জন্মমাস অনুযায়ী Good Luck Gemstone কি ?
সুখ ও দুঃখ মানুষের জীবনে চক্রাকারে আবর্তিত হয় |
সুখের দিনগুলি সকলের ভালোই কাটে কিন্তু দুঃখের দিনগুলি অতিক্রম করতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে |
ইংরাজী জন্মমাস অনুযায়ী নির্দিষ্ট রত্ন ধারণ করে থাকলে অতি সহজেই কঠিন অবস্থা থেকে মুক্তি পাওয়া যায় |
১) যে সমস্ত ব্যক্তিরা ১৫ জানুয়ারী থেকে ১৫ ফেব্রুয়ারীর মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা শনি গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত |
সেই কারণে সুখী, সৌভাগ্যশালী ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য তাদেরকে অবশ্যই নীলা বা পান্না ধারণ করতে হবে | রত্ন ধারণে গাঁটে ব্যাথা, পিত্ত সংক্রান্ত সমস্যা , স্নায়ুবিক দুর্বলতা প্রভৃতি রোগ থেকে মুক্তি ঘটবে |
২) যে সমস্ত ব্যক্তিরা ১৫ ফেব্রুয়ারী থেকে ১৫ মার্চ এর মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা শনি গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত |
সেই কারণে তারা অবশ্যই সন্মান, প্রতিপত্তি ও ধনী হওয়ার জন্য নীলা , আমেথিস্ট, লাপিস লাজুলি ধারণ করবে | এই রত্নগুলি তাদেরকে সমস্ত রকম কিডনির সমস্যা থেকে রক্ষা করবে |
৩) যে সমস্ত ব্যক্তিরা ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল এর মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত |
সেই কারণে তাদেরকে পোখরাজ, আমেথিস্ট, গোল্ডেন টোপাজ অথবা হলুদ টোপাজ ধারণ করতেই হবে | এই রত্নগুলি ধারণে তারা সাহসী হয়ে উঠবে, জীবনে সাফল্য আসবে , উদারতা বৃদ্ধি পাবে , মনের চঞ্চলতা হ্রাস পাবে | অনিদ্রা দূরীকরণেও এই রত্নগুলি খুবই কার্যকরী |
৪) যে সমস্ত ব্যক্তিরা ১৫ এপ্রিল ও ১৫ মে এর মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা মঙ্গল গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত |
সেজন্য লাল প্রবাল / গার্নেট / লাল জ্যাসপার / ব্লাড স্টোন / রেড টুরমালিন ধারণ বাধ্যতামূলক | এই রত্ন তাদের আধিপত্য বিস্তার করার ক্ষমতা দেবে, শক্তি প্রদান করবে এবং জীবনে সৌভাগ্য বয়ে আনবে | চোখ, কান , দাঁত এবং প্রদাহ জনিত সমস্যা থেকে অনেকাংশে মুক্তি দেবে |
৫) যে সমস্ত ব্যক্তিরা ১৫ মে থেকে ১৫ জুন এর মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা শুক্র গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত |
সেই কারণে হীরে / তুরকুইস / সাদা জিরকন অথবা স্ফটিক রত্ন ধারণ তাদের অবশ্য কর্তব্য | এই রত্নসমূহ তাদের সমস্ত রকম বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্থ করে তোলে | উদারতা, উন্নতি ও সহনশীলতা বৃদ্ধি পায় | এই সকল রত্ন ধারণে ফুসফুসজনিত সকল সমস্যা দূরীভূত হয় |
৬) যে সমস্ত ব্যক্তিরা ১৫ জুন থেকে ১৫ জুলাই এর মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা বুধ গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত |
সেই কারণে তাদের পান্না, একোয়ামেরিন, সবুজ টুরমালাইন , অনিক্স অথবা ম্যালাকাইট ধারণ করা উচিত | এই রত্নসমূহ তাদের প্রতিভা বিকাশের সহায়ক হয় , ব্যবসায়ে লাভ বৃদ্ধি পায় এবং সৌভাগ্য বয়ে আনে | মানসিক সমস্যা কমানোর জন্য রত্নগুলি গুরুত্বপূর্ণ |
