Astrology, Puja & Remedies

গোমেদ কারা পড়বেন? গোমেদ ধারণ রাহুর অবস্থানের উপর কতটা নির্ভরশীল?

গোমেদ কারা পড়বেন? গোমেদ ধারণ রাহুর অবস্থানের উপর কতটা নির্ভরশীল?

who wear gomed?

গোমেদ হলো রাহু গ্রহের রত্ন। গোমেদ পাথরটি লালচে বাদামী রঙের। গোমেদ কারা পড়বেন, তা বোঝাতে জ্যোতিষবিদরা বলেন- রাহুর কুপ্রভাব প্রভাব কাটাতে গোমেদ ধারণ করা উচিত। রাহুর প্রভাবে মানুষের মনে দ্বিধা দেখা দিতে পারে, এমনকি শয়তানি বুদ্ধির উদ্রেক হতে পারে। রাহুর কুপ্রভাব কাটাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে গোমেদ পাথর। তবে গোমেদ পাথর পরার নিয়ম অনুযায়ী ধারণ করলেই গোমেদ পাথরের উপকারিতা সর্বাধিক পাওয়া যায়। যাইহোক, আপনার রাশিচক্র এবং রাশিফল ​​অনুযায়ী রত্ন পাথর পরার আগে জ্যোতিষীর পরামর্শ নিন।

গোমেদ কারা পড়বেন

গোমেদ কারা পড়বেন?

রাহুর প্রভাব কাটাতে গোমেদ ধারণ করার পরামর্শ দেন। এখন প্রশ্ন হলো গোমেদ কারা পড়বেন? অর্থাৎ কোন রাশির জাতক জাতিকারা এই রত্নটি পরতে পারে? জেনে নেওয়া যাক কোন ব্যাক্তিগণ গোমেদ পাথরের গুনাগুন পেতে, এই রত্নটি ধারণ করবেন-

১। যে সব জাতকের রাশি বা লগ্ন মিথুন, তুলা, কুম্ভ বা বৃষ, তাদের গোমেদ ধারণ করা অবশ্য কর্তব্য।

২। লগ্নে, কেন্দ্র স্থানে প্রথম, চতুর্থ, নবম ও দশম বা একাদশে রাহু স্থিত হলে গোমেদ ধারণ কর্তব্য।

৩। তৃতীয়ে, নবমে, একাদশে বা দ্বিতীয়ে রাহু থাকলে অবশ্যই গোমেদ পাথরটি পড়বেন।

৪। যদি রাহু আপন রাশিতে ষষ্ঠ বা অষ্টম স্থানে স্থিত হয়, তাহলে গোমেদ ধারণ কর্তব্য।

৫।শুভ ভাবাধিপতি হয়ে আপন ভাবে অষ্টম বা ষষ্ঠ স্থানে রাহু থাকলে, গোমেদ ধারণ শুভ প্রভাব বিস্তার করে।

৬। যদি রাহু ধনু রাশিতে থাকে, তাহলে গোমেদ ধারণ করতে হবে।

৭।রাহু মকর রাশির অধিপতি হলে, মকর লগ্নযুক্ত জাতকের পক্ষে গোমেদ শ্রেষ্ঠ রত্ন।

৮। রাহু শ্রেষ্ঠ ভাবাধিপতি হয়ে সূর্য কর্তৃক দৃষ্ট হয় বা সূর্যের সঙ্গে স্থিত হয়, অথবা সিংহ রাশিতে স্থিত হয়, তাহলে অবশ্যই গোমেদ ধারণ কর্তব্য।

৯। রাহু রাজনীতির কারক গ্রহ । অতএব যে ব্যাক্তি সক্রিয় রূপে রাজনীতিতে যুক্ত বা রাজনীতিতে প্রবেশ করতে চেষ্টা করছেন, তারা গোমেদ পড়লে প্রচুর সুবিধা পাবেন।

১০। শুত্রু এবং বুধের সঙ্গে রাহু স্থিত হলে, গোমেদ ধারণ করতে হবে ।

১১। চুরি, জুয়া, স্মার্গলিং ইত্যাদি পাপ কাজের হেতু রাহু । অতএব এর জন্য ও গোমেদ রত্ন ধারণ করে উচিত।

১২। ওকালতি, ন্যায়, রাজ্য পক্ষ প্রভৃতির উন্নতির জন্য, গোমেদ ধারণ কর্তব্য।

গোমেদের বিকল্প:

সবার পক্ষে গোমেদ ধারণ সম্ভব নয় কারণ গোমেদ পাথর এর দাম এর জন্য দায়ী। তাই  গোমেদের দুটি বিকল্প আছে। যাদের পক্ষে গোমেদ ধারণ করা সম্ভব নয়, তারা এই বিকল্প রত্ন ধারণ করবেন। বিকল্প উপরত্ন গুলি হল – তুরসা, সাফি।

গোমেদ অপেক্ষা  এই উপরত্নের শক্তি কম হয়। অর্থাৎ দেরিতে ফল দেয়।

Author Bio

Related Posts

Start typing to see posts you are looking for.
ENQUIRY FORM