মঘা, মুলা এবং অশ্বিনী এরা সকলেই কেতুর নক্ষত্র বলে ফলিত জ্যোতিষে বিবেচ্য | গ্রহগণ ও নক্ষত্রগণ নিজ নিজ সংস্থানুসারে যেরূপ বলাবল ভোগ করিতে পারে, তেমনি জাতকেরও সেই বলাবল অনুসারে তাহাদিগের ক্রিয়ার ইতরবিশেষ পরিলক্ষিত হয় | এক্ষণে গ্রহ ও নক্ষত্রগণের স্বভাবগত পরিচয় দিলে, এতদসংক্রান্ত গূঢ়রহস্যের কতকটা উদ্ভেদ হতে পারবে |
কেতু:
রাহুর মতো কেতুও ছায়া গ্রহ | হিন্দু পুরাণ মতে দৈত্যের মুণ্ড হল রাহু এবং ধড় হল কেতু | কেতু সর্বদা রাহু থেকে ১৮০ ডিগ্রি দূরে অবস্থান করে | কেতু ধুম্রবর্ণ , ভয়ঙ্কর শরীর বিশিষ্ট | রাহুর মতো কেতুরও নিজস্ব কোন ঘর নেই | জ্যোতিষ মতে মীন রাশির ভাড়াটে গ্রহ হিসাবে কেতুকে ধরা হয়েছে | কেতু একদিকে যেমন সন্ন্যাসী , প্রতাপযুক্ত কীর্তিশীল অন্যদিকে তেমনই অধার্মিক , নীতিহীন , মন্দ কাজের সঙ্গে যুক্ত | কেতু মাতামহের কারক গ্রহ | অন্যদিকে রাহু পিতামহের কারক | শরীরের দিক থেকে রাহু ও কেতু উদোর কর্ণরন্ধ্র সহ অন্যান্য রন্ধ্রের কারক | রাহু দেহের উর্ধাঙ্গ সকল এবং কেতু দেহের নিম্নাঙ্গ সকলের নির্দেশ করে | জোতিষ মতে কেতু নৈসর্গিক পাপ গ্রহ|
অশ্বিনী (asyini)
অবস্থান – মেষরাশির 0 ডিগ্রী হইতে 13 ডিগ্রী 20 মিনিট পর্যন্ত |
অধিপতি – মঙ্গল|
দেবতা – দেববৈদ্য অশ্বী বা অশ্বনীকুমারদ্বয় |
প্রতীক – ঘোড়ার মুখ |
কারকতা – অশ্মসঙ্গী বা বীর ,চিকিৎসক হওয়া ,অশ্ম থেকে গতিশীল বস্তু – যেমন –গাড়িঘোড়া ,যানবাহন ,পরিবহন বিভাগ সম্বন্ধীয় | নাসাপথ ,নিশ্বাস, নাকিসুর | যমজ সন্তানের কারক |
মঘা (magha)
অবস্থান – সিংহরাশির ০ ডিগ্রী হইতে ১৩ ডিগ্রী ২০ মিনিট পর্যন্ত |
অধিপতি – রবি |
দেবতা – পূর্বপুরুষগণ |
প্রতীক – সিংহাসন |
কারকতা – রবির কারকতার সাথে এর যথেষ্ট মিল আছে | রবি এই নক্ষত্রে প্রমূর্ত্ত (magnified) ও গৌরবান্বিত (dignified) হয় | খুবই উজ্জ্বল নক্ষত্র | পিতৃকুলের গুণাগুণ ,সম্পদ ,ঐশ্বর্য্য ,সৌন্দর্য্য ও শক্তিলাভের অনুকূল সামর্থ্য , জ্যোতি ,তীক্ষ্ণধী ,মহত্ত্ব ,পূর্বপুরুষগণ ,পিতা বা পিতৃব্য | শনি এই নক্ষত্রে অশুভ ফলকারক,কিন্তু রবি ,চন্দ্র ,মঙ্গল ,বৃহস্পতি শুভ |
মূলা (Mulaa)
অবস্থান – ধনুর 0 ডিগ্রী হইতে ১৩ ডিগ্রী ২০ মিনিট পর্যন্ত |
অধিপতি – বৃহস্পতি |
দেবতা – নিঋতি অর্থাৎ অলক্ষী |
প্রতীক – একত্রে বাঁধা মূলগুচ্ছ |
কারকতা – মূলা অর্থে মূল বা মৌলিকতা ,গভীরতা | ঋত শব্দের অর্থ সত্য আবার নিঋতি শব্দের অর্থ অসত্য অন্য অর্থে বিপরীত | এই নক্ষত্র দুর্ভাগ্যের কারক | শনি ও কেতুর কারকতার সাথে মিল আছে | পুরাতন ভৃত্য ,মূল বা বীজ বিক্রয়কারী ,চিকিৎসক , ঔষধপত্র – সব কিছুর মূল সম্বন্ধে বিচার্য্য | মূল বেঁধে রাখে বলে ‘বন্ধকদ্রব্য ‘ বা সম্পত্তি ,দিকচক্রবাল ,রাজধানী ,শহর প্রভৃতি |