নামের অক্ষর বলে দেবে কোন রত্ন কার জন্য উপকারী |
অনেক ব্যক্তি নিজেদের সঠিক জন্মতারিখ বলতে পারেন না | সেই কারণে নামের প্রথম অক্ষর ব্যবহার করে সৌভাগ্যলাভের জন্য প্রয়োজনীয় রত্ন ব্যবহার করতে সক্ষম হন |
নামের প্রথম অক্ষর এক একটি নক্ষত্রকে নির্দেশ করে | সেই নক্ষত্র অনুযায়ী রত্ন নির্বাচন হয়ে থাকে |
১) SU, CHE, CHO, LA: এই অক্ষরগুলি অনুযায়ী নক্ষত্রটি হবে অশ্বিনী এবং রত্ন হবে ক্যাট‘স আই অথবা টাইগার আই | ক্যাট‘স আই ধারণে তাদের পদমর্যাদা বৃদ্ধি পায়, অর্থনৈতিক স্থিরতা আসে, ব্যক্তি মনে প্রাণে খুশি থাকে, বিভিন্ন দিক থেকে লাভের অঙ্ক বেড়ে যায় , আকর্ষণীয় ব্যক্তিত্ব গড়ে ওঠে , শিক্ষাক্ষেত্রে ও গবেষণায় সফলতা বৃদ্ধি পায় |
২) LI , LU , LE , LO : নামের আদ্যক্ষর যদি এই অক্ষরগুলি হয় , তবে নক্ষত্র হবে ভারানী এবং রত্ন হবে হীরে / তুরকুয়াইসে | এই রত্নগুলি ধারণে একজন ব্যক্তির পদমর্যাদা বৃদ্ধি পায় , বিলাসবহুল জীবন পান , বুদ্ধিমত্তা প্রখর হয় , গৃহজীবন সুখের হয় , সন্তানক্ষেত্র শুভ , যানবাহন লাভ হয় এবং সম্পত্তি বৃদ্ধি পায় |
৩) A, E, U, Y: এই অক্ষর গুলি যদি নামের প্রথম অক্ষর হয়, তবে নক্ষত্র হবে কৃত্তিকা এবং রত্ন হবে রুবি / ষ্টার রুবি অথবা গার্নেট | এই রত্নগুলি ব্যবহারে সকল ক্ষেত্রে সাফল্য লাভ হয়, বন্ধু আত্মীয় ও বয়সজ্যেষ্ঠদের থেকে ভালো সাহায্য পাওয়া যায় | অর্থনৈতিক মর্যাদা আরও বাড়ে এবং বিভিন্ন রকম আইনী ঝামেলা থেকে বেরিয়ে আসা সম্ভব হয় |
৪) O, VA, VI, VU: এই অক্ষরগুলি যদি নামের প্রথম অক্ষর হয় তবে এক্ষেত্রে নক্ষত্র হবে রোহিনী এবং রত্নটি হবে মুক্তা, মুনস্টোনে অথবা জাড | এই রত্নগুলি ধারণে একজন ব্যক্তি হারিয়ে যাওয়া সম্পত্তি ফিরে পায় , শত্রুরা বন্ধুত্বে পরিণত হয় | রত্নগুলি নাম , যশ ও জনপ্রিয়তা প্রদান করে |
৫) VE, VO, KA, KI: এই অক্ষরগুলি নামের প্রথম অক্ষর হলে নক্ষত্রটি হবে মৃগশিরা এবং রত্নটি হবে লাল প্রবাল, রেড করনিলিয়ান অথবা রেড টুরমালাইন | ইহা ধারণে একজন ভালো বক্তা হতে পারে , উন্নতি লাভ হয় , সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দৃঢ় মনোভাব দেখা যায় | রত্নগুলি সমস্ত রকম দুর্ঘটনা ও অস্ত্রসস্ত্র থেকে রক্ষা করে |
৬) KU, KA, JA, CHA: এই অক্ষরগুলি নামের প্রথম অক্ষর হলে নক্ষত্র হবে আর্দ্রা এবং রত্নটি হবে গোমেদ / হেসোনিটে গার্নেট অথবা জয়চিনত | এই রত্ন ধারণে একজনের মন পরিষ্কার হয় ও উন্নতি তরান্বিত হয় | অসৎ সঙ্গ ও বাজে অভ্যেস থেকে বেরিয়ে আসতে সাহায্য করে এই রত্ন | অল্পেতে রেগে যাওয়া কমে | পেশাদারীক্ষেত্রে উন্নতি অবশ্যম্ভাবী |
৭) KE, KO, HA, HI: এই অক্ষরগুলি যদি নামের প্রথম অক্ষর হয় তবে সেক্ষেত্রে নক্ষত্র হবে পুনর্বসু এবং রত্নগুলি হল পোখরাজ, গোল্ডেন টোপাজ, ইয়েলো টোপাজ অথবা আমেথিস্ট | এই রত্নগুলি ধারণে একজন প্রখর বুদ্ধিদীপ্ত হয়ে ওঠেন , সুস্বাস্থ্যের অধিকারী হন , মর্যাদা পান | পারিবারিক জীবন সুখের হয় , ভগবানের কৃপা লাভ করেন এবং সমস্ত দিক থেকে সমর্থন পেয়ে থাকেন |
৮) HU , HI , HO , D : এই অক্ষরগুলি যদি নামের প্রথম অক্ষর হয় তবে তাদের নক্ষত্র হবে পূষ্যামি | রত্ন হবে নীলা , আমেথিস্ট / লাপিস লাজুলি , ললিত / নীল টুরমালাইন অথবা ষ্টার সাপহায়রে | এই রত্ন ধারণে ব্যক্তি সকলের কাছে আকর্ষণীয় হয়ে ওঠেন | ব্যক্তির সম্পত্তি লাভ হয় , চরিত্রবান হয়ে থাকেন ও উচ্চপদে আসীন হন | ‘vata ‘ সম্পর্কিত স্বাস্থ্য সমস্যা হ্রাস পায় | জীবনে বাঁধা বিপত্তি ও হতাশা অনেকাংশে দূর হয় |
৯) DI, DO, DE, DU: নামের আদ্যক্ষর যদি এই অক্ষরগুলি হয় তাদের নক্ষত্র হবে অশ্লেষা | রত্নগুলি হবে পান্না, একোয়ামারিনে , গ্রীন টুরমালাইন , গ্রীন অনিক্স এবং ম্যালাকাইট | এই রত্নগুলি ধারণে একজন মানসিক শান্তি পেয়ে থাকেন , শিক্ষা ভালো হয় , জীবনে সুখ ও সাফল্য লাভ করে থাকেন | স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ও স্নায়ুবিক দুর্বলতা হ্রাস পায় | নাম , যশ, বুদ্ধিমত্তা অর্জন করতে পারে |
১০) MA, MI, MU, ME: এই অক্ষরগুলি যদি নামের প্রথম অক্ষর হয় তবে তাদের নক্ষত্র হবে মাখা | এদের রত্ন ক্যাট‘স আই এবং টাইগার আই | এই রত্নগুলি ধারণে একজন সম্পদশালী হয়ে থাকেন , বিলাসবহুল জীবনযাত্রা অতিবাহিত করেন | ভগবানের কৃপা পান , জীবন সুখের হয় , বুদ্ধিমত্তার বিকাশ ঘটে এবং সমস্ত দিক থেকে সাফল্য পান | ব্যক্তিকে আধ্যাত্মিক মনোভাব সম্পন্ন করে গড়ে তোলে |
১১) MO , TA , TI , TU : এই অক্ষরগুলি পূর্বফাল্গুনী নক্ষত্রের অধীনে | ইহার রত্নগুলি হীরে, তুরকুইসে, স্প্যাথিক , সাদা টুরমালাইন , জিরকন | এই রত্নগুলি ধারণ করলে সুবক্তা হওয়া সম্ভব | ব্যক্তির জীবনযাত্রা বিলাসবহুল হয় , সকলের কাছে আকর্ষিত হন , দ্রুত বিবাহ ঘটে , জীবন উন্নত হয় , চারিত্রিক দৃঢ়তা প্রকাশ পায় | জীবন পুরোপুরি সুখময় হয়ে থাকে |
১২) TE, TO, PA, PI: এই অক্ষরগুলি উত্তরা ফাল্গুনী নক্ষত্রের অধীনে | রত্নগুলি হল রুবি, ষ্টার রুবি, গার্নেট , পেরিডট , গোল্ডেন টোপাজ | এই রত্নগুলি ধারণে একজন আকর্ষণীয় মনোমুগ্ধকর ব্যক্তিত্বের অধিকারী হবেন | বন্ধু এবং বড়দের সমর্থন লাভ করবেন | ব্যক্তি জীবনে প্রচুর অর্থের প্রবাহ ঘটবে , বিলাসিতা পূর্ণ জীবন এবং প্রচুর সম্পত্তি অর্জন করতে পারবেন |
১৩) POO, SHA, NO, TA: এই অক্ষরগুলি যদি নামের প্রথম অক্ষর হয় তাহলে তাদের নক্ষত্র হবে হস্তা | রত্নগুলি হবে মুন স্টোন , মুক্তা অথবা জেড | এই রত্নগুলি ধারণ করে একজন মানসিক শান্তি পেতে পারেন , সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন , দীর্ঘায়ু লাভ করেন এবং পরিবারের লোকেদের ভালোবাসা পেয়ে থাকেন | ব্যক্তি সমস্ত রকমের ফুসফুসের সমস্যা থেকে বেড়িয়ে আসেন | শুধু তাই নয় এই রত্নগুলি ব্যক্তিকে মানসিক ভাবে দৃঢ় করে , মর্যাদা প্রদান করে এবং প্রচুর অর্থ ভাগ্য খুলে দেয়|
১৪) PE, PO, TA, R: এই অক্ষরগুলি চিত্রা নক্ষত্রের অন্তর্গত | এর রত্নগুলি হল লাল প্রবাল, রেড জেসপার, কর্ণেলিয়ান অথবা রেড টুরমালাইন | এই রত্নগুলি ধারণে একজন আইনগত সমস্যা থেকে সাফল্য পান, চাকুরী, বিবাহ , টাকাপয়সা , গয়নাগাটি এবং ব্যবসায়ে সাফল্য আসে | রত্নগুলি ব্যক্তিকে আগুন ও বৈদ্যুতিক বিপদ থেকে রক্ষা করে |
১৫) RU, RA, RO, HA: এই অক্ষরগুলি স্বাতী নক্ষত্রের অধীনে | এর রত্নগুলি হল গোমেদ / হাসোনিট, গার্নেট এবং জয়চিনত | রত্নগুলি ধারণে একজন আইনি সমস্যায় সাফল্য লাভ করে থাকে এবং ব্যক্তি জীবনে যদি কোনো অবৈধ বিষয় থেকেও থাকে তবে তা থেকে বেরিয়ে আসা সম্ভব হয় | সুস্বাস্থ্য ও মর্যাদা প্রদান করার জন্য এই রত্নগুলি খুবই উল্লেখযোগ্য | সমস্ত বাধা বিপত্তি ও হতাশা দূর করে এই রত্ন | একজনকে ধনী ও উন্নত করতে খুবই উপকারী রত্ন এগুলি |
১৬) THI , TH , THE , THO : এই অক্ষরগুলি বিশাখা নক্ষত্রের অন্তর্গত | এর রত্নগুলি হল পোখরাজ , আমেথিস্ট , হলুদ জিরকন , হলুদ টুরমালাইন , হলুদ টোপাজ | এই রত্ন ধারণে বিশাখা নক্ষত্রে জাত ব্যক্তি ভগবানের কৃপা লাভ করতে পারে , ভালো সন্তান ও স্ত্রী প্রাপ্ত হন , বুদ্ধিমত্তা প্রগাঢ় হয়ে থাকে , সম্পত্তি বৃদ্ধি প্রাপ্ত হয় এবং জীবনে সুখ সাচ্ছন্দ্য বজায় থাকে |
১৭) NE, NI, NO, NE: এই অক্ষরগুলি অনুরাধা নক্ষত্রের অন্তর্গত | এর রত্নগুলি হল নীলা , লাপিস লাজুলি , নীল জিরকন , নীল টুরমালাইন অথবা ষ্টার সাফহায়ার | এর মধ্যে যে কোনো একটি ধারণ করলেই , একজন ব্যক্তি চুম্বকের মতো আকর্ষণীয় হয়ে ওঠে , জীবনে উন্নতি ও সাফল্য লাভ হয় | রত্নগুলি মনের শান্তি প্রদান করে এবং সমস্ত ক্ষেত্রে সাফল্য বয়ে আনে |
১৮) YO, YA, YI, YU: এই অক্ষরগুলির নক্ষত্র হল জ্যেষ্ঠা | রত্নগুলি হল পান্না / একোয়ামারিনে / গ্রীন অনিক্স / গ্রীন টুরমালাইন , গ্রীন জেড ইত্যাদি | এই রত্নগুলি সুখ ও জীবনে সাফল্য নিয়ে আসে, কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ও সেটি কার্যকর করার ক্ষেত্রে দক্ষতা প্রদান করে | সমস্ত রকমের স্নায়বিক সমস্যা নিয়ন্ত্রণে রাখে |
১৯) YE, YO, BA, BI: এই অক্ষরগুলি মুলা নক্ষত্রের অন্তর্গত | ইহার রত্ন হল ক্যাট‘স আই অথবা টাইগার আই | এই রত্নগুলি ধারণ করে একজন ব্যক্তি সম্পত্তি অর্জনে সক্ষম হয় , অসৎ বন্ধুবান্ধব ত্যাগ করে এবং সেই সঙ্গে অপদেবতার প্রভাব দূরীভূত হয় | এটি একজনকে আধ্যাত্মিক মনোভাবসম্পন্ন করে তোলে এবং দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি দেয় | অর্থনৈতিক মর্যাদা প্রদান করে থাকে |
২০) BOO ,DHA , BHA , DA : এই অক্ষরগুলি যদি নামের প্রথম অক্ষর হয় তবে নক্ষত্রটি হবে পূর্বসাদা | ইহার রত্নসমূহ হল হীরে, স্প্যাথিক , তুরকোয়াইসে , সাদা তুরমালাইন অথবা আমেরিকান হীরে | এগুলি ধারণে একজন ব্যক্তি বাড়ি তৈরি করতে পারে , যানবাহন লাভ করে , গয়নাগাটি সঞ্চয় করে , সম্পত্তি অর্জন করে , বিবাহিত জীবন সুখের হয় , সন্তান লাভ হয় , জীবনযাত্রা বিলাসবহুল হয় এবং জীবনে সাফল্য আসে | যদি কোনো ব্যবসায়ী এই রত্নগুলি ধারণ করে থাকেন তবে তিনি বহু ক্ষেত্রে লাভবান হন | ধারণকারী ব্যক্তির রোগাক্রান্ত হওয়ার ভয় থাকে না |
২১ ) BE , BO , JHA , JI : এই অক্ষরগুলি উত্তরাষাঢ়া নক্ষত্রের অন্তর্গত | ইহার রত্নসকল হল রুবী , ষ্টার রুবী , পেরিডট , গোল্ডেন টোপাজ অথবা গার্নেট | রুবী ধারণে একজন ব্যক্তি বয়স্কদের ,বন্ধু বান্ধব এবং আত্মীয়দের থেকে সমর্থন পেয়ে থাকেন | তার সঙ্গে সরকারি আনুকূল্যও লাভ করে থাকেন | তিনি সমস্ত রকম সুখ ও সম্পত্তি প্রাপ্ত হন | লোকজনের সঙ্গে ভালো যোগাযোগ তৈরি হয় | তিনি অন্যান্য ব্যক্তিবর্গ দ্বারা চুম্বকের মতো আকর্ষিত হন |
২২) JU, JE, JO, KHAA: এই অক্ষরগুলি শ্রাবনা নক্ষত্রের অধীনে | ইহার রত্নগুলি হল সাদা মুক্তা, জেড অথবা মুন স্টোন |এই রত্নগুলো ধারণে মানসিক শান্তি লাভ করেন এবং প্রচুর সম্পত্তির মালিক হন | ব্যক্তি মানসিকভাবে দৃঢ় হয়ে থাকেন এবং বিপরীত লিঙ্গের সাহায্য ও সমর্থন পান | বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্থ হয়ে পড়েন |
২৩) GA, GI, GU, GE: এই অক্ষরগুলির নক্ষত্র হল ধনিষ্ঠা এবং রত্নগুলি লাল প্রবাল, লাল টুরমালাইন , লাল জ্যাসপার অথবা লাল কর্ণেলিয়ান | রত্নগুলি রাগ কমিয়ে ব্যক্তিকে শান্ত করবে | শারীরিক ও মানসিক শান্তি প্রদান করবে | নাম, যশ, জমিজমা ও সম্পত্তি বৃদ্ধি ঘটবে |
২৪) GO, SA, SI, SU : এই অক্ষর অনুযায়ী নক্ষত্র হবে শতভিষা এবং রত্নগুলি গোমেদ , হেসোনাইট গার্নেট অথবা জয়চিনত | এই রত্নগুলি ধারণে একজন ব্যক্তি আইনি জামেলায় এবং সম্পত্তিগত মামলায় সাফল্য লাভ করে | সমস্ত রকম অধীনতা থেকে বেরিয়ে সুখী জীবন যাপন করে | সমস্ত বাজে অভ্যেস ত্যাগ করে | ব্যক্তি সুস্বাস্থ্যের, সম্পত্তির অধিকারী হন এবং অন্যান্যদের থেকে সন্মান পেয়ে থাকেন |
২৫ ) SE , SO , DHA , DHI : এই অক্ষরগুলির নক্ষত্র হল পূর্বভাদ্রা এবং রত্নগুলি পোখরাজ , হলুদ টুরমালাইন , হলুদ টোপাজ , গোল্ডেন টোপাজ , হলুদ জ্যাসপার এবং হলুদ কর্ণেলিয়ান | এই রত্নগুলি ভগবানের কৃপা লাভে সহায়ক , সুসন্তান লাভ এবং ভালো স্বামী স্ত্রী পাওয়া যায় | একজন ব্যক্তি প্রচুর জমিজমা অর্জন করতে পারেন , অর্থনৈতিক ক্ষেত্রে স্থিরতা আসে |
২৬ ) DHE , SYAM , CH , DHA : এই অক্ষরগুলি উত্তরাষাঢ়া নক্ষত্রের অন্তর্গত | এর রত্নগুলি নীলা , নীল টুরমালাইন , লাপিস লাজুলি , ললিত , নীল জিরকন , নীল টোপাজ এবং ষ্টার সাপহায়ার | এই রত্নগুলি নাম ও যশ প্রদান করে এবং সমস্ত বাধা বিপত্তি ও হতাশা দূর করে | ব্যক্তি ভালো অধস্তন কর্মচারী , কাজের লোক পান এবং সুস্বাস্থ্য ও সম্পত্তির অধিকারী হন |
২৭ ) DHE , DHO , CHA , CHI : এই অক্ষরগুলি রেবতী নক্ষত্রের অন্তর্গত | রত্নগুলি হল পান্না , একোয়ামারিনে , গ্রীন অনিক্স , গ্রীন টুরমালাইন এবং গ্রীন জেড | এই রত্নগুলি ধারণে বুদ্ধিমত্তা ও জ্ঞানের বিকাশ ঘটে , সুসন্তান লাভ, অর্থনৈতিক স্থিরতা আসে , সুখ ভোগ হয় , সুনাম এবং সাহিত্যিক দক্ষতা বাড়ে |


