২০২৫ সাল স্বাগত | আমাদের প্রত্যেকেরই আগ্রহ থাকে নতুন বছর কেমন যাবে ? কি লেখা আছে কপালে ? আমরা সকলেই চাই উন্নতি , সাফল্য , সুস্বাস্থ্য , শান্তি | শুধু একা নয় , আগ্রহ থাকে পরিবারের অন্যান্য সদস্যদের জন্য | রাশিফল অনুযায়ী কি আছে আপনার ভাগ্যে ?
ইংরেজী নতুন বছরের ভাগ্যফলটা একবার দেখে নেওয়া যাক | বছরটিতে শুভ ভাব যথেষ্ট বেশী | অশুভ ভাব অনেকটা কম | বর্ষারম্ভের প্রথম দিকে দেবগুরু বৃহস্পতি বৃষে , মঙ্গল কর্কটে , কেতু কন্যাতে , বুধ বৃশ্চিকে , রবি এবং চন্দ্র ধনুতে , শুক্র এবং শনি কুম্ভে ও মীনে রাহু | দুই মহাগ্রহ শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি এবং পাপগ্রহ রাহু কেতু এবছর স্থান পরিবর্তন করবে | তাই বৃষ রাশি সহ বারোটি রাশির নতুন বছরের সার্বিক ভাগ্য কেমন যেতে পারে , সে বিষয়ে আলোকপাত করছি |
বৃষ রাশির মানুষদের ২০২৫ সাল কেমন যাবে ?
বর্ষলগ্নে আপনার মন্থরস্থান ৪ ঘরে অবস্থিত | এই সময়টি আপনার পক্ষে অশুভ | বছরের প্রথম চারটি মাস স্বাস্থ্যের পক্ষে খুবই অশুভ এবং এই সময় খাদ্যে বিষক্রিয়াও ঘটতে পারে | অভিভাবকদের পক্ষেও সময়টি শুভ নয় | বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সাথে যথেষ্ট ভুলবোঝাবুঝি হবে | মানসিকভাবে অসুখী ও অশান্তিতে থাকবেন |
জানুয়ারী
এই সময় খুব কঠিন পরিশ্রম করতে হতে পারে , কিন্তু তা করতে আপনি ব্যর্থ হতে পারেন | ক্রমাগত কঠোর পরিশ্রম আপনাকে পরিশ্রান্ত করে তুলবে ,এবং কর্মক্ষমতাকেও সহজে চেপে দেবে | বদ কর্ম করার প্রবণতা থাকবে | অসৎ কাজকর্মে লিপ্ত হতে পারেন | পিতামাতার খারাপ স্বাস্থ্য আপনার চিন্তার কারণ হবে | গাড়ি চালানোর সময় বেপরোয়া হবেন না |
ফেব্রুয়ারী
এই সময় মিশ্র ফল পাবেন | প্রচুর সুযোগ সুবিধা আসবে কিন্তু আপনি সেগুলি সদ্ব্যবহার নাও করতে পারেন | বন্ধু বান্ধব , আত্মীয় ও সঙ্গীদের থেকে সাবধান | ভ্রমণ সফল নাও হতে পারে , তাই তা থেকে বিরত থাকুন | পিতা বা মাতার খারাপ স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে |
মার্চ
এটি মোটেই ভালো সময় নয় | আর্থিক ক্ষতির ব্যাপারে সাবধান থাকুন | ধারণার বশবর্তী হয়ে কোন কাজ করবেন না বা ঝুঁকি নেবেন না | স্বাস্থ্য আপনাকে সমস্যা দেবে | পরিবারের সদস্যের সঙ্গে ছন্দময় সম্পর্ক রাখতে নাও পারতে পারেন | চেনা জানা কারোর মৃত্যু সংবাদ পেতে পারেন |
এপ্রিল
বিচার বিবেচনার শক্তিহানি হবে | আপনার চারিদিকে একটি কাল্পনিক জগৎ গড়ে তুলতে চাইবেন | মিথ্যা আশার আসল উদ্দেশ্যকে ধূলিসাৎ করবে | ধারণার বশবর্তী হয়ে কোন কিছু করার প্রবণতাকে দমন করুন | পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগ থাকবে | বন্ধুদের সাথে সম্পর্ক আন্তরিক নাও হতে পারে | নিজেকে কোন মামলায় জড়াবেন না | কারুর হয়ে জামিন দেবেন না | স্বাস্থ্যের যত্ন করুন এবং খাদ্যে বিষক্রিয়া আপনার পেটের অসুখের কারণ হতে পারে |
মে
এই সময় যৌথ সুখ ভোগ হবে | ব্যবসা বা কর্ম সংস্থানের সম্ভবনা প্রবল | একটি কাঙ্খিত ভ্রমণ হবে | পারিবারিক আবহাওয়া স্বচ্ছন্দ থাকবে | আপনার আশা আকাঙ্খা বাস্তবায়িত হবে | আপনার চিত্ত ভয়শূন্য থাকবে এবং শত্রুরা আপনার মুখোমুখি হবে না | শিক্ষিত ব্যক্তিদের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে | আপনি উচ্চ সম্মানিত এবং বিখ্যাত হবেন |
জুন
