Astrology, Puja & Remedies

Saturn transit 2023: শনি গোচরবসত কুম্ভেতে, দ্বাদশ রাশির জাতকেরা শনির আশীর্বাদ পেতে কি করবেন?

Saturn transit 2023: শনি গোচরবসত কুম্ভেতে, দ্বাদশ রাশির জাতকেরা শনির আশীর্বাদ পেতে কি করবেন?

saturn transit

Saturn transit 2023: শনি গ্রহের গোচরের ফলে কোন রাশির ভাগ্যোদয় ঘটবে 

Saturn transit 2023: শনি গোচরে কুম্ভরাশিতে মকররাশি থেকে অতিচার গতিতে থেকে 17 জানুয়ারী, 2023, মঙ্গলবার রাত ৮:০২ মিনিটে। শনির এই রাশি পরিবর্তনের ফলে ধনু রাশির শনির সাড়ে সাতি থেকে মুক্তি ঘটবে। মকর রাশির জাতকেরা সাড়ে সাতির তৃতীয় চরণ ভোগ করতে শুরু করবে। কুম্ভরাশির শুরু হবে সাড়ে সাতির দ্বিতীয় চরণ। মীনরাশির জাতকদের জীবনে শনির সাড়ে সাতির শুরু হবে 17 জানুয়ারী থেকে। শনির এই অবস্থান গত পরিবর্তনের ফলে কর্কট ও বৃশ্চিক রাশির জাতকদের জীবনে শনির ধাইয়া শুরু হবে। এছাড়া ও শনির কুম্ভরাশিতে অবস্থানের ফলে শনির দৃষ্টি পড়বে মেষরাশি, সিংহরাশি এবং বৃশ্চিকরাশির উপর। অতএব শনির এই গোচর কালীন রাশি পরিবর্তনের ফলে দ্বাদশ রাশির প্রত্যেকই কম বেশি প্রভাবিত হবেন। তবে শনির কারণে সবক্ষেত্রেই যে খারাপ হবে, এরকম ভাবনা সম্পূর্ণই অমূলক।

saturn transit 2023

শনির দশার লক্ষণ:

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনির কারকতা হল ত্যাগ, তিথিক্ষন ও দুঃখ। শনি জাতককে বিবেক বাণীর দ্বারা অন্তরের চেতনাকে জাগিয়ে কঠোর সংযম ও আত্মনিগ্রহের মধ্যে থেকে মানুষের তম গুনের জ্ঞানদীপ প্রজ্বলিত করে। শনি জাতককে জাতিভেদে, আচার অনুষ্ঠান, মুর্তিপুজো প্রভৃতির সংকীর্ণ গন্ডি থেকে অতিক্রম করিয়ে ব্রহ্ম সঙ্গতির পথে পরিচালিত করে। এইভাবে শনি জাতককে সুখ-দুঃখের স্বরূপ উপলব্ধি করিয়ে জাতকের অহমিকা চূর্ণ-বিচূর্ণ করে সৃষ্টি-ধ্বংসের মধ্যে থেকে বৃহস্পতির জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ করে পুনরায় ছায়ায় মিলিয়ে যায়।
শনি প্রভাবিত জাতকের কাছে স্নেহ, মমতা, দয়া, বেশভূষা, বিলাসিতা, পার্থিব বৈভব, ক্ষমতার দম্ভ কিছুই নেই। শনি-প্রাধান্য জাতক অন্তঃসারশুন্য নিঃসঙ্গ, সমাধিমগ্ন,তপস্বী পাষান বলে বিবেচিত। জাতক যখন অজ্ঞানের অন্ধকারে দুঃখের পর দুঃখ, আঘাতের পর আঘাত পেয়ে ভগবানের বিরুদ্ধাচারণ করে, তখন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রিয়জনের বিরাগভাজন হয়, কোনো আর পথ থাকে না, কাউকে আর সহ্য করতে পারে না। একাকী থাকতে ভালোবাসে, নিজের ওপর বিরক্তিভাব আসতে থাকে, নিরাশায় উন্মত্ত জাতককে তখন শনি ধীরে ধীরে পরমাত্মার দিকে মানবাত্মার যাত্রা শুরু করায়। মানব তখন জ্ঞানালোকে পার্থিব ভোগবিলাস ত্যাগ করে মহাকালের সঙ্গে স্বতন্ত্র বন্ধুত্ব করার জন্য ব্যাকুল হয়।

