কুম্ভ রাশির বার্ষিক রাশিফল 2025

কুম্ভ রাশির বার্ষিক রাশিফল 2025

২০২৫ সাল স্বাগত | আমাদের প্রত্যেকেরই আগ্রহ থাকে নতুন বছর কেমন যাবে ? কি লেখা আছে কপালে ? আমরা সকলেই চাই উন্নতি , সাফল্য , সুস্বাস্থ্য , শান্তি | শুধু একা নয় , আগ্রহ থাকে পরিবারের অন্যান্য সদস্যদের জন্য | রাশিফল অনুযায়ী কি আছে আপনার ভাগ্যে ? 

ইংরেজী নতুন বছরের ভাগ্যফলটা একবার দেখে নেওয়া যাক | বছরটিতে শুভ ভাব যথেষ্ট বেশী | অশুভ ভাব অনেকটা কম | বর্ষারম্ভের প্রথম দিকে দেবগুরু বৃহস্পতি বৃষে , মঙ্গল কর্কটে , কেতু কন্যাতে , বুধ বৃশ্চিকে , রবি এবং চন্দ্র ধনুতে , শুক্র এবং শনি কুম্ভে মীনে রাহু | দুই মহাগ্রহ শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি এবং পাপগ্রহ রাহু কেতু এবছর স্থান পরিবর্তন করবে | তাই কুম্ভ রাশি সহ বারোটি রাশির নতুন বছরের সার্বিক ভাগ্য কেমন যেতে পারে , সে বিষয়ে আলোকপাত করছি |

 কুম্ভ রাশির মানুষদের ২০২৫ সাল কেমন যাবে ?

বর্ষলগ্নে আপনার মন্থরস্থান ১১ ঘরে অবস্থিত | আর্থিক, যশ ও সম্মানের দিক থেকে এই সময় আপনার পক্ষে শুভ | আপনার দৈহিক আরাম, সুখ নতুন বন্ধুত্ব হবে | রাজনীতিতে পরিপূর্ণতা পাবেন এবং আপনার চাহিদা পূরণ হবে |

জানুয়ারী

সাধারণ কাজের ব্যাপারে বিলম্ব হবে | এই সময় সুরক্ষার অভাব বোধ করবেন | কাজের প্রচুর চাপ থাকবে এবং ফলহীন কাজে জড়িয়ে পড়বেন | স্বাস্থ্যের অবনতি হবে | পারিবারিক জীবন সুখের নাও হতে পারে এবং আত্মীয়ের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা থাকবে | আপনার সাথীদের অবহেলার কারণে ক্ষতি হতে পারে | এই সময়ের শেষভাগ আপনাকে কিছুটা মুক্তি দেবে | জীবনের অন্ধকার দিকটা দেখার থেকে আলোর দিকটাই দেখুন |

ফেব্রুয়ারী

এই সময় আপনি খুব খুশিতে থাকবেন | আপনার নিজের বুদ্ধিমত্তা দক্ষতার জন্য ফলাফল ভালো হবে | আপনি শিক্ষিত ব্যক্তির সাহচর্য পাবেন | আপনি সন্মান পাবেন আপনার যশ বৃদ্ধি পাবে | সাংসারিক জীবন হবে সন্তোষজনক | সাহসী প্রয়াস আপনার উচ্চাকাঙ্খাকে সফল করবে | আপনি সফল হবেন কিন্তু কাজের বোঝা আপনাকে পরিশ্রান্ত করবে | আপনার সূক্ষ্ম ক্ষমতার জন্য আপনি উপকৃত হবেন | আপনার শারীরিক অবস্থা সন্তোষজনক হবে |  

