Astrology, Lagna, Nakshatra, Rashi

তৃতীয়পতির দশায় কি আপনার ভাইয়ের কারণে অশান্তি বৃদ্ধি ঘটবে?

তৃতীয়পতির দশায় কি আপনার ভাইয়ের কারণে অশান্তি বৃদ্ধি ঘটবে?

তৃতীয়পতির দশা

তৃতীয়পতির দশা তৃতীয়ভাব  

জ্যোতিষ বিষয়ে উৎসাহী মানুষদের মধ্যে বহু মানুষই আছেন যারা বিভিন্ন বই পরে জ্ঞানার্জন করে থাকেন | এতো এক মহাসমুদ্র, তাই সকল বিষয়ের ওপর অনেক বইতেই অনেক কিছু সবিস্তারে আলোচনা করা হয়ে ওঠেনা | তাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যেগুলো বিশেষভাবে প্রয়োজনীয়, সেগুলোর ওপর আমি আলোকপাত করার চেষ্টা করেছি | সেইরকমই একটা বিষয় হলো বিভিন্ন ভাবাধিপতি অনুযায়ী দশা বিচার |   আপনার জন্মকোষ্ঠী দেখুন| বর্তমানে কোন ভাবাপতির দশা চলছে দেখুন |

তৃতীয় ভাব তথা ভ্রাতৃভাবের অধিপতি তৃতীয়পতি |কিন্তু তৃতীয়পতির দশা স্বাভাবিকভাবেই অশুভ হয়ে থাকে |

তৃতীয়পতির দশা 1

 () তৃতীয়পতি যদি জন্মকুণ্ডলীতে লগ্নের ষষ্ঠে, অষ্টমে অথবা দ্বাদশে থাকে তবে এরূপ তৃতীয়পতির দশাকালে ভ্রাতৃতুল্য লোক প্রভৃতি দ্বারা জাতক জাতিকার কষ্টভোগের আশঙ্কা সূচিত হয়| ঐরূপ ভ্রাতৃতুল্য লোক শত্রুতাতেও লিপ্ত হতে পারে |

 () তৃতীয়পতি যদি জন্মকুণ্ডলীতে কোনো ত্রিকোণে (লগ্নের পঞ্চমে বা নবমে) অবস্থান করে অথবা তৃতীয়পতি যদি পঞ্চমপতি বা নবমপতির সঙ্গে কোনো সম্বন্ধে আবদ্ধ হয় তবে এরূপ তৃতীয়পতির দশায় ভ্রাতা বা ভ্রাতৃতুল্য লোকের দ্বারা জাতক জাতিকার শুভ হয়ে থাকে

 () কিন্তু জন্মকুণ্ডলীতে তৃতীয়পতি অশুভ হলে এরূপ তৃতীয়পতির দাশকালে জাতক জাতিকার পত্নী বা পতিহানি এবং পরাক্রমহানি ঘটে |

 () যদি তৃতীয়পতি শুভ গ্রহ হয় (বৃহস্পতি, শুক্র,পূর্ণচন্দ্র,পাপবিযুক্ত বুধ) এবং কেন্দ্র (||১০) বা কোণপতির (|) সঙ্গে সম্বন্ধে আবদ্ধ হয়তবে এরূপ তৃতীয়পতির দশায় শুভফল লাভ হয়ে থাকে

 () কিন্তু তৃতীয়পতি শুভগ্রহ হওয়া সত্ত্বেও যদি ষষ্ট, অষ্টম বা দ্বাদশপতির সঙ্গে সন্মন্ধে আবদ্ধ হয়   

তবে তৃতীয়পতির দশায় বিশেষ অশুভ ফল লাভ হবে |

Note: দশা বিচার করার আগে একথা সর্বদা মনে রাখা দরকার যেজন্মকুণ্ডলীতে কোনো গ্রহ শুভভাবের অধিপতি হয়ে জাতকের কর্ম ভাগ্যের উপর বিশেষ প্রভাব বিস্তার করলে, অশুভ গ্রহের অন্তর্দশার মধ্যে বা গোচরে আশর্য্যজনক বা অপ্রত্যাশিতভাবে মাঝে মাঝে শুভ ফল প্রদান করে থাকে|

Author Bio

Related Posts

Start typing to see posts you are looking for.
ENQUIRY FORM