শনির সাড়ে সাতির সঠিক প্রতিকারের জন্য অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন।

মানবজীবনে শনিগ্রহের প্রভাব:

রাশিচক্রে শনির অবস্থান অনুযায়ী জাতককে যেমন কঠোর সন্ন্যাস অবলম্বন করায়, আবার দীনতা, ঠকবাজ, আলস্যপ্রিয়, অসৎ পথালম্বীও করতে পারে। কিন্তু যাই হোক না কেন, শনি প্রভাবিত জাতক যখন, কঠোর পরিশ্রম করে দুঃখ-তিতিক্ষার মধ্যে দিয়ে ত্যাগের ইচ্ছা প্রকাশ করে তখনই তার কর্মফল লাভ হয়।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি গোচর এর সময়, শনি যখন জাতকের লগ্ন (৩০ বৎসর বয়স পর্যন্ত) বা রাশির (৬০ বৎসর বয়স পর্যন্ত) আগের ঘর ও পরের ঘর পর্যন্ত তার প্রভাব বিস্তার করে। শনি প্রতি ঘরে আড়াই বছর থাকে, অর্থাৎ এই সাড়ে সাত বছরকে শনির সাড়েসাতি বলে। আর শনি গোচরবসত ভ্রমণ করতে করতে যখন জন্ম রাশি থেকে চতুর্থ বা অষ্টম ঘরে যায়  তখন জাতকের ওপর শনির ধাইয়া বর্তাবে|

শনির কারণে (Saturn Transit 2023) সৃষ্ট কষ্টের থেকে মুক্তি পেতে কোন কোন রাশির কী কী করণীয়?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, নতুন বছরের শুরুতেই অনেক গ্রহ তাদের স্থান পরিবর্তন করবে। শনি গ্রহ কুম্ভরাশিতে মকররাশি পরিবর্তন হবে। যা ১২ টি রাশিকেই প্রভাবিত করবে। শনির রাশি পরিবর্তনের ফলে (saturn transit 2023 effects) অনেক রাশির ভাগ্যোদয় ঘটবে। আসুন জেনে নিই শনির গোচর 2023 কালীন কোন রাশির কি করলে সৌভাগ্য ফিরে পাবেন।

মেষ রাশি:

হনুমান চালিশা প্রতিদিন পাঠ করুন | প্রতি শনি ও মঙ্গলবার ১টি করে লাল জবা ও তুলসীপাতা সহযোগে হনুমানজির বিগ্রহে নিবেদন  করুন | সঙ্গে পাকা কলা এবং মিষ্টি  প্রদান করুন বিগ্রহকে | অশান্তি ও দুর্ভোগ কমতে থাকবে আগামীদিনে |

বৃষ রাশি:

শুদ্ধাচারে নয়টি বেলপাতা , গঙ্গাজল ও সাদা চন্দন শিবলিঙ্গে অর্পণ করুন | অতঃপর ধুপ , দীপ দিয়ে আরতি করুন | ভগবান শিবের পঞ্চাক্ষর মন্ত্র ১০৮ বার  পাঠ করে প্রণাম ও প্রার্থনা করুন| দুশ্চিন্তার অবসান ঘটবে এবং আটকে থাকা কাজ ত্বরান্বিত হবে |

মিথুন রাশি:

সংকটমোচন স্তব প্রতিদিন পাঠ করুন | প্রতি শনি ও মঙ্গলবার ১টি করে লাল জবা ও তুলসীপাতা সহযোগে হনুমানজির বিগ্রহে নিবেদন  করুন | অতঃপর ধুপ কর্পূর ও ঘি সহযোগে আরতি করুন | মিষ্টান্ন প্রসাদ স্বরূপ বিতরণ করুন  | ফলে মানসিক শান্তি ও দৈব কৃপা প্রাপ্তি আগামীদিনে বৃদ্ধি পাবে |

কর্কট রাশি:

যে কোনো কালী মন্দিরে লাল জবার মালা দিয়ে পুজো দিন | সামর্থ অনুযায়ী ফল মিষ্টি সহযোগে মাকে ভোগ নিবেদন করুন | অতঃপর কালো ধূপকাঠি সহযোগে মাকে নিবেদন করুন | জীবনে উন্নতির পথের বাধা নিরসন হবে ও ভালো থাকবেন |

