Astrology, Lagna, Marriage, Nakshatra, Rashi

সপ্তমপতির দশায় কি দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে?

সপ্তমপতির দশায় কি দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে?

সপ্তমপতির দশায়

সপ্তমপতির দশা সপ্তমভাব 

 জ্যোতিষ বিষয়ে উৎসাহী মানুষদের মধ্যে বহু মানুষই আছেন যারা বিভিন্ন বই পরে জ্ঞানার্জন করে থাকেন | এতো এক মহাসমুদ্র, তাই সকল বিষয়ের ওপর অনেক বইতেই অনেক কিছু সবিস্তারে আলোচনা করা হয়ে ওঠেনা | তাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যেগুলো বিশেষভাবে প্রয়োজনীয়, সেগুলোর ওপর আমি আলোকপাত করার চেষ্টা করেছি | সেইরকমই একটা বিষয় হলো বিভিন্ন ভাবাধিপতি অনুযায়ী দশা বিচার |   আপনার জন্মকোষ্ঠী দেখুন| বর্তমানে কোন ভাবাপতির দশা চলছে দেখুন |

লগ্নের সপ্তমস্থান পত্নী বা পতি ভাব |অতএব সপ্তমপতি বিবাহকারক |সপ্তমপতির দশায় বিবাহাদি উৎসব, সুখ আনন্দ বৃদ্ধি হয়ে থাকে |

সপ্তমপতি বলবান হয়ে চতুর্থে, পঞ্চমে বা নবমে থাকলে এরূপ দশান্তর্দশাকালে বিবাহাদি উৎসব,দাম্পত্য সুখবৃদ্ধি প্রভৃতি পারিবারিক শুভ হয়ে থাকে |

সপ্তমপতির দশায় 1

সপ্তমপতি বিবাহকারক তথা ব্যবসাবাণিজ্যেও কারক, অতএব বুধ নিজে সপ্তমপতি হয়ে শুভ হলে অথবা সপ্তমপতি বুধ জন্মকুণ্ডলীতে শুভ হলে জাতক এরূপ সপ্তমপতির দশান্তর্দশায় ব্যবসা বাণিজ্যে উন্নতিলাভ করে থাকে |

মনে রাখা দরকারসপ্তমপতি গ্রহসকল জাতক জাতিকার পক্ষে পাপ বা মারক হয়ে থাকে |ভগবান পরাশর বিষয়ে সুস্পষ্ট অভিমত ব্যক্ত করেছেন |

অতএব জন্মকুণ্ডলীতে সপ্তমপতি দুর্বল হলে বা দু:স্থানগত হলে (||১২) অথবা তৃতীয়ায় থাকলে অথবা ষষ্টপতি বা অষ্টমপতির সঙ্গে সমন্ধে আবদ্ধ হলে এরূপ সপ্তমপতির দশান্তর্দশা অত্যন্ত অশুভপ্রদ হয়ে থাকে|

জন্মকুণ্ডলীতে যদি লক্ষিত হয় যে, সপ্তমপতি দ্বিতীয়পতির সঙ্গে সন্মন্ধে আবদ্ধ হয়েছে তবে ঐরূপ সপ্তমপতি সচরাচর প্রবল মারক হয়ে থাকে | দুর্বল অশুভ সপ্তমপতি স্বীয় দশাকালে মামলামোকদ্দমা, রোগ শোকতাপের কারক হয়ে থাকে | লগ্নের সপ্তমস্থ পাপগ্রহের দশায় সচরাচর পত্নীহানি বা পতিহানি ঘটতে পারে

Note:  সপ্তমপতি শুভ হোক বা অশুভ হোক, দশমপতি, নবমপতি এবং লগ্নপতি জন্মকুণ্ডলীতে বলবান না হলে সপ্তমপতির দশা অশুভপ্রদ হবে | দশা বিচার করার আগে একথা সর্বদা মনে রাখা দরকার যেজন্মকুণ্ডলীতে কোনো গ্রহ শুভভাবের অধিপতি হয়ে জাতকের কর্ম ভাগ্যের উপর বিশেষ প্রভাব বিস্তার করলে, অশুভ গ্রহের অন্তর্দশার মধ্যে বা গোচরে আশর্য্যজনক বা অপ্রত্যাশিতভাবে মাঝে মাঝে শুভ ফল প্রদান করে থাকে |

Author Bio

Related Posts

Start typing to see posts you are looking for.
ENQUIRY FORM