শাস্ত্রমতে রত্ন ধারণের শুভ বার কোনটি ?

শাস্ত্রমতে রত্ন ধারণের শুভ বার কোনটি

প্রাচীনকাল থেকেই মানুষের মধ্যে রত্নের ব্যবহার দেখা যায় | জন্মোচক বিচারের মাধ্যমে জ্যোতিষীরা বিভিন্ন মানুষকে বিভিন্ন রত্ন ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন | রত্ন ব্যবহারে মানুষ জীবনে সর্বক্ষেত্রে সফল হন, বাচ্চাদের লেখাপড়ায় মনোযোগ বাড়ে, শরীর রোগমুক্ত থাকে, ব্যবসা বাণিজ্যের উন্নতিঘটে , উচ্চশিক্ষা লাভ হয় প্রভৃতি | নির্দিষ্ট রত্নের জন্য নির্দিষ্ট বার ধাৰ্য্য করা হয়েছে | পূজা আর্চার মাধ্যমে নির্দিষ্ট  বারে রত্ন ধারণ করলে সেই রত্নের সঙ্গে যুক্ত সমস্ত অসুবিধা দূর হয় |

) মুন স্টোন অথবা সাদা মুক্তা: চন্দ্র যখন বৃষরাশিতে স্থানান্তর করে তখন মুন স্টোন অথবা সাদা মুক্তা রূপোর আংটিতে স্থাপন করে যে কোন সোমবার ধারণ করা উচিত

) লাল প্রবাল: মঙ্গলগ্রহ যখন মকররাশি অথবা মেষরাশিতে স্থানান্তর করে তখন লাল প্রবাল সোনা কিংবা তামার আংটিতে স্থাপন করে মঙ্গলবার ধারণ করা উচিত |

) পান্না: বুধগ্রহ যখন কন্যারাশিতে স্থানান্তর করে তখন পান্না রত্নটি সোনার আংটিতে স্থাপন করে বুধবার ধারণ করা উচিত |

) হীরে: যখন শুক্রগ্রহ বৃষরাশিতে অথবা মীনরাশিতে স্থানান্তরিত হয় তখন হীরে প্ল্যাটিনাম অথবা রূপোর আংটিতে স্থাপন করে শুক্রবার ধারণ করতে হবে

) পোখরাজ: বৃহস্পতি যখন কর্কট রাশিতে স্থানান্তরিত হয় তখন পোখরাজ সোনার আংটিতে স্থাপন করে বৃহস্পতিবার ধারণ করতে হবে

) ক্যাট আই: কেতু গ্রহ যখন ধনু রাশিতে স্থানান্তরিত হয় তখন স্টিল অথবা রূপোর আংটিতে ক্যাট আই স্থাপন করে বুধবার অথবা শনিবার ধারণ করা উচিত |

) নীলা: যখন শনি তুলা রাশিতে স্থানান্তরিত হয় তখন নীলা স্টিল অথবা রূপোর আংটিতে স্থাপন করে শনিবার ধারণ করা উচিত |

) গোমেদ: যখন রাহু মিথুনরাশিতে স্থানান্তরিত হয় তখন সোনার আংটিতে স্থাপন করে বুধবার ধারণ করা উচিত |

) রুবী: যখন রবি মেষরাশি অথবা সিংহরাশিতে স্থানান্তরিত হয় তখন একটি সোনার আংটিতে রুবী স্থাপন করে রবিবার ধারণ করা উচিত |

Author Bio

Related Posts