জন্মকুণ্ডলীতে কী ধরণের গ্রহাবস্থান বিলম্বিত বিবাহ হওয়ার সম্ভাবনা সৃষ্টি করে?
যে সকল জাতক জাতিকার বিবাহ হচ্ছে না, বা বাধাপ্রাপ্ত হচ্ছে , বা বার বার বাধার সম্মুখীন হতে হচ্ছে, তারা নিম্নলিখিত বিষয়ের ওপর নজর রাখুন এবং সেই মোতাবেক প্রতিকার করুন|
(ক) সপ্তমভাবে শনি অথবা রাহু অবস্থান করলে কিংবা সপ্তমপতি শনি বা রাহু দ্বারা যুক্ত বা দৃষ্ট হলে |
(খ ) সপ্তমপতি শনিগ্রহের নক্ষত্রে অবস্থান করলে |
(গ) শুক্র, শনিযুক্ত হলে কিংবা শনির নক্ষত্রে শুক্র অবস্থান করলে সেই সঙ্গে সপ্তমপতির সঙ্গে শনি বা রাহুর সম্বন্ধ সৃষ্টি হলে |
(ঘ ) সপ্তমপতি দুঃস্থানগত হয়ে পাপগ্রহ দ্বারা যুক্ত বা দৃষ্ট হলে |
(ঙ) লগ্ন বা জন্মরাশির সপ্তমে শনির অবস্থান বা দৃষ্টি থাকলে |
(চ) সপ্তমপতি এবং বিবাহকারক গ্রহ শুক্র স্থির রাশিতে থাকলে অর্থাৎ বৃষ, সিংহ , বৃশ্চিক বা কুম্ভ রাশিতে সপ্তমপতি গ্রহ এবং শুক্র অবস্থান করলে |
(ছ) সপ্তমপতি বক্রী হয়ে পাপগ্রহ দ্বারা যুক্ত বা দৃষ্টি দিলে |
(জ) পাপগ্রহের নক্ষত্রে সপ্তমপতি অবস্থান করলে, সেই সঙ্গে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে সপ্তমপতি অবস্থান করলে |
(ঝ) ষষ্ঠ , অষ্টম বা দ্বাদশ স্থানের অধিপতি সপ্তমে অবস্থান করলে |
(ঞ) লগ্নে বা সপ্তমে শনি অবস্থান করলে এবং শনির সপ্তমে যে কোন গ্রহ অবস্থান করলে |
(ট) রাশি বা লগ্নের সপ্তমে শনি অথবা বৃহস্পতি থাকলে |
(ঠ) সপ্তমভাব কিংবা বিবাহকারক গ্রহ শুক্রের সঙ্গে রাহু বা মঙ্গলের সম্বন্ধ স্থাপন হলে |
(ড) সপ্তমপতি দুর্বল হলে এবং শুভ গ্রহের দৃষ্টিবর্জিত অবস্থায় সপ্তমপতি থাকলে |
(ঢ) লগ্ন বা জন্মরাশির অষ্টমে শনি থাকলে এবং সেই সঙ্গে লগ্নপতি বা রাশিপতি দুর্বল হলে বা দুঃস্থানগত হলে |