কোন নক্ষত্রের লোকেদের Diamond ভীষণই শুভফল প্রদান করে ?
শুক্রের তিনটি নক্ষত্র | যথা – ভরানী, পূর্বফাল্গুনী, পূর্বাষাঢ়া | শুক্রের রত্ন হীরে | হীরে ধারণে তিন রকম নক্ষত্রের মানুষই সুফল পেয়ে থাকেন |
ভরানী – ভরানী নক্ষত্রে জাত ব্যক্তির অবশ্যই হীরে পরিধান করা উচিত | কারণ হীরে ধারণে বস্তুগত সুখ এবং জীবনে আনন্দ ফিরে আসে |
ভরানী নক্ষত্রে জাত ব্যক্তির সৌভাগ্য সূচক রত্ন হল হীরা | রাশি অনুযায়ী ধারণ করতে হবে লাল প্রবাল | সংখ্যাতত্ত্ব অনুযায়ী ভরানী নক্ষত্রে জাত ব্যক্তির জন্মতারিখ যদি ১, ৩, ৯ হয়ে থাকে তাদের লাল প্রবাল ধারণ করতে হবে এবং যারা ২, ৪, ৫, ৬, ৭, ৮ তারিখে জন্মগ্রহণ করবে তারা অবশ্যই নিজেদের উপকারের জন্য হীরে ধারণ করবে |
পূর্বফাল্গুনী – হীরে ধারণে এই নক্ষত্রের মানুষরা সাফল্য লাভ করে থাকে | ব্যক্তি পদমর্যাদা পান, পারিবারিক জীবন সুখের হয়, সম্পত্তি বৃদ্ধি পায় এবং বিলাসবহুল জীবনযাত্রা অতিবাহিত করে থাকেন | ব্যবসায়ে বহুবিধ লাভ হয় | এটা তাদের সুন্দর ও আকর্ষণীয় করে তোলে |
পূর্বফাল্গুনী নক্ষত্রে জাত ব্যক্তির রত্ন হল হীরে | রাশি অনুযায়ী এটি হল চুনি | পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জাত ব্যক্তির জন্ম তারিখ যদি ১, ৩, ৯ হয় তবে তাদের সৌভাগ্যশালী রত্ন হল চুনি | কিন্তু যাদের জন্মতারিখ ২, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ তাদের অবশ্যই হীরে রত্নটি ধারণ করতে হবে নিজেদের ভাগ্যশালী করার জন্য |
পূর্বাষাঢ়া – এই নক্ষত্রের জাতক হীরে ধারণে সম্পদশালী হয়ে থাকে | বাড়ি, গাড়ি, জমিজমা পান এবং জীবন আরামদায়ক হয় |
এই নক্ষত্রে জাত ব্যক্তির সৌভাগ্যশালী রত্ন হল হীরে | রাশি অনুযায়ী ইহা হল পোখরাজ | যে সমস্ত ব্যক্তির জন্মতারিখ ১, ৩, ৯ তাদের পোখরাজ ধারণ করতেই হবে | কিন্তু যে সমস্ত ব্যক্তির ২, ৪, ৫, ৬, ৭, ৮ তারিখে জন্ম তারা সৌভাগ্য লাভের জন্য হীরে ধারণ করবে |