Astrology, Rashi, Zodiac

কর্কট রাশিতে নবগ্রহ এর কেমন প্রভাব কেমন? জানুন নবগ্রহের প্রকৃতি ও কার্যকারিতা

কর্কট রাশিতে নবগ্রহ এর কেমন প্রভাব কেমন? জানুন নবগ্রহের প্রকৃতি ও কার্যকারিতা

Cancer Horoscope 2023

কর্কট রাশিতে নবগ্রহ এর প্রকৃতি ও কার্যকারিতা

জ্যোতিষ শাস্ত্রে নবগ্রহের কথা উল্লেখ আছে। রাশি অনুযায়ী নবগ্রহের ভূমিকা ভিন্ন। এখন দেখে নেওয়া যাক কর্কট রাশিতে নবগ্রহ এর ভূমিকা কেমন? কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র। বৃহস্পতির চন্দ্রের পক্ষে হিতৈষী গ্রহ। সেই কারণে শ্রাবন মাসের জাতকের চন্দ্র বৃহস্পতির গৃহে (মীন), বৃহস্পতির বন্ধুর গৃহে (সিংহে, বৃশ্চিকে) কিংবা স্বক্ষেত্রে কর্কটে থাকলে অথবা চন্দ্রের Disposer planet ঐ রাশির গৃহপতি হলে চন্দ্রের অবস্থা ভালো বলা যেতে পারে, নচেৎ নয়।

কর্কট রাশিতে নবগ্রহ

রবি:

  • মান-মর্যাদা রক্ষা সম্বন্ধে বিশেষ সচেতন এবং সেই জন্য সব সময়েই গোড়া বেঁধে কাজ করেন নানা কৌশল অবলম্বন করে।
  • সাবধানী, স্নেহমমতা খুব বেশি, প্রকাশ ভঙ্গির কৌশল দেখতে চান না। কর্তব্য বোধে অবিচল।
  • উপযুক্ত আধার পেলে সর্বস্ব দিয়ে উপকার করতে চান যশের আকাঙ্খা না করেই। ধর্মাচরণ করে অন্যকে ধর্ম শেখান।

চন্দ্র:

  • কর্কট রাশিতে নবগ্রহ এর অন্যতম চন্দ্র। সকলের সঙ্গে হেসে কথা বলেন। সম্পর্ক ঠিক রাখার জন্য বন্ধুর সঙ্গে বেড়াতে যান।
  • পরিষ্কার পরিছন্ন থাকার চেষ্টা করেন শ্রমসাধ্য হলেও।
  • আপনজনকে খাওয়াতে পড়াতে ভালোবাসেন। নিজের কষ্টের কথা না ভেবে অন্যের সুখের কথা ভাবেন। সকলকে ভালোবাসেন এবং সকলের ভালোবাসা পান।

মঙ্গল:

  • নিয়মানুবর্তিতা বজায় রাখতে চান, তার জন্য শাসন করেন।
  • অগোছালো কোনো কিছুই পছন্দ করেন না, নিজেও করে উঠতে পারেন না, তাই সকলকে উপদেশ দিতে গিয়ে অপ্রিয় হয়ে যান। কাউকেই মনের মতো করে তৈরি করতে পারেন না।
  • অন্যায়-অত্যাচার, সাংসারিক চাপ সহ্য করেন। সাধারণে একে বুঝতে পারেন না। সতর্ক হয়ে মেলামেশা করতে গিয়ে দূরত্বের সৃষ্টি করে ফেলেন।

আরো পড়ুন: কর্কট রাশিফল 2023

বুধ:

  • বুধ হলো কর্কট রাশিতে নবগ্রহ এর গুরুত্বপূর্ণ একটি গ্রহ। One track mind. একটার উপর বেশি নজর দিতে গিয়ে অন্য অনেক কিছু বোঝার বাইরে চলে যায়।
  • বহুজনের ভিড়ে, বহু মতামতের জঙ্গলে নিজেকে হারিয়ে ফেলেন।
  • বোঝার সুবিধার জন্য  Indexing করতেই সময় চলে যায়, মূল বইয়ের ভিতরের জিনিস আর পড়া হয়ে ওঠে না, Map দেখে বিদেশের অবস্থান আর তার বিষয় জেনে আনন্দ পান।
  • Timetable দেখে ভ্রমণের আনন্দ উপভোগ করেন।

বৃহস্পতি:

  • সামাজিক জীবনে শৃঙ্খলা আনতে নিজে পরিশ্রম করেন।অপরকে উৎসাহ দেন, সংঘবদ্ধ হয়ে চলার চেষ্টা করেন।
  • পরিচ্ছন্নতা বজায় রাখতে নিজেই পরিশ্রম করেন, অন্যকে হুকুম করেন না। সকলের সঙ্গে মিশতে পারেন না রসবোধের অভাব বলে ব্যাক্তিগত ভাবে নিজে রসিক ব্যাক্তি।
  • জেদ আছে প্রচুর। যেটা ধরেন করেই ছাড়েন। অত্যন্ত কর্তব্যপরায়ণ। কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম করেন।
  • সমস্ত কাজই সর্বাঙ্গ সুন্দর হওয়া চাই, না হলে বিরক্ত হন। আসল এবং নকল চেনার ক্ষমতা রাখেন।

শুত্রু:

  • সামাজিক জীবনে মাপা হাসিমাখা কথাবার্তা, মাপা সহানুভূতি, দরদ ইত্যাদি কৃত্রিমতা দেখে মনে মনে ক্ষুদ্ধ হন।
  • Artificial সামাজিকতা মেনে নিতে অসুবিধা হয়। তাই বিবাদ বিসংবাদ এড়িয়ে চলেন।
  • সুন্দর সব জিনিস পছন্দ করেন, বিশেষত মনের সৌন্দর্য্য। অন্যের কাজ করে দিয়ে আনন্দ পান, অন্যকে সুখে রাখার জন্য কার্পণ্য করেন না, বিরক্ত হন না।
  • ভোগী, অন্যকেও তার অংশীদার করে সুখ পান। ভালোবাসতে জানেন বলেই সকলের ভালোবাসা পান।

শনি:

  • জগৎ পরিণামশীল একথা বিশেষভাবেই জানেন। তাই যেটুকু না করলেই নয় কেবল সেইটুকুই করেন। বৃথা পরিশ্রম করেন না।
  • ভুল-ত্রুটি সহজেই চোখে পরে। জগতের মধ্যে থাকলেও জগৎকে আঁকড়ে থাকেন না, Detached mind।

রাহু:

  • নিজের বুদ্ধি-বিবেচনার ওপর ভর করেই কাজ করেন এবং সিদ্ধান্ত নেন। অন্যের ওপর ভরসা দ্বন্দ্বের মধ্যে না থেকে assertive mind নিয়ে কাজ করে সিদ্ধান্তে আসেন।
  • কাজের মানুষ। কৃতি-ব্যাক্তিকে সমীহ করেন। কাজ করেই বড়ো হতে চান।

কেতু:

  • মহতের সঙ্গ করে জীবন কাটান, তাই বিশেষ পরিশ্রম করতে হয় না। মহৎ ব্যাক্তিই ভার গ্রহণ করে টেনে নিয়ে চলেন।
  • দশ জনের মত বুঝে কাজ করেন, নিজের একার মতকে প্রাধান্য দেয় না।

Author Bio

Related Posts

Start typing to see posts you are looking for.
ENQUIRY FORM