
জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে বড় গ্রহ দেবগুরু বৃহস্পতিকে মনে করা হয় |
দেবগুরুর গতিবিধির পরিবর্তন মানুষের জীবনকে অবশ্যই প্রভাবিত করে |
সমস্ত গ্রহের মধ্যে দেবগুরু বৃহস্পতি শক্তিশালী একটি গ্রহ | বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে মানুষকে শুভ বা অশুভ ফল ভোগ করতেই হয় |
বৃহস্পতি ১৩ মাস পর পর তার রাশিচক্র পরিবর্তন করে | বর্তমানে দেবগুরু বৃহস্পতি বৃষরাশিতে আছে |
২০২৫ সালে বৃহস্পতি মে মাসে রাশিচক্র পরিবর্তন করবে, বৃহস্পতি ১৪ মে, ২০২৫ তারিখে রাত ১১:২০ মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং তারপর ১৮ অক্টোবর, ২০২৫ তারিখে রাত ৯:৩৯ মিনিটে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং ৫ ডিসেম্বর, ২০২৫ তারিখে বিকেল ৩:৩৮ মিনিটে মিথুন রাশিতে ফিরে আসবে।
এ গোচর তিনটি রাশির উপর বিশেষ প্রভাব ফেলবে |
চাকরিতে পদোন্নতি এবং ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে |
যে যে রাশিগুলি দেবগুরু বৃহস্পতির এই গোচরের ফলে উপকৃত হবে তার মধ্যে প্রথম রাশি হল:
মিথুন রাশি – এই রাশির জাতক ও জাতিকাদের মধ্যে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে | যদি চাকরি নাও পায় বিকল্প ভাবে আয়ের একটি পথ তৈরি হবে | দাম্পত্য জীবনে আগের থেকে অনেকটা ভালো হবে | আপনি আপনার স্ত্রীর পূর্ণ সমর্থন পাবেন | ব্যবসায়ে বড় কিছু পেতে পারেন | আপনার আটকে থাকা প্রকল্পগুলির কাজ শুরু করতে সক্ষম হবেন | সমাজে আপনার সন্মান বৃদ্ধি পাবে |
সিংহরাশি – দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে সিংহরাশির জাতক জাতিকাদের প্রায় সকল ক্ষেত্রে সাফল্য এনে দেবে | ব্যক্তির আয়ের অপ্রত্যাশিত ভাবে বৃদ্ধি লক্ষ্য করা যাবে | এর পাশাপাশি ভালো এবং নতুন উৎস থেকে অর্থ উপার্জনের সুযোগ আসবে | কর্মজীবন এবং ব্যবসায়ে সাফল্যের কারণে আত্মবিশ্বাস বাড়বে | চাকরিজীবীদের জন্য নতুন সুযোগ আসতে পারে | অর্থনৈতিক অবস্থা আগের থেকে আরও উন্নত হবে | বিনিয়োগের সুযোগ খুলে যাবে | পরিবারের লোকেদের কাছে আপনার সন্মান বাড়বে | ধর্মীয় কাজের প্রতি ঝোঁক বাড়বে |
মকররাশি – দেবগুরু বৃহস্পতির এই গোচর এই রাশির ব্যক্তিদের ক্ষেত্রে অত্যন্ত শুভ | এই সময় ব্যক্তির জীবনে ইতিবাচকতা লক্ষ্য করা যাবে | পেশা এবং ব্যবসায়ে ব্যক্তি অপ্রত্যাশিত সুবিধা পাবে | বৃহস্পতির শুভ অবস্থানের কারণে আর্থিক লাভের সুযোগ রয়েছে | কর্মকর্তার নতুন কাজের জন্য আরও ভালো বিকল্প পথ বের করতে পারবেন | সরকারি চাকরি পাবার সম্ভাবনা ক্ষীণ হলেও থাকছে | জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে |
এছাড়াও অন্যান্য রাশিগুলির কেমন যাবে তা নিম্নে আলোচনা করা হলো
মেষ – এই সময় আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে | আপনি ভয়হীন এবং সংগ্রামপ্রিয় হবেন | কঠিন পরিশ্রমের দ্বারা ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে | গুরুজন বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক আন্তরিক থাকবে এবং একই সাথে ব্যবসার পরিধিও বৃদ্ধি পাবে | হঠাৎ ভ্রমণ অসীম ফলপ্রসূ হবে এবং পারিবারিক জীবন খুবই সুখের হবে | উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে | প্রতিযোগিতায় টিকে থাকবেন এবং বিরোধিতায় টেক্কা দেবেন | শারীরিক অবস্থা খুব ভালো যাবে |
