Astrology, Nakshatra

রাহুর প্রভাবে কি জাতকের অসৎসঙ্গ বৃদ্ধি পাবে?

রাহুর প্রভাবে কি জাতকের অসৎসঙ্গ বৃদ্ধি পাবে?

রাহুর প্রভাবে কি জাতকের অসৎসঙ্গ বৃদ্ধিপাবে

রাহুরাহু আমাদের dynamic  শক্তি | দম্ভ, ক্ষমতার অধিকার , ক্ষমতার অপব্যবহার এর কারকতার   মধ্যে পড়ে | Cyclone –এর পূর্বাভাস , বিরাট নিম্নচাপ | রান্নার Gas Cylinder এর মধ্যে বিরাট চাপের মধ্যে রাখা Gas  এর মতন | যেকোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে | রাহুর নির্দিষ্ট কোনও গৃহ রাশিচক্রে নেই তাই রাহু নিজে ভবঘুরের  প্রতীক  | রাহুর প্রভাবে মানুষ ঘরছাড়া ছন্নছাড়া হয়ে যায় | শুভ অবস্থায় , শুভ ভাবে থাকলে রাহু সন্ন্যাসের পথে মানুষকে নিয়ে যেতে পারে | সাধুসন্তদের কোষ্ঠীতেরবিরদ্বাদশে রাহু গ্রহটিকে প্রায়ই  দেখা যায়

Will disharmony escalate under the influence of Rahu  

রাহু আমাদের মনের চাপা অসন্তোষ , বিদ্রোহ ইত্যাদি উৎকট বাসনার পোষক | দেবী ছিন্নমস্তা রাহুর প্রতীক | তাই রাহুর প্রভাবে অসৎসঙ্গ এবং তামসিক ভাবের প্রবণতা বৃদ্ধি পাবে |

অমৃত চুরি করেছিলেন বলে রাহুর প্রভাবে মানুষ চুরি করে | ছদ্মবেশ ধারণ করেছিলেন বলে ছদ্মবেশী , বহুরূপী মুখোশের আড়ালে থাকা মানুষ যাদের সহজে চেনা যায় না

রাহুর চরিত্র ভবঘুরে বলে যেখানে যান সেখানের পরিবেশ এবং অবস্থা মানিয়ে চলার চেষ্টা করেন এবং আমাদের মধ্যে লোভ রিপুটিকে কাজে লাগিয়ে নিজের কাজ হাসিল করেন |

রাহু (Rahu) গ্রহের কারকতা

আমাদের দেহের দুইটি ভাগ :বহির্দেহনশ্বর দেহ, অন্তর্দেহ   –আত্মা |অন্তর্দেহের দুই ভাগপ্রকাশ দিক (রাহু),অপ্রকাশ দিক (কেতু) |- রাহু ইন্দ্রিয়গ্রাহ্যসুখ (শব্দ ,স্পর্শ ,রস ,রূপ ,গন্ধ ) প্রভৃতির কারক | পৃথিবীর সব সুখকে আত্মসাৎ করতে চায় , সব কিছু ভোগ করতে চায় |কিন্তু দেহ না থাকায় কখনো তৃপ্তি আসে না | রাহু সবের সঙ্গে চলে ,কিন্তু স্বার্থপরতার জন্য নিঃসঙ্গ হয় বা সবের থাকে নিঃসঙ্গ হয়ে যায় | সে  অসুর ,চণ্ডাল ,আত্মসর্বস্ব  ,শুধু ভোগের পরিবর্তন চায় ,চাওয়ার শেষ নেইঅসংযত ভোগ ,হীনতা ,স্বার্থপরতা ,পাপকার্য্য ,দুর্নীতি | রুক্ষ ,কৃষ্ণবর্ণ | সীসা , গোমেদ |   রোগ : অজীর্ণ,বায়ুরোগ ,পায়ের রোগ ,শ্বাসপ্রশ্বাসে কষ্ট ,প্লীহা বৃদ্ধি,cataract , hydrocele  | বাস্তু মতে দক্ষিণপশ্চিম কোণ |   জন্মনক্ষত্রভরনী(4) |

Author Bio

Related Posts

Start typing to see posts you are looking for.
ENQUIRY FORM