কমপক্ষে কত রতির রক্তপ্রবাল পরা উচিত মেষ রাশির লোকেদের ?
রাশিচক্রের প্রথম রাশিটি হল মেষ বা Aries | ইহা মঙ্গল গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত | মঙ্গলের রত্ন হল লাল প্রবাল | লাল প্রবাল শুদ্ধ রক্তের মধ্যে রাখলে চারধারে রক্ত জমে যায় | যদি মঙ্গল গ্রহ অন্যান্য গ্রহ দ্বারা পীড়িত বা দুর্বল হয়ে থাকে অথবা জন্মকুণ্ডলীতে নেতিবাচক স্থানে অবস্থান করে , তবে এটি ক্ষতিকর ফলাফল প্রদান করে | ব্যক্তি যদি লাল প্রবাল ধারণ করে থাকেন তবে তিনি মঙ্গল গ্রহের ক্ষতিকর প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারবেন | যদি কোন জাতকের মঙ্গল গ্রহ দুর্বল হয় অথবা শত্রুগৃহে অবস্থান করে তখন জাতক চুক্তি ভিত্তিক শ্রমিকে পরিণত হন | লাল প্রবাল ধারণের ফলে জাতক স্বাধীনভাবে কাজ করার সুযোগ পান বা কর্মক্ষেত্রে উন্নতি ঘটে |
মঙ্গল একটি ক্রূর গ্রহ | এর অশুভ অবস্থানে ব্যক্তি নানান ঝামেলায় জড়িয়ে পড়ে | জাতক এর ফলে পাপীও হতে পারে | এর দ্বারা কোন ব্যক্তির শারীরিক অবস্থা ও মাতৃসুখের বিচার করা হয় | পরিস্থিতিজনিত কারণে এটি ব্যক্তির ভালোও করে আবার তাকে বিনষ্টও করে |
মঙ্গল যদি জাতককে ১০ অংশ অশুভ প্রভাব দেখায় তবে ৮ রতি প্রবাল আংটিতে লাগিয়ে ধারণ করতে হবে | ১০ থেকে ২০ অংশ পর্যন্ত অশুভ প্রভাব থাকলে ২১ রতি প্রবাল ধারণ প্রয়োজন | ডায়াবিটিজে ১০৮ রতির পলার মালা ধারণ খুবই ফলদায়ক |
লাল প্রবাল ব্যক্তিকে মানসিক শক্তি প্রদান করে এবং শরীরের গ্রন্থিগুলি সঠিক ভাবে চালনা করতে এটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে | লাল প্রবাল ধারণ করলে জাতক অর্থনৈতিক সাফল্য পান এবং হৃদয় ও মনের শক্তি বৃদ্ধি পায় | লাল প্রবাল জমি সংক্রান্ত নানা সঙ্কট, দুর্ঘটনা ইত্যাদি থেকে রক্ষা করে | হোটেলের ব্যবসাতে কাজ দেয় | এছাড়া নানা রোগ যেমন রক্তদোষ, রক্ত শোধক, মঙ্গলগ্রহ জনিত ক্ষতির হাত থেকে রক্ষা করে | তাই যাদের মঙ্গলের দোষ থাকে তাদের প্রবাল পরার পরামর্শ দেওয়া হয় | এছাড়া হৃদরোগ, বাচ্চাদের নজর লাগা, নিউমোনিয়া, অসাড় রোগ, টাইফয়েড , ক্যান্সারের কষ্ট লাঘব ইত্যাদি ক্ষেত্রে লাভদায়ক হয় |
সোনা, রূপো কিংবা সোনা রূপো মিশিয়ে মঙ্গলবার প্রবালসহ আংটি তৈরী করিয়ে সেই দিন বা পরের মঙ্গলবার গঙ্গাজল, কাঁচা দুধ ও মধুতে ধুয়ে সূর্যোদয়ের আগে আধঘন্টা রাখুন, তারপর সাড়ে ১১ টার আগে অনামিকাতে ধারণ করুন | মেয়েরা প্রবালের আংটি বা হাতের অনামিকাতে পরবে | তান্ত্রিকদের মতে বিবাহসম্পন্ন করতেও প্রবাল কাজ দেয় | মঙ্গলবার তৈরী করিয়ে ওই দিনই বা পরের মঙ্গলবার বেলা ঠিক ১০ টা ২০ মিনিটে অনামিকাতে পরিয়ে দিলে শীঘ্র বিবাহ সম্পন্ন হয় |