বৈদ্যচিন্তামনি মতে মুক্ত শোধনের নিয়ম কি ?

বৈদ্যচিন্তামনি মতে মুক্ত শোধনের নিয়ম কি

জ্যোতিষ পরামর্শ অনুযায়ী যখন কোন ব্যক্তি রত্ন ধারণ করতে সম্মত হন তখন তাকে কিছু নিয়মকানুন পালন করতে হয়, যা রত্নটির কার্যকারিতা অনেকাংশে বৃদ্ধি করে থাকে | তবে প্রত্যেক রত্নের জন্য পৃথক পৃথক আচার রয়েছে | শুধু তাই নয়, কোন রত্নের জন্য কোন ধাতু উপযুক্ত সেটি ভালো ভাবে নির্ণয় করে নেওয়া প্রয়োজন | চন্দ্রের জন্য উপযুক্ত রত্ন মুক্তা এবং ধাতু হল রূপো | রূপোর সাহায্যে  মুক্তার আংটি বা লকেট বানিয়ে এবং তার সঙ্গে কিছু নিয়মকানুন পালন করে ধারণ করলে তার গুণাগুণ ভালোভাবে প্রকাশিত হয় | তখন সঠিক সময়ে তা ধারণ করতে হবে |

সোমবারচন্দ্র হোরা সময় সকাল টা থেকে টা অথবা রাত টা থেকে টা মধ্যে পূজো করা উচিত

পূজার প্রয়োজনীয় উপকরণ 

) একটি থালা ) একটি কলস ) চাল ) দই ) জুঁই ফুল ) শিবপার্বতীর ফটো

পদ্ধতি 

প্রথমে কলস এর মধ্যে দই ঢেলে মুক্তার আংটিটি তার মধ্যে রাখতে হবে | কলসে চন্দন, হলুদ এবং সিঁদুর দিতে হবে | একটি থালা নিয়ে তার মধ্যে চাল ছড়িয়ে দিতে হবে | এখন কলসটি থালার উপর রেখে অপর একটি প্লেট দিয়ে কলসটি ঢেকে দিয়ে তার উপর শিবপার্বতীর ফটো রাখতে হবে | তারপর জুঁই ফুল দিয়ে পার্বতী দেবীর প্রার্থনা করতে হবে | প্রার্থনা শেষে চাল নিয়ে চন্দ্রের  উদ্দেশ্যে চালের প্লেটে প্রার্থনা করতে হবে | প্রসাদ হিসাবেদুধের ক্ষীরনিবেদন করতে হবে | পুজো শেষে মুক্তার আংটি পরে নিয়ে দুধ এবং মিছরি দান করতে হবে |

চন্দ্র মন্ত্র 

পদ্মা দ্বাজায়া বিধমাহে 

হেমা রূপায় ধীমহি 

তন্ন সোমা প্রচোদয়াৎ

পার্বতী মন্ত্র 

অম্বা সাম্বাভী চন্দ্রমৌলি রাবালাম 

অপর্ণা উমা পার্বতী, কালি , হৈমবাতি , শিবা

ত্রিনয়না, কাত্যায়িনী ভাইরাভী |

Author Bio

Related Posts