শনিদেবের প্রসন্নতা পেতে কোন নিয়মে নীলা ধারণ করা উচিত ?
শনিদেবের প্রসন্নতা পেতে কোন নিয়মে নীলা ধারণ করা উচিত ?
শনির রত্ন নীলা | নীল রঙের এই রত্ন ধারণে ধারণকারী মাত্র কয়েক ঘন্টার মধ্যে এর প্রতিক্রিয়া অনুভব করতে পারে | এটি ভালো, মন্দ দুরকমই হতে পারে | নীলা সহ্য হলে ধারণকারীর ভাগ্য রাতারাতি পরিবর্তিত হয় | নীলা ধারণের কিছু নিয়মকানুন বা বিধি আছে যা মেনে নীলা ধারণ করতে হবে |`প্রতিটি রত্নের নির্দিষ্ট ধাতু রয়েছে, যা দিয়ে ধারণ করলে খুব ভালো ফললাভ হয় | রূপোতে নীলা ধারণ করা উচিত | নীলা রত্নটির মধ্যে পূজা আর্চার মাধ্যমে শনি গ্রহের শুভত্ব প্রদান করা হয় | ফলে এটি শুভ ফল প্রদান করার জন্য তৈরী থাকে | নির্দিষ্ট দিনে সঠিক সময়ে নীলা ধারণ কর্তব্য |
যে কোন শনিবার সকাল ৬–৭ অথবা দুপুর ১–২ মধ্যে এই পূজা করা উচিত |
প্রয়োজনীয় পূজা সামগ্রী
১) লোহা অথবা স্টিলের থালা একটি ২) স্টিলের বাতি একটি ৩) কালো তিল ৪) চন্দন, সিঁদুর ৫) নীল ফুল ৬) আট টুকরো কালো কাপড় |
পদ্ধতি
লোহা অথবা স্টিলের থালা রাখতে হবে | স্টিলের বাতি ধরাতে হবে | থালার উপর তিল ছড়াতে হবে | আংটিটিকে ভালো করে ধুয়ে চন্দন ও সিঁদুর মাখিয়ে থালার উপর রাখতে হবে | নীল ফুল নিয়ে ১০৮ বার শনি মন্ত্র উচ্চারণ করতে হবে | প্রসাদ হিসেবে ভাতের সাথে তিল মিশিয়ে নিবেদন করতে হবে | তারপর আট জন গরিব মানুষের মধ্যে এই তিল মেশানো ভাত, কালো কাপড় ( শীতকালে কালো চাদর ) ও দশ টাকার নোট দান করতে হবে | পূজা শেষে আংটিটি আইয়াপ্পা মন্দিরে পুজো করিয়ে ধারণ করতে হবে |
শনি মন্ত্র
কা কা দ্বাজায়া বিধমাহে
কাদগা হস্থায় ধীমহি
তন্ন মান্ধা প্রচোদয়াৎ


