বিবাহ যোগ সৃষ্টির দশা-অন্তর্দশা কেমন হবে ?

বিবাহ যোগ সৃষ্টির দশা-অন্তর্দশা কেমন হবে ?

বিবাহ হল নারী পুরুষের পবিত্র বন্ধন | কিন্তু এই বিবাহ কতগুলি দশাঅন্তর্দশায় সম্পন্ন হয় | এই দশাঅন্তর্দশার সঠিক যোগসূত্র তৈরি না হলে শত চেষ্টা করা সত্ত্বেও বিবাহ সংগঠিত হয় না বা হলেও তা স্থায়ী হয় না | সেক্ষেত্রে বিবাহ উপযুক্ত পাত্র পাত্রীর জন্মছক বিচার করা প্রয়োজন | কোন গ্রহের দশা বা অন্তর্দশায় বিবাহ স্থির করলে একসাথে জীবনে চলার পথ সহজ হবে, তা অবশ্যই জানা দরকার | কোন ভাবে বা স্থানে কোন গ্রহ অবস্থান করছে, রাহু, শুক্র বা চন্দ্রের অবস্থান বা গ্রহগুলির দৃষ্টি বিনিময়, স্থান পরিবর্তন বা সহাবস্থান করার ফলে সঠিক বিবাহ যোগ সৃষ্টি হচ্ছে কিনা তা অবশ্যই বিচার করে বিবাহ স্থির করতে হবে |

() সপ্তমপতির ক্ষেত্রে যে গ্রহ বা গ্রহগুলি অবস্থান করছে তার দশা বা অন্তর্দশায় |

() দ্বিতীয়ভাবে যে গ্রহ অবস্থান করছে তার দশা বা অন্তর্দশায় |

() দ্বিতীয়পতি গ্রহের দশা বা অন্তর্দশায় |

() রাহু, শুক্র বা চন্দ্রের দশান্তর্দশায়, বিশেষ করে চন্দ্র বা শুক্র যদি সপ্তমপতি হয় কিংবা রাহু যদি সপ্তমভাবে থাকে বা সপ্তমভাবাধিপতির সঙ্গে সম্বন্ধ দৃষ্ট করে |

() শুভ সপ্তমপতি বা শুভ নবমপতির দশা বা অন্তর্দশায় |

() সপ্তমভাবে যে যে গ্রহ অবস্থান করছে, তাদের দশা বা অন্তর্দশায় |

() সপ্তমপতি গ্রহের দশা বা অন্তর্দশায় |

() সপ্তম স্থানে যে যে গ্রহের দৃষ্টি রয়েছে তাদের দশা বা অন্তর্দশায় |

() জন্মকালীন রাশিচক্রে সপ্তমপতির সঙ্গে দৃষ্টিবিনিময়, স্থান বিনিময় বা সহাবস্থান সম্বন্ধে আবদ্ধ গ্রহ বা গ্রহগুলির দশা বা অন্তর্দশায় |

() নবম, দশম বা দ্বাদশপতির সঙ্গে সম্বন্ধযুক্ত সপ্তমপতির দশা বা অন্তর্দশায় |

() সপ্তমভাবের সঙ্গে সম্বন্ধযুক্ত বা সপ্তমপতির সঙ্গে সম্বন্ধযুক্ত পঞ্চমপতির দশা বা অন্তর্দশায় |

() শুক্রস্থিত রাশি থেকে সপ্তমপতির দশাঅন্তর্দশায় |

( ) লগ্ন থেকে অষ্টমপতির দশান্তর্দশায় |

( ) শুক্রস্থিত রাশির অধিপতি গ্রহের দশান্তর্দশায় |

() দ্বিতীয় সপ্তমভাব বা ভাবাধিপতি গ্রহের সঙ্গে সম্বন্ধ রয়েছে , এমন কোনো গ্রহের দশান্তর্দশায় |

() চন্দ্র , শুক্র এবং সপ্তমপতি গ্রহ , এদের মধ্যে যে গ্রহটি অধিক বলবান, সেই গ্রহের দশা বা অন্তর্দশায় |

() সপ্তম বা সপ্তমভাবাধিপতি গ্রহের সঙ্গে যুক্ত রাহুর দশা বা অন্তর্দশায় |

() সপ্তম বা একাদশভাব বা ভাবাধিপতি গ্রহের সঙ্গে সম্বন্ধযুক্ত গ্রহের দশা বা অন্তর্দশায় |

() লগ্ন থেকে দশমপতি গ্রহের দশান্তর্দশায় |

() সপ্তমপতি যে গ্রহের সঙ্গে সহাবস্থান সম্বন্ধে আবদ্ধ , সেই গ্রহের দশান্তর্দশায় |

Author Bio

Related Posts