Astrology, Puja & Remedies

নীলা পরার কথা ভাবছেন? জানুন- নীলা ধারণ করবেন কারা

নীলা পরার কথা ভাবছেন? জানুন- নীলা ধারণ করবেন কারা

who wear neelam

নীলা ধারণ করবেন কারা? সকলেই কি নীলা (amethyst) ধারণের যোগ্য?

নবরত্নের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রত্ন হলো নীলা। জীবনে অলসতা, অস্থিরতা, দুর্দশা কাটাতে, ঝামেলা থেকে মুক্তি পেতে, মানসিক শান্তি ফিরিয়ে আনতে, শনি গ্রহের প্রতিকারে নীলা পাথরের ব্যবহারে উপকারিতা পাওয়া যায়। কিন্তু নীলা যে কেউ চাইলেই ধারণ করতে পারেন না। তাহলে এখন প্রশ্ন, নীলা ধারণ করবেন কারা? তাই কোন কোন ক্ষেত্রে নীলা (Neelam) ধারণ আবশ্যক, সেই বিষয়ে নিম্নে আলোচনা করা হলো।

জ্যোতিষ শাস্ত্রানুসারে শনি গ্রহের শুভ ফল লাভ করার জন্য নীলা ধারণ করা হয়। নীলা ধারণ করবেন কারা, এ বিষয়ে বলতে গেলে প্রথমেই বলা ভালো, যাদের জন্ম ছকে শনি দুর্বল অবস্থায় থাকে, জীবিকার কারক, ভাগ্য উন্নতির কারক তারা নীলা ধারণ করবেন অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে। অনেক ক্ষেত্রেই নীলা সবার সহ্য হয় না তাই, রত্নশাস্ত্র অনুযায়ী নীলা ধারণ করার সময় সাবধানতা অবলম্বন করা উচিত। নীলকান্তমণি বা নীলা মূলত নীল রঙের হলেও রং অনুসারে, অপরাজিতা নীলা, রক্তমূখী নীলা ইত্যাদি নামকরণ করা হয়েছে। কোন নীলা আপনার ধারণ করা উচিত তা ভালো জ্যোতিষীর দ্বারা জন্মছক বিশ্লেষণ করে, এবং এই নীলা পাথর কোন আঙ্গুলে পড়বেন তা নির্ণয় করুন।

নীলা ধারণ করবেন কারা

কোন কোন পরিস্থিতিতে নীলা ধারণ করা উচিত, জেনে নিন—

নীলা ধারণের জন্য বিশেষ বিচার বিবেচনা করা দরকার।নিচে কিছু বিচার পূর্বক নীলা ধারণের কথা বলা হলো। যেমন –

১।মেষ, বৃষ, তুলা, বৃশ্চিক লগ্নের জাতক নীলা ধারণ করলে সৌভাগ্যবান হয়।

২। জন্মপত্রিকায় শনি চতুর্থ স্থানে, পঞ্চমে, দশমে বা একাদশে থাকলে নীলা ধারণ কর্তব্য।

৩।যদি শনি ষষ্ঠ অধিপতি বা অষ্টম অধিপতির সঙ্গে অবস্থান করে, তাহলে নীলা ধারণ অবশ্য কর্তব্য।

৪। যদি শনি নিজ ভাবে ষষ্ঠ বা অষ্টম স্থানে স্থিত হয়, নীলা অবশ্যই ধারণ করতে হবে।

৫। শনি মকর বা কুম্ভরাশির অধিপতি হলে, যদি এক রাশি শ্রেষ্ঠ ভাবে থাকে আর দ্বিতীয় রাশি অশুভ ভাবে থাকে তাহলে নীলা ধারণ করবে না। কিন্তু যদি শনি দুটি রাশিতেই শ্রেষ্ঠ ভাবে প্রতিনিধিত্ব করে, তাহলে অবশ্যই নীলা ধারণ করতে হবে ।

৬। শনি সাড়েসাতি চললে নীলা ধারণ করতে হবে।

৭।যে কোনো গ্রহের মহাদশায় শনির অন্তর্দশা চললে, অবশ্যই নীলা ধারণ করতে হবে।

৮। যদি শনি সূর্যের সঙ্গে অবস্থান করে অথবা সূর্য দ্বারা দৃষ্ট হয় তাহলে নীলা ধারণ কর্তব্য।

৯। যদি শনি বক্রী, অস্তগত বা দুর্বল হয় এবং শুভ ভাবের প্রতিনিধিত্ব করে। তাহলে নীলা ধারণ শ্রেষ্ঠ।

১০। যদি শনি জন্মকুণ্ডলীতে মেষ রাশিতে অবস্থান করে, তাহলে নীলা ধারণ কর্তব্য।

১১। শনি প্রধান জাতক-জাতিকার নীলা ধারণ কর্তব্য।

১২। কুটিল কার্য যে ব্যক্তি করে, তার নীলা ধারণ কর্তব্য।

Author Bio

Related Posts

Start typing to see posts you are looking for.
ENQUIRY FORM