রাহু – রাহু আমাদের dynamic শক্তি | দম্ভ, ক্ষমতার অধিকার , ক্ষমতার অপব্যবহার এর কারকতার মধ্যে পড়ে | Cyclone –এর পূর্বাভাস , বিরাট নিম্নচাপ | রান্নার Gas Cylinder এর মধ্যে বিরাট চাপের মধ্যে রাখা Gas এর মতন | যেকোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে | রাহুর নির্দিষ্ট কোনও গৃহ রাশিচক্রে নেই তাই রাহু নিজে ভবঘুরের প্রতীক | রাহুর প্রভাবে মানুষ ঘরছাড়া ছন্নছাড়া হয়ে যায় | শুভ অবস্থায় , শুভ ভাবে থাকলে রাহু সন্ন্যাসের পথে মানুষকে নিয়ে যেতে পারে | সাধুসন্তদের কোষ্ঠীতে ‘রবির ‘ দ্বাদশে রাহু গ্রহটিকে প্রায়ই দেখা যায় |
রাহু আমাদের মনের চাপা অসন্তোষ , বিদ্রোহ ইত্যাদি উৎকট বাসনার পোষক | দেবী ছিন্নমস্তা রাহুর প্রতীক | তাই রাহুর প্রভাবে অসৎসঙ্গ এবং তামসিক ভাবের প্রবণতা বৃদ্ধি পাবে |
অমৃত চুরি করেছিলেন বলে রাহুর প্রভাবে মানুষ চুরি করে | ছদ্মবেশ ধারণ করেছিলেন বলে ছদ্মবেশী , বহুরূপী মুখোশের আড়ালে থাকা মানুষ যাদের সহজে চেনা যায় না |
রাহুর চরিত্র ভবঘুরে বলে যেখানে যান সেখানের পরিবেশ এবং অবস্থা মানিয়ে চলার চেষ্টা করেন এবং আমাদের মধ্যে লোভ রিপুটিকে কাজে লাগিয়ে নিজের কাজ হাসিল করেন |
রাহু (Rahu) গ্রহের কারকতা
আমাদের দেহের দুইটি ভাগ :বহির্দেহ –নশ্বর দেহ, অন্তর্দেহ –আত্মা |অন্তর্দেহের দুই ভাগ –প্রকাশ দিক (রাহু),অপ্রকাশ দিক (কেতু) |- রাহু ইন্দ্রিয়গ্রাহ্যসুখ (শব্দ ,স্পর্শ ,রস ,রূপ ,গন্ধ ) প্রভৃতির কারক | পৃথিবীর সব সুখকে আত্মসাৎ করতে চায় , সব কিছু ভোগ করতে চায় |কিন্তু দেহ না থাকায় কখনো তৃপ্তি আসে না | রাহু সবের সঙ্গে চলে ,কিন্তু স্বার্থপরতার জন্য নিঃসঙ্গ হয় বা সবের থাকে নিঃসঙ্গ হয়ে যায় | সে অসুর ,চণ্ডাল ,আত্মসর্বস্ব ,শুধু ভোগের পরিবর্তন চায় ,চাওয়ার শেষ নেই | অসংযত ভোগ ,হীনতা ,স্বার্থপরতা ,পাপকার্য্য ,দুর্নীতি | রুক্ষ ,কৃষ্ণবর্ণ | সীসা , গোমেদ | রোগ : অজীর্ণ,বায়ুরোগ ,পায়ের রোগ ,শ্বাস–প্রশ্বাসে কষ্ট ,প্লীহা বৃদ্ধি,cataract , hydrocele | বাস্তু মতে দক্ষিণ–পশ্চিম কোণ | জন্মনক্ষত্র –ভরনী(4) |