বৈদিক উপায়ে বৃহস্পতিকে বশে রাখবেন কীভাবে ?
বৃহস্পতি গ্রহকে দেবগুরু আখ্যা দেওয়া হয় | এই বৃহস্পতি যদি জাতকের শুভ অবস্থানে থাকে তবে জাতক প্রচুর অর্থ উপার্জন করতে পারে | মান-সন্মান ও যশ বৃদ্ধি পায় | জাতক উচ্চশিক্ষা লাভ করে | এই সব নানা কারণে এই গ্রহকে তুষ্ট রাখা একান্ত প্রয়োজন | নিম্নলিখিত কিছু বিধিনিষেধ পালনের মাধ্যমে আমরা এই গ্রহের কৃপালাভ করতে পারি |
(১) প্রতিদিন সকালে মা এবং বাবার চরণ স্পর্শ করে প্রণাম করুন |
(২) বছরে একবার ত্রিপুরায় গিয়ে মা ত্রিপুরাসুন্দরীকে দর্শন করুন |
(৩) বৃহস্পতি যদি অশুভ রাহু প্রভাবিত হয় তবে ‘শ্রীদুর্গা‘ র অষ্টোত্তর শতনাম স্তোত্র পাঠ করুন |
(৪) বৃহস্পতিবার মাছ, মাংস, ডিম, আদা, নিম, রসুন, দুগ্ধজাত দ্রব্য খাবেন না |
(৫) শিক্ষক বা গুরু স্থানীয় ব্যক্তিদের সর্বদা সন্মান জানান |
(৬) বৃহস্পতি যদি অশুভ শুক্র দ্বারা প্রভাবিত হয় তবে ‘ অর্গলা স্তোত্রম ‘ পাঠ করুন দিনে দু‘বার |
(৭) মিষ্টি বা মিষ্টিদ্রব্য দান করবেন যখনি সুযোগ পাবেন |
(৮) বিষ্ণু দেবতার পূজা করুন | হলুদ বস্ত্র এবং বস্তু দান করুন |
(৯) জন্মস্থান থেকে ন্যূনতম পাঁচশো কিমি দূরে থাকলে ভালো হয় |
(১০) প্রতি শনিবার স–অম্বু উপবাস করুন |
(১১) ষষ্ঠে অশুভ বৃহস্পতি থাকলে মামাদের কাছ থেকে ঋণ নেবেন না |
(১২) জন্মস্থান থেকে উত্তর–পূর্ব দিকে ভ্রমণ শুভ নয় |
(১৩) বৃহস্পতি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে থাকলে খাদ্য তালিকায় পেঁপে রাখবেন |
(১৪) লগ্ন এবং রাশির অধিপতি দু‘জনেই বৃহস্পতি হলে এবং সেই বৃহস্পতি বক্রী হলে গ্রহরত্ন ধারণ না করাই ভালো | এক্ষেত্রে ঈশ্বর চিন্তায় নিমগ্ন থাকলে নিজেকে সংযত রাখলে বেশি ফল পাওয়া যায় |
(১৫) সবুজ রং ব্যবহার করে দেখতে পারেন |
(১৬) অর্থের জন্য হয়তো কোনো মেয়ের বিবাহ আটকে যাচ্ছে, সাধ্যমতো সাহায্য করুন |