বৃষ – সামান্য লাভের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে | চাকরির অবস্থার অবনতি হবে | শারীরিক সমস্যায় বিব্রত হবেন | আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না | কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না নচেৎ বিপদে পড়বেন | শত্রুরা আপনাকে টেক্কা দেবে | ফলহীন ভ্রমণ এড়িয়ে চলবেন | যদিও এই সময় কোর্ট কাছারী সংক্রান্ত ব্যাপারে সুসময় | শারীরিক শক্তিতে ঘাটতি দেখা দেবে | ঝগড়া বিবাদ থেকে নিজেকে বিরত রাখুন |
কর্কট – এই সময় আপনার সঙ্গী বা সাথীরা আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে | আপনি অন্যান্যদের অবহেলা অথবা নিবৃত্তিতে বিমর্ষ থাকবেন | দৈনন্দিন কাজে কিছু অসুবিধার সম্মুখীন হবেন | ভিত্তিহীন অভিযোগ আপনার বিরুদ্ধে তৈরি করা হবে | ছোটখাট তর্ক বা ঝামেলায় নিজেকে জড়াবেন না | বিপরীত লিঙ্গের প্রতি আপনার সম্পর্ক আন্তরিকতাহীন | যতদূর সম্ভব অবাঞ্ছিত ভ্রমণ বাদ দিন |
কন্যা – আপনার আয়ত্তের বাইরে আপনার খরচ বৃদ্ধি পাবে | শারীরিক সমস্যা দেখা দিতে পারে | বিরোধীরা আপনার সন্মান ক্ষুন্ন করার চেষ্টা করবে | আপনার চাকরি হবে সন্তোষজনক কিন্তু তাতে কাজের চাপ থাকবে | এর পাশাপাশি আপনি ধন্যবাদহীন কাজে জড়িয়ে পড়বেন | রূঢ় কথাবার্তা বলবেন না এবং অন্যের সমালোচনা করা দমন করুন | পারিবারিক জীবন আপনাকে চিন্তান্বিত করবে | যতদূর পারবেন ভ্রমণ এড়িয়ে চলুন |
তুলা – এই সময় পরিষ্কার চিন্তাধারা আপনার লোপ পাবে | একটা সময় আপনি যা করছেন তা সম্পর্কে পুরোপুরি ভাবে বিহ্বল হয়ে যাবেন | সাধারণ সুখ আপনার থাকবে না | সাংসারিক পরিবেশে কিছু বিভ্রান্তি থাকবে | ছোটখাট সমস্যা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে | এই সময় আপনার ব্যবসা বাণিজ্য একটু হেলে পড়তে পারে | চাকরি, কর্মক্ষেত্রের পরিস্থিতি সন্তোষজনক নয় | এই সময় আপনি একটা অসুখে পতিত হবেন | পরিবারের ব্যক্তিদের অসুস্থতা আপনাকে উদ্বিগ্ন করবে | যদিও ধর্মীয় কাজে আপনার মন প্রবৃত্ত হবে এবং ধর্মীয় স্থানে আপনি ভ্রমণ করতে পারবেন |
বৃশ্চিক – ইন্দ্রিয়ভোগী চিন্তাগুলি আপনাকে শুধু মন মরাই করবে না, তা আপনাকে বিব্রতও করতে পারে | শারীরিক সমস্যা আপনাকে সাধারণ কাজকর্ম করতে দেবে না | চাকরির অবস্থা খুব ভালো থাকবে , যদিও পরিশ্রমের ফলে কাহিল হয়ে পড়বেন | বিপরীত লিঙ্গের সঙ্গে ছন্দ বজায় নাও থাকতে পারে | বিরোধীরা আপনার উপর টেক্কা দেবে | বিরুদ্ধ পরিস্থিতির মোকাবেলা করার চেষ্টা করুন | বিশাল খরচা হতে পারে |
ধনু – এই সময় আপনি জীবনের প্রতি যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা দেখাবেন | একই সময় আপনি দৃঢ় ও সাহসী কিন্তু রগচটা হবেন | এই সময়টি প্রেম ও প্রণয়ের ক্ষেত্রে উপযোগী নয় | কোন বিষয়ে বিশেষ করে মনোনিবেশ করাতে ক্ষতি হতে পারে এবং তা এড়িয়ে চলাই বাঞ্ছনীয় | শিশুরা শারীরিক অসুস্থতায় ভুগবে , হঠাৎ করে ভ্রমণ যোগ দেখা দিতে পারে |
কুম্ভ – এই সময় মিশ্র ফল পাবেন | প্রচুর সুযোগ সুবিধা আসবে কিন্তু আপনি সেগুলির সদ্ব্যবহার নাও করতে পারেন | বন্ধু বান্ধব, আত্মীয় ও সঙ্গীদের থেকে সাবধান | ভ্রমণ সফল নাও হতে পারে তাই তা থেকে বিরত থাকুন | পিতা বা মাতার খারাপ স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে |
মীন – এই সময় মিশ্র ফল লাভ করবেন | ফলের ব্যাপারে অতিউৎসাহ হবার প্রবণতা পরিত্যাগ করুন | কারণ আপনার ইচ্ছানুযায়ী কাজ নাও হতে পারে | ধারণার থেকে কোনও সিদ্ধান্ত নেবার সমস্যা বা ঝুঁকি নেবার সময় এটা নয় | পারিবারিক সমস্যাও আপনার মানসিক শান্তি বিঘ্নিত করবে |