বৈদিক মতে হীরা ধারণকারীর কি কি আবশ্যিক কর্তব্য ?

জন্মকুন্ডলী তৈরী এবং তার বিশ্লেষণ বহু প্রাচীনকাল থেকেই চলে আসছে | কোন অশুভ গ্রহদোষ কাটানোর জন্য রত্নধারণ করা হয় | বিভিন্ন গ্রহের জন্য প্রয়োজন বিভিন্ন রত্নের | জন্মছকের সাহায্যে বোঝা সম্ভব কোন ব্যক্তির কোন রত্নের প্রয়োজন | যেমন শুক্র গ্রহের রত্ন হল হীরে | বহু মূল্যবান এই রত্ন ধারণে মানুষ উন্নতির চরম সীমায় যেতে পারে | এক্ষেত্রে হীরে ধারণে কোন ধাতু উপযুক্ত তাও যথেষ্টই গুরুত্বপূর্ণ | যে কোন ধাতুতে যে কোন রত্ন ধারণ অশুভ ফল প্রদান করে | হীরে ধারণের প্রয়োজনীয় রত্ন রূপো | হীরে রূপোতে বাঁধিয়ে প্রয়োজনীয় পূজাপদ্ধতির মাধ্যমে শোধন করে নির্দিষ্ট দিন সঠিক সময়ে ধারণ করলে তার কার্যকারিতা বৃদ্ধি পায় |

শুক্র হোরা সময় সকাল অথবা দুপুর মধ্যে যে কোন শুক্রবার পূজা করা উচিত

প্রয়োজনীয় পূজা সামগ্রী 

) একটি ত্রিকোণাকার থালা ) ত্রিকোণ করে কাটা নীল সিল্কের কাপড় ) রাজমা ) চন্দন, সিঁদুর ) পাঁচ রকম ফুল, পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি ) ৩০ তা পান পাতা , টি ব্লাউজের  টুকরো ) কর্পূর ) পাঁচ প্যাকেট সুপারি ) হলুদের টুকরো |        

হীরা ধারণকারীর 1   

পদ্ধতি 

ত্রিকোণাকার আকৃতির একটি স্টিলের থালা নিয়ে তার উপর রাজমা ছড়িয়ে দিতে হবে | ইহার উপর একটি নীল সিল্কের ত্রিকোণাকার কাপড় পেতে দিতে হবে , যার উপর হীরের আংটি চন্দন সিঁদুর লাগিয়ে রাখতে হবে | এখন লক্ষ্মী মন্ত্র ১০৮ বার উচ্চারণ করে তারপর শুক্র মন্ত্র ১০৮ বার উচ্চারণ করতে হবে | পদ্ধতিটি পাঁচ বার করে করতে হবে অর্থাৎ লক্ষ্মী মন্ত্র পাঁচবার ১০৮ এবং শুক্রমন্ত্র পাঁচবার ১০৮ করে উচ্চারণ করতে হবে | পাঁচ রকম ফুল নিয়ে মন্ত্র উচ্চারণ করতে হবে | ইহার পর পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি নিবেদন করতে হবে | এবার আংটিটি পরে নিতে হবে | পান পাতা , হলুদের টুকরো , সুপারি , ফুল , ফল , মিষ্টি এবং ব্লাউজের কাপড় পাঁচজন মহিলার মধ্যে বিতরণ করে পূজা শেষ করতে হবে |

লক্ষ্মী মন্ত্র 

মহা ডেভাইচা বিধমাহে 

বিষ্ণু পাটনাইচা ধীমহি 

তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ 

শুক্র মন্ত্র 

অশ্ব দ্বাজায়া বিধমাহে 

ধনুর হস্থায় ধীমহি 

তন্ন শুক্র প্রচোদয়াৎ 

Author Bio

Related Posts