কোন কোন গ্রহের গোচরে বিবাহ যোগ প্রবল হয় ?

অনেক ব্যক্তির বা পরিবারের ক্ষেত্রে  বিলম্বিত বিবাহ এক ধরণের মানসিক অশান্তি তৈরী করে | এর থেকে পরিত্রান পেতে আমরা সাধারণত জ্যোতিষের আশ্রয় নিয়ে থাকি | এই বিষয় থেকে পরিত্রান পেতে জ্যোতিষ শাস্ত্রে  বেশ কিছু দিক নির্দেশ করেছে |

 

জ্যোতিষ  শাস্ত্রে উল্লিখিত বহুবিধ বিষয়ের মধ্যে গ্রহের গোচরকালীন স্থান পরিবর্তন বিবাহ বিষয়ক বেশ কিছু যোগের কথা নির্দেশ করে |

সেগুলি নিম্নে  আলোচনা করা হলো |

(ক) জন্মরাশির পঞ্চমে, সপ্তমে বা নবমে বৃহস্পতির আগমন হলে এবং দশান্তর্দশা বিবাহসূচক হলে বিবাহ হওয়ার সম্ভাবনা থাকে |

(খ) শুক্রের গোচরে চন্দ্র বা বৃহস্পতি থাকলে |

(গ) সপ্তমপতির ক্ষেত্রে চন্দ্র বা বৃহস্পতি এলে |

(ঘ) লগ্নের সপ্তমে, রবির সপ্তমে , চন্দ্রের সপ্তমে কিংবা শুক্রের সপ্তমে গোচরে বৃহস্পতি এলে বা পূর্ণদৃষ্টি দিলে |

(ঙ) লগ্নপতি, সপ্তমপতি এবং শুক্রের স্ফুট রাশ্যাদি যোগ করে যে রাশি অংশ পাওয়া যাবে গোচরে বৃহস্পতি সেই স্থানে এলে |

(চ) লগ্নের পঞ্চম, নবম বা একাদশে বৃহস্পতির আগমন ঘটলে |

(ছ) শুক্রস্থিত রাশির সপ্তমে বৃহস্পতি বা চন্দ্রের আগমন হবে |

(জ) গোচরে সপ্তমপতি গ্রহের নক্ষত্রে চন্দ্র , বৃহস্পতি বা শুক্র অবস্থান করলে |

(ঝ) লগ্ন থেকে সপ্তমভাব স্থিত রাশি , সপ্তমাধিপতি অবস্থিত রাশি কিংবা শুক্র অবস্থিত রাশির উপর দিয়ে বৃহস্পতি যখন সঞ্চার করে |

(ঞ) জন্মকুন্ডলীর সপ্তমভাব নির্দেশক রাশিতে, সপ্তমাধিপতি স্থিত রাশিতে বা শুক্র স্থিত রাশিতে বৃহস্পতি গোচরে সঞ্চারকালীন সময়ে দৃষ্টি দিলে |

Author Bio

Related Posts