মার্চ

এই সময় আপনি মিশ্র ফল পাবেন | হঠাৎ ভাগ্য পরিবর্তন হবে | আপনার সামাজিক পরিধির  প্রসার ঘটবে | প্রেম প্রণয়ের ব্যাপারে এই সময় ভালো নয় | প্রিয়জনের সঙ্গে কলহ এবং শত্রুতা হতে পারে | আপনার খরচ অযাচিতভাবে বৃদ্ধি পাবে | ভ্রমণ কাজের হবে না | ঝুঁকিমূলক কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে | সম্ভবত ঝুঁকি নেবার পক্ষে এই সময়টা ঠিক নয় | ছোটখাটো শারীরিক সমস্যা হতে পারে |  

এপ্রিল 

এই সময় আপনি খুব স্বচ্ছন্দ বোধ করবেন | আপনার চারিদিকে একটি সুখের বাতাবরণ থাকবে | বিপরীত লিঙ্গের প্রতি সফল ভাবে ঝুঁকবেন | যুগ্মভাবে সুখী হবেন | একটু বেশি খাটলে বেশি উপার্জন করতে পারবেন | বিরাট পার্টি দেবার ইচ্ছা প্রকাশ করবেন | শিল্পকলা, সংগীত সাহিত্যে আগ্রহ প্রকাশ করবেন | ছোটখাটো শারীরিক সমস্যা আপনাকে বিব্রত করবে | পরিবারের সদস্যরা পূর্ণ সহযোগিতা করবেন |

মে

এই সময় আপনি জীবনের প্রতি সফল পদক্ষেপ গ্রহণ করবেন এবং অতি বিশ্বাসী হবেন | আপনি সরকারি কিংবা ব্যক্তিজীবনে ক্ষমতা দাপট দেখাবেন | স্বল্পদৈর্ঘ্যের ভ্রমণ হবার সম্ভাবনা নেই | আপনার কঠোর পরিশ্রম আপনাকে ফলপ্রসূ করবে | দাতব্য সামাজিক সংস্থাগুলিতে মুক্ত হস্তে দান করবেন | স্বাস্থ্য ভালো যাবে না এবং পরিবারে অসুখ বিসুখ লেগে থাকবে |

কুম্ভ রাশির বার্ষিক রাশিফল

জুন

এটি খুবই সুসময় | আপনি আরামে এবং সুখে সময় কাটাবেন | পিতামাতার সঙ্গে সম্পর্ক খুবই আন্তরিক হবে | কর্মে পদোন্নতির সম্ভাবনা , শত্রুদের টেক্কা দেবেন |

বিচার ক্ষমতা সম্পর্কে সাবধান থাকুন এবং স্বাতন্ত্র্যহানি হতে পারে | পরিবারের সদস্য স্বাস্থ্য সমস্যায় পড়বে | ধারণার বশবর্তী হয়ে কিছু করবেন না | আপনার আয়ত্তের বাইরে খরচ হতে পারে | বন্ধু বা সঙ্গীরা আপনাকে বিমুখ করতে পারে | ভ্রমণে পরিশ্রান্ত হতে পারেন

জুলাই 

আপনি খুব এলোমেলো ভাবে কাজ করবেন | অলীক কল্পনা থেকে বিরত থাকুন | একটি ভীতিজনক চিন্তা আপনার উপর চেপে বসবে | নিজের লোক বহুবার আপনাকে বঞ্চনা করবে | কর্কশ স্বভাব থাকার জন্য ভালো ফল হবে না | বিপরীত লিঙ্গের সাথে বন্ধুত্ব মোটেই আন্তরিক হবে না | চটজলদি উপার্জনের উপায়গুলিকে ভালো ভাবে খুঁটিয়ে দেখুন | স্মৃতি নয় , বাস্তব নিয়ে বাঁচুন | গুপ্ত শারীরিক রোগ আপনার সুখের কাঁটা হয়ে দাঁড়াবে |

