মীন রাশির লোকেদের মানসিক অশান্তি দূর করতে কোন রত্ন প্রয়োজন ?
মীন বা Pisces রাশিচক্রের দ্বাদশতম রাশি | ইহা বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত | পোখরাজ ধারণে জাতক সৌভাগ্যশালী হয়ে থাকেন |
বৃহস্পতির রত্ন হল পোখরাজ | বৃহস্পতির প্রকৃতি হল কফকারক এবং এর বর্ণ হলুদ |একটু ভারী, মসৃণ, স্বচ্ছ পোখরাজ আসল হলে তাতে রোঁয়া রোঁয়া দেখা যায় | রোদে রাখলে আলো বিচ্ছুরণ হবে | রং হয় হলুদ |
এটির অবস্থান যদি শুভকারক হয় তবে জাতক গৌরবর্ণ হৃষ্টপুষ্ট চেহারার হয় | চোখে হলুদ রঙের আভা বৃহস্পতির প্রত্যক্ষ প্রভাবের উদাহরণ | এছাড়া এই গ্রহের সুপ্রভাব থাকলে উক্ত জাতক পেটুক হয় এবং মিষ্টি জিনিস তার খুব প্রিয় হয় | এর ফলে মিষ্টি খেয়ে অন্ত্র খারাপ হয়, পেট খারাপ হয় | ভারতীয় মতে এই গ্রহ জ্ঞান, সুখ এবং পুত্রকারক | এর স্থিতি বিপরীত থাকলে সে ব্যক্তি ঐসব জিনিস থেকে বঞ্চিত হয় |
বৃহস্পতির অশুভ প্রভাবের জন্য শান্তি আনতে পোখরাজ ধারণ করা হয় | এর যদি ১০ অংশ খারাপ হয় তবে ন‘রতি পোখরাজ ধারণ করা হয় | এটি রেবতী নক্ষত্রের প্রথমাংশে কেনা, দ্বিতীয়াংশে গয়না বানানো এবং তৃতীয়াংশে ধারণ করা দরকার |
১০–২০ অংশ অশুভ হলে উত্তরভাদ্রপদ নক্ষত্রের প্রথমাংশে কেনা দ্বিতীয়াংশে গয়না বানানো এবং তৃতীয়াংশে অভিমন্ত্রিত করে ধারণ করা হয় |
যদি গুরু গ্রহ অশুভ ১৯–২০ অংশ পর্যন্ত থাকে তবে উত্তরভাদ্রপদ নক্ষত্রের চতুর্থাংশে ৭/৮ রতির পোখরাজ কেনা দরকার | রেবতী নক্ষত্রের প্রথমাংশে গয়না বানানো হয় , দ্বিতীয়াংশে ধারণ করতে হবে |
যদিও ভারী রত্ন সব সময় পাওয়া যায় না | কিন্তু যদি পাওয়া যায় তবে তা জনকল্যাণে প্রয়োগ করা উচিত এর ফলে পুণ্য লাভ হয় | ৮ রতির পোখরাজ ধারণ করলে চিত্ত বিভ্রম, অস্থির বিচার, উন্মাদ ইত্যাদি রোগ শান্ত হয় | এই রত্নের গোলাপী আভা থাকলে তবে ভালো ফল পাওয়া যায় | পোখরাজের ১০ রতি পাথর জল উদরে নিশ্চিতভাবেই শুভ ফল দেয় | পোখরাজ ধারণে জাতক সৌভাগ্যশালী হয়ে থাকেন |
ব্যবসা বাণিজ্যে উন্নতি সাধন করে | লেখাপড়ায় মনোনিবেশ করতে সাহায্য করে | মেয়েদের হাতে পরালে শীঘ্র বিবাহ সম্পন্ন হয় | যশ বৃদ্ধি করে, সন্তান প্রার্থীদের ক্ষেত্রে লাভজনক | দাম্পত্যজীবন সুখের করে | রক্তদোষ নাশ করে রক্তকে শোধন করতে সাহায্য করে | যাদের বৃহস্পতি গ্রহের দোষ আছে তারা পোখরাজ ব্যবহার করলে উপকার পাবেন |


