মানুষ মাত্রই কি Cat’s Eye (বৈদুর্য্যমনি) ধারণ করতে পারে ?
কেতু গ্রহের তিনটি নক্ষত্র | অশ্বিনী, মঘা, মূলা | কেতুর রত্ন ক্যাট‘স আই | এই রত্ন ধারণে তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই সুফল পাওয়া যায় |
অশ্বিনী – অশ্বিনী নক্ষত্রের ব্যক্তিরা ক্যাট‘স আই ধারণে বিভিন্ন রকম রোগের হাত থেকে রেহাই পান | ব্যক্তিকে স্বাস্থ্যবান ও সম্পদশালী করে তোলে | বিভিন্ন মানুষের দ্বারা তিনি আকর্ষিত হন |
অশ্বিনী নক্ষত্রে জাত ব্যক্তিদের ক্যাট‘স আই ধারণ করা সমীচীন | রাশি অনুযায়ী লাল প্রবাল ধারণ করা উচিত | কিন্তু সংখ্যাতত্ত্বের বিচার অনুযায়ী অশ্বিনী নক্ষত্রের জাতক যাদের জন্ম তারিখ ১, ৩, ৯ তাদেরকে লাল প্রবাল ধারণ করতে হবে | আবার অশ্বিনী নক্ষত্রের জাতক যাদের জন্ম তারিখ ২, ৫, ৬, ৭, ৮ তাদেরকে সর্বোচ্চ সুবিধা পাওয়ার জন্য ক্যাট‘স আই ধারণ করতে হবে | কিন্তু ৪ তারিখে জন্মগ্রহণ করে থাকলে ক্যাট‘স আই বা লাল প্রবাল কোনোটাই ধারণ করা চলবে না | তাদেরকে ধারণ করতে হবে গোমেদ |
মঘা – মঘা নক্ষত্রে জন্মানো ব্যক্তি জীবনে সাফল্য লাভের জন্য ক্যাট‘স আই রত্নটিকে অবশ্যই ধারণ করা উচিত | এই রত্ন ধারণে নাম, যশ, জনপ্রিয়তা বৃদ্ধি পায় | এই রত্ন ধারণে তারা আধ্যাত্মিক মানসিকতা সম্পন্ন হয়ে থাকে | তারা শান্ত প্রকৃতির হন এবং ভগবানে ভয় পান |
মঘা নক্ষত্র অনুযায়ী উপযুক্ত রত্ন হল ক্যাট‘স আই | কিন্তু রাশি অনুযায়ী তা হল চুনি | মঘা নক্ষত্রে জন্মগ্রহণ করা ব্যক্তির জন্মতারিখ যদি ১, ৩, ৪, ৯ হয় তবে তাদের ভাগ্যশালী রত্ন চুনি ধারণ করতেই হবে | ২, ৫, ৬, ৭, ৮ তারিখে যাদের জন্ম তারা অবশ্যই ক্যাট‘স আই ধারণ করবে নিজেদের উপকারিতা পাওয়ার জন্য |
মূলা – মূলা নক্ষত্রে জাত ব্যক্তি ক্যাট‘স আই ধারণে শান্ত প্রকৃতির হয়ে থাকেন এবং মনের শান্তি ফিরে আসে | বন্ধু এবং আত্মীয়বর্গের থেকে সাহায্য পাবেন এবং শত্রুজয় করতে পারবেন |
মূলা নক্ষত্রে জাত ব্যক্তি অবশ্যই ক্যাট‘স আই ধারণ করবে | কিন্তু রাশি অনুযায়ী পোখরাজ ধারণ করতে হবে | যে সমস্ত ব্যক্তি ১, ৩, ৯ তারিখে জন্মগ্রহণ করবে তারা পোখরাজ ধারণ করলে উপকৃত হবে| ২, ৫, ৬, ৭, ৮ তারিখে জন্মানো ব্যক্তির সুস্বাস্থ্য, সম্পদ ও উন্নতির জন্য ক্যাট‘স আই ধারণ করা উচিত | ৪ তারিখে জন্মানো ব্যক্তির উপরিউক্ত দুটি রত্ন পরিত্যাগ করে গোমেদ ধারণ করা সমীচীন |