মিথুন রাশির ভাগ্যশালী রত্ন কি পান্না ?

মিথুন রাশির ভাগ্যশালী রত্ন কি পান্না ?

রাশিচক্রের তৃতীয় রাশি হল Gemini বা মিথুন | ইহা বুধ গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত | যদি বুধ গ্রহটি অন্যান্য গ্রহ দ্বারা পীড়িত বা দুর্বল হয়ে থাকে অথবা শত্রুগৃহে অবস্থান করে তবে বুধ গ্রহ নেতিবাচক ফলাফল প্রদান করবে | পান্না রত্নটি বুধ গ্রহকে শক্তিশালী করে এবং ইহার সমস্ত অশুভ ফলাফল দূরে রাখে | পান্নার রঙ সবুজ ঘাসের মতো | এটি কাঠে ঘষলে চমক বেড়ে যায় | ভঙ্গুর প্রকৃতির রত্ন |

পান্না স্নায়ুতন্ত্রকে রক্ষা করে এবং শিক্ষা কর্মজীবনে সাফল্য বয়ে আনে | শত্রুকে বন্ধুত্বে পরিণত করতে পান্না ধারণ অবশ্য কর্তব্য | পান্না ধারণে বড় বড় জ্যোতিষী রত্নবিশেষজ্ঞদের মতে শ্বসন সংস্থানজনিত রোগ দূর হয় | প্রসবকালীন গর্ভবতী স্ত্রীলোককে এই রত্ন পরিয়ে দিলে বিনা কষ্টে সন্তান প্রসব হয়ে যায় | এই পাথর যে ধারণ করে তাকে সবসময় সুখী শান্তচিত্ত রাখে | তার চিন্তাশক্তি বিচারশক্তি বৃদ্ধি করে | মিথুন রাশির মানুষ এই রত্ন ধারণ করে একাগ্রতা লাভ করে এবং ব্যবসা বাণিজ্য ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয় |

এই রত্নটির মধ্যে আধ্যাত্মিক শক্তি নিহিত আছে | এই রত্ন ধারণকারীরা ভবিষ্যৎ সময়ে সত্যের স্বপ্ন দেখতে পায় | যার ফলে ধারণকারী সেই সময়ের পূর্বেই যে ঘটনা ঘটবে সেই সব কথা বলে দিতে পারে | তার মাথার তৃতীয় চক্ষু খুলে যায় | যার ফলে ধারণকারীর দিব্যদৃষ্টি লাভ হয়

পান্না বাহাদুরি চমৎকারিত্ব দেখানো পাথর | যদি কুমারী মেয়েদের এই রত্নটি ধারণ করানো যায় তবে তার এই রত্ন থেকে খুব উত্তম গুণযুক্ত স্বামী লাভ হয় এবং অবিবাহিত পুরুষকে ধারণ করালে তার খুব সুন্দরী স্ত্রী লাভ হয়

সম্বন্ধ বিচ্ছেদ, হৃদপিণ্ডজনিত রোগ, কুষ্ঠ, কাশি ইত্যাদি রোগ অশুভ পান্নার কারণে ঘটে | এই কারণে রতির পান্না ধারণ করলে শীঘ্র চমৎকার ফল পাওয়া যায়

বুধ হল নপুংসক গ্রহ | এটি যে গ্রহের সাথে থাকে তারই প্রভাব গ্রহণ করে | এটি শুভ গ্রহের সাথে শুভ এবং পাপ গ্রহের সাথে থাকলে পাপ হয় |

বুধ ১০ অংশ পর্যন্ত অশুভ থাকলে রতি পান্না ধারণ করা দরকার | যদি এই বুধ ২০ অংশ পর্যন্ত অশুভ থাকে তবে রতির পান্না ধারণ করা উচিত | ২০ থেকে ৩০ অংশ পর্যন্ত বুধ অনিষ্টকারক হলে তা শান্ত করার জন্য ১০ রতির পান্না লাগে |

এটি জ্বর নেত্র রোগনাশক | পান্না ধারণে জ্ঞানের ভান্ডার বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং সমস্ত রকম পাকস্থলীর সমস্যা নিয়ন্ত্রনে থাকে |পান্না বুধ গ্রহকে শক্তিশালী করে এবং ইহার সমস্ত অশুভ ফলাফল দূরে রাখে | প্রেমে সাফল্য আনে | মাথা ঠান্ডা রাখে | এটি ব্যবহারে দাম্পত্যজীবন সুখের হয় | এছাড়া শ্বাসকষ্ট, সান্নিপাত, শোথ, ফোলা প্রভৃতি দূর করে | বলবীর্য বর্ধক | বুধ গ্রহের সকল দোষ নাশ করে পীড়াকে শান্ত করে | চঞ্চলতা দূরে রাখে ফলে মন শান্ত হয় | কামক্রোধ প্রশমিত করে | নিম্ন রক্তচাপ, মৃগী রোগ, পাগল রোগ, চর্মরোগ শান্ত করে |

Author Bio

Related Posts