আগস্ট

আপনার কাজকর্ম দাপটপূর্ণ এবং তা থেকে শ্রদ্ধা অর্জন করবেন | আপনার আত্মবিশ্বাস চমৎকার | সামাজিক পরিধির প্রসার ঘটবে | স্বল্প দূরত্বের ভ্রমণে লাভ আছে | পরিবারের ভালোর জন্য কিছু করার ইচ্ছা থাকবে | বিবাহিত হলে বৈবাহিক সুখ থাকবে | আপনার অংশীদার বা সঙ্গীর সাথে তাল মিলিয়ে চলবেন | কোন বয়স্ক ব্যক্তিদের সহযোগিতা পাবেন | অল্পস্বল্প শারীরিক সমস্যা হতে পারে |

সেপ্টেম্বর

অনাকাঙ্খিত সমস্যা এসে হাজির হবে | পরিবার পরিজনের সঙ্গে আন্তরিক সম্পর্ক রাখুন না হলে ঝগড়ায় জড়িয়ে পড়বেন | শরীরের প্রতি দৃষ্টি রাখুন | দীর্ঘদিন ধরে অসুস্থতার সম্ভাবনা রয়েছে | অসৎ কর্মকে প্রশ্রয় দেবেন না | গোপন কাজকর্মকে এড়িয়ে চলুন | গুরুত্বপূর্ণ দলিলে সই করার আগে তা ভালো করে জানুন | ব্যবসায়িক ব্যাপারগুলোকে ভালো করে জেনে এগোবেন |

বন্ধুবান্ধবরা আপনাকে সাহায্য করবে | এই সময় আশা আকাঙ্খার সার্থক রূপদান হবে | কোন লাভজনক কাজে যুক্ত হতে পারেন | দূরবর্তী স্থানে ভ্রমণ হতে পারে | বিপরীত লিঙ্গের কাছে খুব জনপ্রিয় হবেন | সর্বমোট ভালো ফল হবে |

অক্টোবর 

প্রচুর বিঘ্নের সম্মুখীন হবেন যার কারণে কষ্ট পাবেন | আপনার ঔদ্ধত্যের জন্য অবস্থার দুর্বিপাকে পড়তে পারেন | আপনার শারীরিক সমস্যা হতে পারে | আপনার খরচ বেড়ে যেতে পারে | আপনার স্বামী বা স্ত্রীর শরীরের কিছু উন্নতি হতে পারে , কিন্তু পুরোপুরি সেরে উঠার জন্য কিছুটা সময় নেবে | আপনার মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হবে |

নভেম্বর

এই সময় নানা দুর্ঘটনা মানসিক উদ্বেগ সৃষ্টি করবে | উদ্যোগে নিশ্চিত ভাবে ব্যর্থতা আসবে | আপনার অলীক কল্পনাগুলি দুঃস্বপ্নে পরিণত হতে পারে | স্ত্রী বা স্বামী কিংবা প্রিয়তম বা প্রিয়তমার ব্যবহার অসহনীয় হয়ে উঠবে | ব্যবসা বাণিজ্যে ভালো ফল নাও করতে পারেন | সবসময় আপনার চারিদিকে অস্বস্তি ঘিরে থাকবে | শারীরিক সমস্যা আপনার প্রতিজ্ঞা পালনের বাধা হয়ে দাঁড়াবে | দুর্বোধ্য বিজ্ঞান সম্পর্কে আগ্রহ জন্মাবে এবং চরম মানসিক অভিজ্ঞতা লাভ করবেন |

ডিসেম্বর

ব্যবসা বাণিজ্যের কাজে আপনি খুব ভালো ফল করবেন | ব্যবসায়ে বৃদ্ধি লাভও আপনার এই সময় হতে পারে | বড়দের এবং ঊর্ধতন কর্তৃপক্ষের থেকে ভালোবাসা এবং সন্মান পাবেন | আয় ভালোই হবে | বাড়ির কাজে খরচ করবেন | ব্যবসা বা কাজের ব্যাপারে ঘন ঘন ভ্রমণ যোগ আছে | শত্রুরা আপনার মর্যাদাহানি করার চেষ্টা করবে যদিও তারা শেষ পর্যন্ত ব্যর্থ হবে | পারিবারিক জীবন খুব সুখের হবে |

Author Bio

Related Posts