সিংহ রাশি:

বাড়িতে প্রতিদিন নৃসিংহ দেবের ভক্তি সহকারে পুজো করুন | প্রতিদিন নৃসিংহদেব ভগবানকে চন্দন সহযোগে তুলসী দান করুন | প্রতি বৃহস্পতিবার ঘিয়ের প্রদীপ সহযোগে আরতি করুন | সম্ভব হলে নৃসিংহদেবের অষ্টোত্তর শতনাম পাঠ করুন | পরিবারে  সাফল্য আসবেই |

কন্যা রাশি:

ত্রিপুরেস্বরী মায়ের স্তব পাঠ করুন প্রতিদিন | প্রতি অমাবস্যার রাত্রে লাল সলতে সহযোগে  বাড়ির দক্ষিন দিকে প্রদীপ প্রজ্জলন করুন  এবং কোনো কালী মন্দিরে নারকোল সহযোগে মনোস্কামনা পূর্বক পুজো প্রদান করুন | আত্মশক্তি বাড়বে এবং মনের ভয় ও বিপদ কেটে যাবে |

তুলা রাশি:

প্রতি শনিবার শনিমন্দিরে সাদা ফুল ও সাদা মিষ্টি দিয়ে ভগবান শনি দেবকে পুজো দিন |  অতঃপর গৃহে দক্ষিন দিকে তিল তেলের প্রদীপ প্রজ্জলন করুন | প্রথম স্নানান্তে চন্দ্র স্তব “ওঁ নমঃ শিবায় ” ২৮ বার পাঠ করুন |  বাধা নাশ হয়ে আপনার মঙ্গল হবে |

বৃশ্চিক রাশি:

প্রতিদিন সূর্যদেবকে অর্ঘ দিয়ে ঘুম থেকে উঠে প্রণাম করুন | আদিত্যহৃদয়ম স্তব ওঁ জবাকুসুম সঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং।ধ্বান্তারিং সর্ব পাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্।।তিনবার করে রোজ পাঠ করুন , অন্তে প্রণাম করুন | সুখ শান্তির অভাব সারা বছর হবে না |

ধনু রাশি:

দূর্গা নাম স্মরণে- মননে- লিখনে রোজ পাঠ করুন ১০৮ বার | সম্ভব হলে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কালী মন্দিরে নাম গোত্র সহকারে পুজো দিন | সব কাজের বাধা কাটবে | উন্নতি অবশ্যম্ভাবি  |

মকর রাশি:

প্রতিদিন শুদ্ধাচারে জগন্নাথের বিগ্রহে চন্দন সহযোগে তুলসী প্রদান করুন | ঘি ও কর্পূর সহযোগে আরতি করুন | পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবকে সাদা ফুলের মাল দিয়ে পূজা প্রদান করুন | শত্রু নাশ হবে, সামাজিক সম্মান ও জনপ্রিয়তা  বৃদ্ধি পাবে |

কুম্ভ রাশি:

প্রথম তুলসী গাছে জল দিন | স্নানান্তে মধুসূদন স্তব পাঠ করুন | সম্ভব হলে বাড়িতে সম্বরানী প্রজ্জলন করুন প্রত্যহ | অসম্ভব শুভ ফল পাবেন | সারাবছর ভালো থাকবেন |

মীন রাশি:

মা বগলা স্তোত্র পাঠ করুন, প্রত্যহ | সম্ভব হলে নিকটস্থ কোনো বগলা মন্দিরে প্রতি মঙ্গলবার নাম গোত্র সহযোগে পূজা দিন | গৃহে কোনো মা বগলার কোনোরকম বিগ্রহ থাকলে তাকে প্রত্যহ হলুদ ফুল প্রদান করুন| ব্রাহ্মণ  কে প্রতি বৃহস্পতিবার কমপক্ষে ষোল আনা (১ টাকা ) প্রদান করে তার আশীর্বাদ প্রার্থনা করুন|

আরো পড়ুন: মানবজীবনে শনিগ্রহের প্রভাব ও প্রতিকার

Author Bio

Related Posts

Start typing to see posts you are looking for.
ENQUIRY FORM