আপনার বিরুদ্ধে বাজে সাক্ষ্য হবে , যেখানে আপনার ভালো কাজও গ্রাহ্য হবে না | সাংসারিক খুশিও থাকবে না | অসামর্থ পদক্ষেপ আপনাকে বিষন্ন করবে | শারীরিক দিকে যত্ন নেবেন | আপনি যদি পুরানো দোষে কষ্ট পান তবে তা প্রতিরোধ করার চেষ্টা করবেন | আপনার বিরোধীরা আপনার ভাবমূর্তি নাশ করার চেষ্টা করবে | বাদানুবাদ পরিস্থিতি থেকে নিজেকে নিবৃত্ত করবেন | এই সময়টা আপনার পক্ষে ভালো নয় | সাংসারিক স্বাচ্ছন্দ সম্পন্ন হবে যদি আপনি ধার্মিক বা আধ্যাত্মিক কাজে নিজেকে কিছুটা জড়িয়ে ফেলেন |
জুলাই
এই সময় আপনি বাণিজ্যিক কাজ ভালোভাবে বৃদ্ধি করতে পারবেন | আপনি জটিলতা ও প্রভেদের ব্যাপারে নৈপুণ্য প্রদর্শন করবেন | পদ্ধতি অনুযায়ী কাজ করাই আপনার পছন্দ | আপনি আরামে এবং সুখে থাকবেন | দৃঢ়ভাবে কাজ করার প্রবণতা বাড়বে | পিতামাতার সঙ্গে সুন্দর সম্পর্ক আপনি উপভোগ করবেন | বিলাসিতা করতে আপনি পছন্দ করেন | সংযোগ বজায় থাকলে ভালো সংবাদ আসবে | শুভ অনুষ্ঠান সমারোহ সহকারে সম্পাদন করবেন |
অগাস্ট
হঠাৎ করে পরিস্থিতি আপনার দিকে মোড় নেবে | কিছু ব্যবসায়িক চুক্তি আপনাকে লাভ দেবে | বন্ধু এবং হিতাকাঙ্খীদের কাছ থেকে আপনি সহায়তা পাবেন | উচ্চমার্গের ইন্দ্রিয়সুখ আপনার জন্য অপেক্ষা করে রয়েছে | যদি আপনি কাজে নিযুক্ত হন , উন্নতি আপনা আপনি হবে | এই সময়ে দূরবর্তী ভ্রমণ হতে পারে | সাংসারিক জীবন কিছুটা সন্তোষজনক | আপনার সামাজিক আবর্তে আপনি সন্মান ও মর্যাদা আদায় করবেন |
সেপ্টেম্বর
এই সময় আপনি বিপরীত লিঙ্গের সাথে যুক্ত ও তাদের দ্বারা মোহিত হবেন | অযাচিত ভালো ঘটনা এই সময় আপনার জীবনে ঘটবে | এছাড়াও সামাজিক মর্যাদা এবং যশবৃদ্ধি ভোগ করবেন | পারিবারিক জীবন খুবই সুখের হবে | দীর্ঘদিন ধরে পুষে রাখা আশাআকাঙ্খা বাস্তবায়িত হবে | যদি পদ্য, সাহিত্য ও সংগীতে নিয়োজিত থাকেন তবে তাতে উদ্ভাবনী কিছু করে দেখাবেন | দারুন সময় এটি আপনার জীবনে | পরিধি বৃদ্ধি পাবে এবং পুরানো বন্ধু বান্ধবদের সাথে মিলও হতে পারে | যোগাযোগের মাধ্যমে সুখবর প্রাপ্তি হতে পারে | আর্থিক ব্যয় হবে | আপনি সর্বজন প্রিয় হবেন | পরিবারের সংখ্যা বৃদ্ধি হতে পারে | শত্রুদের পরাভূত করবেন | উপহার বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি যোগ হবে | আপনার শিল্পকলা , পদ্য ও সাহিত্যের প্রতি অনুরাগ গাঢ় হবে | আপনার নিজের কর্ম ভালো ভাবে করবেন | সামগ্রিক ভাবে সুখ থাকবে |
অক্টোবর
আশা আকাঙ্খা পূর্ণ হবে | কাজ করার উদ্যোগ তৈরি হবে | বন্ধু ও হিতাকাঙ্খীদের থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন | এই সময়টি আপনাকে ব্যবসা বাণিজ্যে প্রভূত লাভ দেবে | নিকট আত্মীয়দের ব্যাপারে সুসংবাদ পেতে পারেন | দূরবর্তী স্থানে মানুষদের সাথে যোগাযোগ হবে | ভ্রমণ খুবই ফলপ্রসূ হবে | প্রেমের ব্যাপারে এই সময়টি খুবই ভালো | পরিবারের সদস্যদের ব্যবহার খুবই সুন্দর হবে |
নভেম্বর
প্রাঞ্জল বক্তব্য প্রকাশের জন্য আপনি সবাইকে যুক্তি সহকারে বোঝাতে পারবেন | বিখ্যাত লোকেদের সংস্পর্শে আসবেন | আপনার শ্রদ্ধা ও খ্যাতি বৃদ্ধি পাবে | বুদ্ধিমত্তার দ্বারা বিরাট লাভ করবেন | কর্মক্ষেত্রে ভালো ফল করবেন | পারিবারিক বাতাবরণ উৎসাহ ব্যঞ্জক | ভ্রমণ যোগে নিশ্চিতভাবে সৌভাগ্য আসবে |
ডিসেম্বর
আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুবই ভালো করবেন | যদি চাকরি করেন তাহলে চাকরির পরিস্থিতি উন্নত হবে | ব্যবসায়ে বৃদ্ধি ঘটবে | আপনার সন্মান অবশ্যই বৃদ্ধি পাবে | এই সময় আপনি সব দিক থেকে সন্মান পাবেন | পরিবারের ব্যক্তিদের কাছ থেকে আন্তরিকতা পাবেন | আপনার বিরোধীদের আপনার সম্মুখীন হওয়ার সাহস থাকবে না | অযাচিত ভ্রমণ ভালো ফল দেবে | আপনার শরীর ভালো যাবে | এই সময়টা আপনার খুবই ভালো সময় | যে কোন পদক্ষেপে আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে |