জন্মকুণ্ডলীতে কি ধরণের গ্রহযোগ থাকলে বিবাহের সম্ভাবনা তৈরি হয় ? 

জন্মকুণ্ডলীতে কি ধরণের গ্রহযোগ থাকলে বিবাহের সম্ভাবনা তৈরি হয় ?

মানুষের জীবনে কখন যে বিবাহ যোগ আসবে তা সবসময় টেবিল চাপড়ে হয়তো বলা যায় না | যদি আমাদের পরিবারে কখনো এই রকম অশান্তি চলে আসে তখন আমরা জ্যোতিষের সাথে কথা বলে প্রতিকারের ব্যবস্থা করি| তথাপি কিছু অব্যর্থ গ্রহ যোগ আছে, জাতক বা জাতিকার কুণ্ডলীতে যদি নিম্নলিখিত যোগ গুলির এক বা একাধিক যোগ প্রতিফলিত হয় তবে নিশ্চিত করে বলা যে, যে বিবাহ হবেই | যোগ গুলি হলো :

 () লগ্নপতি সপ্তমে এবং সপ্তমপতি যদি লগ্নে থাকে সেই সঙ্গে লগ্ন বা সপ্তমে যদি শুক্র অবস্থান করে |

() লগ্নপতি সপ্তমপতি যে কোনো রাশিতে সহাবস্থান করলে |

() শুভগ্রহের নক্ষত্রে শুক্র অথবা সপ্তমপতি থাকলে, সেই সঙ্গে সপ্তমভাবকে শুভগ্রহ দৃষ্টি দিলে |

() সপ্তমপতি শুভগ্রহ দ্বারা দৃষ্ট হলে |

() সপ্তমভাবে বলবান চন্দ্র কিংবা শুক্র থাকলে , সেই সঙ্গে সপ্তমপতি বৃহস্পতি কেন্দ্রস্থ বা কোণস্থ হলে এবং সপ্তমভাব বা সপ্তমপতি শনি গ্রহের দ্বারা দৃষ্ট না হলে |

() লগ্নপতি সপ্তমপতি পরস্পর কাছাকাছি থাকলে |

() সপ্তমপতি স্বক্ষেত্রে কিংবা তুঙ্গস্থানে কেন্দ্রস্থ হলে এবং সপ্তমভাবে শুক্র গ্রহের দৃষ্টি থাকলে |

() লগ্নপতি , দ্বিতীয়পতি এবং সপ্তমপতি লগ্ন , দ্বিতীয় বা সপ্তমে একত্রে থাকলে |

() দ্বিতীয়পতি একাদশে এবং একাদশপতি দ্বিতীয়ে থাকলে অথবা দ্বিতীয় বা একাদশভাবে সহাবস্থান করলে |

() লগ্ন , দ্বিতীয়, পঞ্চম, সপ্তম বা একাদশভাবে বৃহস্পতি শুক্র সহাবস্থান করলে |

() লগ্ন বা জন্মরাশির দ্বিতীয় , সপ্তম বা একাদশে শুভগ্রহ থাকলে বা দৃষ্টি দিলে |

() কেন্দ্রে বা কোণে সপ্তমাধিপতি শুক্র অবস্থান করলে এবং সপ্তমভাব শনি গ্রহের দৃষ্টিবর্জিত হলে |

() লগ্নপতি সপ্তমপতি পরস্পর সমসপ্তমে থাকলে |

( ) লগ্নপতি সপ্তমপতি পরস্পর তৃতীয় একাদশ বা পঞ্চমনবম সম্বন্ধে আবদ্ধ হলে |

() চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি বা শুক্রের ক্ষেত্রে চন্দ্র এবং শুক্র সহাবস্থান সম্বন্ধে আবদ্ধ হলে |

() সপ্তমপতি কেন্দ্রস্থ বা কোণস্থ হলে এবং সেই সঙ্গে শুক্র স্বক্ষেত্রস্থ হলে |

() শুক্র লগ্নে কেন্দ্রস্থ হলে এবং সেই সঙ্গে লগ্নপতি শনির ক্ষেত্রে থাকলে |

() শুক্র দ্বিতীয়ভাবে থাকলে এবং শুক্রস্থিত রাশির অধিপতি মঙ্গলযুক্ত বা মঙ্গলদৃষ্ট হলে |

Author Bio

Related Posts