দর ভ্রমণও হতে পারে |
বিপরীত লিঙ্গের সঙ্গ পেতে পারেন |
শিল্পকলা, সঙ্গীত, সুগন্ধিদ্রব্য এবং ভালো জিনিসের প্রতি আগ্রহ জন্মাবে | ব্যবসায়ে বা চাকুরীতে খুবই ভালো করবেন | নিজের প্রচেষ্টায় আয় বৃদ্ধি পাবে | পারিবারিক জীবন খুবই সুখের হবে | ছোট খাট শারীরিক সমস্যা থাকবে | আপনি সামাজিক হবেন এবং বহু মানুষের সংস্পর্শে আসবেন |
মীনরাশি
আপনি বন্ধু বান্ধবের থেকে উপকৃত হবেন | দীর্ঘদিন ধরে পুষে রাখা ইচ্ছাকে সার্থক রূপদান করবেন | দূরবর্তী ভ্রমণ ফলপ্রসূ হবে |
প্রভূত ধনাগম লক্ষ্য করা যায় |
প্রমোদ সংক্রান্ত এবং অন্যান্য বস্তুর পেছনে প্রচুর ব্যয় করবেন | পারিবারিক বাতাবরণ সুখের হবে |
এছাড়াও অন্যান্য রাশির জাতকদের কেমন যাবে তা নিম্নে বর্ণনা করা হলো |
মেষরাশি
এই সময় যতই চেষ্টা করুন আপনার সঙ্গী সাথীদের সাথে কিছুতেই ভালো সম্পর্ক রাখতে পারবেন না | দৈন্যন্দিন জীবনে বাধাবিপত্তির সম্মুখীন হতে পারেন | পরিবারের সদস্যদের দৃষ্টিভঙ্গী আন্তরিক হবে না |
আদালতের কোন মামলায় জড়িয়ে পড়ার ভয় রয়েছে |
আপনার বন্ধুরা আপনাকে গুরুত্বপূর্ণ সময়ে আপনার অবগণনা করবে এবং সেই কারণে কোন মিথ্যা আশার উপর ভরসা করবেন না | শরীরের প্রতি যত্ন রাখুন | খাদ্যে বিষক্রিয়ার ভয় রয়েছে | যতদূর সম্ভব ভ্রমণ এড়িয়ে চলুন |
বৃষরাশি
এই সময় আপনার জীবনের সর্বশ্রেষ্ট সময় হবে | বিরাট সাফল্য ও সন্মান ভোগ করবেন | এই সময়টি মনোসংযোগ, ধ্যান ও যোগাভ্যাসে ব্যবহার করবেন |
কোন সামাজিক কর্তার বা ধর্মীয় সংস্থার সাথে যোগাযোগ হবে |
আপনার কাজ করার ক্ষেত্রে প্রভূত আত্মবিশ্বাস থাকবে | গৃহে সহযোগিতা পাবেন | দূর ভ্রমণ ফলদায়ী হবে | পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে |
কর্কট
এই সময় আপনার সঙ্গী বা সাথীরা আপনাকে নীচে নামাবার চেষ্টা করবে | আপনি অন্যান্যদের অবহেলা বা নিবৃত্তিতে বিমর্ষ থাকবেন | দৈনন্দিন কাজে কিছু অসুবিধার সম্মুখীন হবেন, ভিত্তিহীন অভিযোগ আপনার বিরুদ্ধে তৈরি করা হবে |
ছোটখাট তর্ক বা ঝামেলায় নিজেকে জড়াবেন না |
বিপরীত লিঙ্গের প্রতি আপনার সম্পর্ক আন্তরিকতাহীন | যতদূর সম্ভব অবাঞ্ছিত ভ্রমণ বাদ দিন |
সিংহরাশি
এই সময় আপনার যশ ও সন্মান অবশ্যই বৃদ্ধি পাবে | শিক্ষিত লোকেদের সংস্পর্শে আসবেন | আপনার পেশা বা ব্যবস্থা সাফল্য লাভ করবে |
পারিবারিক জীবন আরামপ্রদ হবে |
আপনার পরিমণ্ডলে বিপরীত লিঙ্গের দ্বারা আপনি সাহায্য পাবেন এবং সুন্দর ভ্রমণ হতে পারে | লাভজনক কাজে আপনি প্রবেশ করবেন | আপনার সঙ্গী সাথীরা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে | প্রতিযোগিতায় সাফল্য নিশ্চিত |
কন্যারাশি
এই সময় আপনি বাস্তববোধসম্পন্ন হবার চেষ্টা করবেন | ফলহীন কাজে আপনার ঝোঁক থাকবে | এই সমস্ত কিছুর জন্য আপনি বিব্রত থাকবেন | অত্যধিক আত্মবিশ্বাস দুর্দশার কারণ হবে |
আর্থিক ক্ষতির থেকে সাবধানে থাকুন |
এই সময়ে আপনার সুনাম সম্পর্কে সচেষ্ট থাকুন | পরিবারের সহযোগিতা আশা করবেন না | আপনার বন্ধু এবং হিতাকাঙ্খীরা তাদের কথা রাখবে না | যতদূর সম্ভব হয় ভ্রমণ থেকে বিরত থাকুন | আপনার বিরোধীরা আপনাকে উত্তেজিত করতে পারে | শরীর ভালো যাবে না এবং আপনি শরীরের দিকে যত্ন নেবেন |
তুলা
অনাকাঙ্খিত সমস্যা এসে হাজির হবে | পরিবার পরিজনের সঙ্গে আন্তরিক সম্পর্ক রাখুন, না হলে ঝগড়ায় জড়িয়ে পড়বেন | শরীরের প্রতি দৃষ্টি রাখুন |
লম্বা অসুস্থতার সম্ভাবনা রয়েছে |
অসৎ কর্মকে প্রশ্রয় দেবেন না | গোপন কাজকর্মকে এড়িয়ে চলুন | গুরুত্বপূর্ণ দলিলে সই করার আগে তা ভালো করে জানুন | ব্যবসায়িক ব্যাপারগুলোকে ভালো করে জেনে এগোবেন |
মকররাশি
শিক্ষিত ব্যক্তিদের থেকে শ্রদ্ধা ও সন্মান পাবেন | যশোন্নতি হবে |
বিদেশীদের সঙ্গে যোগাযোগ ফলপ্রসূ হবে |
দূর ভ্রমণ যোগ আছে | ধর্মীয় কাজের দিকে ঝুঁকবেন | ভালো জীবন উপভোগ করবেন | পিতা মাতার সঙ্গে সুসম্পর্ক থাকবে |
কুম্ভরাশি
বন্ধু বান্ধবেরা আপনার উপকারে আসবে | অনেকদিনের ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারবেন | দূরে ভ্রমণযোগ দেখা যায় |
ধনসম্পদ প্রচুর বৃদ্ধি পাবে |
প্রমোদ ও অন্যান্য বস্তুর পেছনে অধিক ব্যয় হবে | পারিবারিক পরিবেশ সুখের হবে |