কুম্ভ রাশির লোকেদের ভাগ্যন্নোতিতে বাধক গ্রহ কোনটি ?
কুম্ভ বা Aquarius হল রাশিচক্রের একাদশতম রাশি | শনি এই রাশির নিয়ন্ত্রক | শনির রত্ন হল নীলা | এই রত্ন ধারণে সাফল্য ও উন্নতি চরমে ওঠে | অলসতা কমিয়ে শারীরিক ও মানসিক ভাবে জাতককে সক্রিয়তা প্রদান করে | জমিজমা ও সম্পত্তি প্রাপ্তিতে সফলতা এনে দেয় | অপ্রত্যাশিত টাকা পয়সা আসতে থাকে | এমনকি যদি জন্মকুণ্ডলীতে শনি সঠিক অবস্থান করেও থাকে , নীলা ধারণে শনির ভালো ফলাফল প্রদান আরও বৃদ্ধি পায় |
সূর্যপুত্র হওয়ার কারণে এটি অত্যন্ত বলশালী গ্রহ | এই গ্রহ যার প্রতি প্রসন্ন হয় তাকে সব দিক দিয়ে উঁচুতে স্থান দেয় এবং যার প্রতি বিরূপ হয় তাকে বরবাদ করে দেয় যাহা জন্মকুন্ডলীর স্থানের উপর নির্ভরশীল | নীলা ধারণকারী ব্যক্তি বিভিন্ন ব্যাধি, দুর্ঘটনা ও অকল্পিত চিন্তার হাত থেকে মুক্তি পেয়েছে | অশুভ শনির শান্তির জন্য দান, জপ ইত্যাদির ব্যবস্থাও আছে | প্রয়োজন ছাড়া নীলা ধারণ করলে ক্ষতির মুখে পড়তে হয় | যদি শনি পীড়িত বা দুর্বল অথবা শত্রুগৃহে অবস্থান করে বা জন্মকুণ্ডলীতে নেতিবাচক অবস্থানে থাকে, তবে তা জাতকের ক্ষেত্রে অশুভ ফলাফল প্রদান করে | নীলা ধারণে শনির অশুভ ফলাফল অনেকাংশে কমে যায় এবং শুভ ফল তৈরী হয় |
নীলা সহ্য হলে ধারণকারীর সুখ সমৃদ্ধি, মান– সন্মান বৃদ্ধি পায় | ফসল বৃদ্ধিও ঘটে | জমিজমা ও সম্পত্তি প্রাপ্তিতে সফলতা এনে দেয় | অপ্রত্যাশিত টাকা পয়সা আসতে থাকে | অলসতা কমিয়ে শারীরিক ও মানসিক ভাবে জাতককে সক্রিয়তা প্রদান করে |শনির গ্রহদোষ নাশ করে | আয়ু বাড়ে ও বংশবৃদ্ধি হয় | চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে | পরিবারের অশান্তি দূর করে | কেউ কেউ বলেন ক্যান্সার ও এডস রোগের কষ্টও লাঘব করে |দারিদ্র নিবারণ করে | শত্রুর দমনে সাহায্য করে | আটকে থাকা ভালো কাজের বাধা দূর করে | কপালে থাকলে নীলা মানুষের রাতারাতি ভাগ্য পরিবর্তন করে দিতে পারে | নীলা নানা রোগ যেমন – বাত রোগ, স্বল্প দৃষ্টি রোগ, মৃগী, পেটের রোগ, মাথার রোগ, ইত্যাদিতে সুফল দেয় | যারা গণিত বা বিজ্ঞানের ছাত্র, তারা ব্যবহার করলে প্রভূত উপকার পাবে | তবে সর্বক্ষেত্রে নীলা ধারণ করতে হলে ‘টেস্ট‘ করে নিতে হবে নাহলে লাভের জায়গায় ক্ষতি হতে পারে |
নীলা ব্যবহারে যদি কোন অঘটন ঘটে, চোখের সমস্যা দেখা যায়, চুরি হয়, হঠাৎ করে কোন রোগ সৃষ্টি হয়, রাতে ভয় লাগে, ভালো ঘুম না হয় তাহলে নীলার আংটি সঙ্গে সঙ্গে খুলে রাখা উচিত | এটি আপনার ক্ষেত্রে শুভ হবে না | যাদের বৃষ, কন্যা , তুলা বা কুম্ভ লগ্নে জন্ম কেবলমাত্র তাদের পক্ষেই নীলা ধারণ বিধেয় | শনি বিশেষ বিরুদ্ধ হলে রক্তমুখী নীলা, মধ্যম প্রকার বিরুদ্ধ হলে অপরাজিতা নীলা এবং সাধারণ বিরুদ্ধ হলে পীতাম্বর নীলা ধারণ কর্তব্য | যা শুভ ফল প্রদান করে |
যদি শনি অশুভ হয়ে কোন রাশির ১–১০ অংশ পর্যন্ত হয় তবে ৩ রতির নীলা ধারণ করতে হবে | অশুভ শনি ১১ –২০ অংশ থাকলে ৩.৫ রতি নীলা ধারণে ফল মিলবে | নীলা আসল হওয়া চাই | কোন দাগ, ফাটল বা গর্ত থাকলে তা ধারণ করা উচিত নয় |
শনিবার দিন নীলা শোধন করে মধ্যমা বা তর্জনীতে ধারণ করতে হয় | সোনা, রূপা বা লোহাতে নীলা ধারণ করা উচিত |