সন্ধিপুজো দর্শনে কি সত্যি সৌভাগ্য লাভ ঘটে ?
![সন্ধিপুজো](https://mltvyx0gcp10.i.optimole.com/cb:sG6U.1618d/w:1920/h:1080/q:mauto/ig:avif/https://soahamparivar.com/wp-content/themes/woodmart/images/lazy.png)
আমাদের শ্রেষ্ঠ উৎসব দূর্গা পুজো | এই পুজোতে প্রচুর নিয়ম আর নিষ্ঠা সহকারে আমরা করে থাকি | চারদিনের এই পুজোতে আপনি যদি শুধু দর্শন করেন তাহলেও সুফল মিলবে | অনেক জায়গায় আবার কুমারী পুজো হয়ে থাকে | এই কুমারী পুজো দর্শন করলেও শুভ ফল লাভ হয় |অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণে সন্ধিপুজো করা হয় | আর এই সন্ধিপুজোর সময় মা দুর্গাকে চামুন্ডা রূপে পুজো করা হয়ে থাকে |
মা দুর্গার নামের ও অনেক মাহাত্ম আছে | দূর্গা নামের অনেক অর্থ আছে | মায়ের এই নামের অর্থ হলো মা দূর্গা দৈতনাশিনী ,সর্ববিঘ্ননাশিনী ,সর্বরোগবিনাশিনী ,সর্বপাপনাশিনী ও শত্রুবিনাশিনী |
আমাদের এই বাংলায় চারদিন ধরে দুর্গাপুজো হয় | সপ্তমী ,অষ্টমী ,নবমী ও দশমী | মহাঅষ্টমীর পুজোর অর্থ হলো –এই মহাষ্টমীতে পুজো দিলে মা দূর্গা সব বিপদ থেকে ভক্ত কে রক্ষা করেন | আর মহা নবমীর দিন পুজো দিলে মা দূর্গা মহাসম্পদ দেন ভক্তকে |
মহা অষ্টমী আর মহানবমী ছাড়াও দূর্গা পুজোর একটি বিশেষ গুরুত্বপূর্ণ হলো সন্ধিপুজো | এই সন্ধিপুজো যদি দিনেরবেলায় না হয়ে যদি রাতেরবেলায় হয় তাহলে বেশি ভালো হয় | সন্ধ্যেবেলায় থেকে রাতেরবেলা সন্ধিপুজো হলে সেটা আরো বেশি ভালো হয় |
এই সন্ধিপুজোর সময় দেবী দূর্গা চামুন্ডা রূপে পূজিত হন |