৭) যে সমস্ত ব্যক্তিরা ১৫ জুলাই থেকে ১৫ অগাস্ট এর মধ্যে জন্মগ্রহণ করেছেন তাদের নিয়ন্ত্রক গ্রহ হল চন্দ্র |
সেই জন্য তাদের উচিত মুক্তা, মুন স্টোন অথবা জেড রত্নসকল ধারণ করা | এই রত্নগুলি ধারণে শিল্পজগতে এগিয়ে থাকতে সক্ষম হয় | কলা বিভাগে সাফল্য এনে দেয় | জল্পনা কল্পনাতে পারদর্শিতার প্রমান পাওয়া যায় | পেশাদারি ক্ষেত্রে সাফল্য আসে | গ্যাস্ট্রিক থেকে মুক্তি পেতে রত্নগুলি ধারণ খুবই প্রয়োজন |
৮) যে সমস্ত ব্যক্তিরা ১৫ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর এর মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা রবি গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত |
তারা রুবি / গোল্ডেন টোপাজ / অম্বর রত্নসমূহ ধারণ করলে ভালো ফল পাবেন | এই রত্ন গুলি তাদেরকে আত্মমর্যাদাসম্পন্ন ব্যক্তিতে পরিণত করবে | ব্যক্তি প্রতিভা বিকাশের সহায়ক হবে, সরকারি আনুকূল্য লাভ করবে ও তার অর্থনৈতিক উন্নতি প্রবল হবে | শরীর ও মনের ক্লান্তি অনেক কমবে |
৯) যে সমস্ত ব্যক্তিরা ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর এর মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা বুধ গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত |
তারা পান্না, সবুজ টুরমালাইন অথবা একোয়ামারিনে ধারণ করলে ভালো ফল পাবেন | এই সকল রত্ন গুছিয়ে কথা বলার দক্ষতা বৃদ্ধি করে, লাভ বৃদ্ধিতে সহায়ক, নিয়মিত উন্নতি তরান্বিত করে | এই রত্নসমূহ ধারণে স্নায়বিক দুর্বলতা অনেকাংশে কম হয় |
১০) যে সমস্ত ব্যক্তিরা ১৫ অক্টোবর ও ১৫ নভেম্বর এর মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা শুক্র গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত |
তারা হীরে, তুরকুয়াইসে অথবা স্ফটিক ধারণের উপযোগী | এই রত্নসকল তাদের জীবনে মুগ্ধতা নিয়ে আসবে , শারীরিক ও মানসিক শক্তি প্রদান করবে , উদ্যোগী করে তুলবে ও বিলাসবহুল জীবন উপহার দেবে | রত্নগুলি ধারণে চামড়া ও রক্তের সকল অশুদ্ধি ধীরে ধীরে হ্রাস পাবে |
১১) যে সমস্ত ব্যক্তিরা ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর এর মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা মঙ্গল গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত |
সেই কারণে তারা লাল প্রবাল, লাল জেসপার অথবা করনিলিওন ধারণ করলে সুফল পাবে | এই রত্নগুলি ব্যক্তিকে সাহসী করে তুলবে, শক্তি প্রদান করবে | সম্পত্তি বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে সৌভাগ্য বয়ে আনবে | গলা সংক্রান্ত সমস্যা অনেক কমে যাবে |
১২) যে সমস্ত ব্যক্তিরা ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারীর মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত |
সেই জন্য তাদের পোখরাজ / হলুদ জ্যাসপার অথবা হলুদ টুরমালাইন ব্যবহার করা উচিত | এই রত্নগুলি অর্থনৈতিক মর্যাদা বৃদ্ধিতে, স্বাস্থ্যের উন্নতিতে , আধ্যাত্মিকতার বিকাশে কার্যকর ভূমিকা গ্রহণ করবে | রত্নসকল ধারণে অস্থিসন্ধিতে ব্যথা অনেকাংশে হ্রাস পাবে |
For any astro-related consultation, contact the best astrologer in Kolkata, Astrologer Jay Da.