জন্মকুণ্ডলীতে শীঘ্রগামী গ্রহের চেয়ে মন্দগামী গ্রহের গুরুত্ব কি অনেক বেশি ?
রবির গোচর ফল : আমাদের অনেকগুলি গ্রহ আছে | আর এই গ্রহরা রাশিচক্রে অবিরাম ঘুরে চলেছে | আমাদের জন্মকালীন লগ্ন ,জন্মরাশি ও জন্মনক্ষত্র রা গ্রহের সাথে যে সম্বন্ধ গড়ে ওঠে | আর সেগুলিকে বিচার করে যে ফলাফল আমরা পাই তাকে আমরা বলি গোচর ফলাদেশ |
জন্ম রাশিতে যদি রবি অবস্থান করে তাহলে জাতক বা জাতিকার শরীর ভালো যায় | কিন্তু নানা রকম সমস্যা দেখা দিতে পারে যেমন রোগ ,শোক ,মানসিক অশান্তি ,অবনতি ,মামলা ,কলহ প্রভৃতি অশুভ ফল দেখা দেবে |
জন্মকুণ্ডলীতে দ্বিতীয়ে যদি রবি অবস্থান করে তাহলে জাতক বা জাতিকার অর্থক্ষতি ,অযথা ব্যায় ,ভয় ,হতাশা ,উদাসীনতা ,প্রতারিত হওয়ার সম্ভবনা দেখা দেবে |
জন্মকুণ্ডলীতে যদি তৃতীয়ে রবি যদি অবস্থান করে তাহলে শুভ ফললাভ হয় যেমন মামলার জয়লাভ ,অর্থলাভ ,কর্মে সুখলাভ ,কাজের জগতে পদোন্নতি ,সমৃদ্ধি বৃদ্ধি ,শত্রুর অবসান হয় |
আর যদি চতুর্থে রবি অবস্থান করে তাহলে খারাপ ফল ভোগ করতে হয় | যেমন হঠাৎ করে শরীরে নানান রোগের প্রকোপ বাড়বে ,বিনা কারণে রক্তপাত হতে পারে ,পুরোনো কোনো অসুখ আবার নতুন করে দেখা দেবে ,পরিবারের মধ্যে অকারণে ঝগড়া ঝামেলার সৃষ্টি হবে ,হঠাৎ কোনো মামলায় জড়িয়ে পরতে পারেন এবং মানহানি ও হতে পারে |
জন্মকুণ্ডলীতে রবি যদি পঞ্চমে অবস্থান করে তাহলে খারাপ ফল দেখা যায় যেমন ধরুন স্বাস্থ্যের অবনতি দেখা দেবে ,অকারণে দুশ্চিন্তায় জড়িয়ে পরা ,দারিদ্রতা এমনকি কাজের জায়গায় অশান্তির সৃষ্টি হতে পারে ,কোনো নিকট আত্মীয়ের সাথে অকারণে মনোমালিন্য দেখা দিতে পারে |
রবি যদি জন্মকুণ্ডলীতে ষষ্ঠে অবস্থান করে তাহলে তো ভালো ফল নিয়ে আসে | যেমন জাতক বা জাতিকার সন্মান বৃদ্ধি পাবে ,পুরোনো কোনো রোগ থেকে মুক্তি লাভ হবে ,সাংসারিক সুখ বৃদ্ধি পাবে ,মামলায় জয়লাভ হবে ,পুরোনো কোনো শত্রুর দমন হবে ,আয় উন্নতি বাড়বে |
সপ্তম ঘরে রবি যদি অবস্থান করে তাহলে জাতক বা জাতিকার অর্থনৈতিক সমস্যা দেখা দেবে ,নানা অসুখ বিসুখ দেখা দেবে ,কোনো কারণ ছাড়াই হটাৎ কিছু পরিবর্তন হবে ,ভ্রমণে কোনো আনন্দ পাবেন না ,কাজের জগতে বাধার সৃষ্টি হতে পারে তার ফলে হতাশার সৃষ্টি হবে |
জন্মকুণ্ডলীতে রবি যখন অষ্টমে অবস্থান করবে তখন জাতক বা জাতিকার কোনো কারণে শোক , দুঃখ পাবেন ,হঠাৎ কোনো দুর্ঘটনায় পরতে হতে পারে ,নিজের লোক জন দের সাথে বিনা কারণে ভুল বোঝা বুঝির সৃষ্টি হবে ,অকারণে গৃহে অশান্তির সৃষ্টি হবে ,হজমের গন্ডগোল দেখা যাবে আর পিতার অশুভ কোনো কিছু ঘটতে পারে |
জন্মকুণ্ডলীতে রবি যখন নবমে অবস্থান করবে তখন জাতক বা জাতিকার কোনো কারণে শোক , দুঃখ পাবেন ,হঠাৎ কোনো দুর্ঘটনায় পরতে হতে পারে ,নিজের লোক জন দের সাথে বিনা কারণে ভুল বোঝা বুঝির সৃষ্টি হবে ,অকারণে গৃহে অশান্তির সৃষ্টি হবে ,হজমের গন্ডগোল দেখা যাবে আর পিতার অশুভ কোনো কিছু ঘটতে পারে |
জন্মকুণ্ডলীতে রবি যখন দশমে অবস্থান করবে তখন ভালো কিছু ফল নিয়ে আসবে যেমন যে কোনো কাজের প্রচেষ্টায় সাফল্য লাভ করবেন ,নতুন কোনো কর্ম লাভ হবে ,দিন দিন আরো উন্নতি হবে ,আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে এবং সমাজের উঁচুতলার মানুষের সাথে যোগা যোগ বাড়বে |
রবি যখন একাদশে অবস্থান করে তখন জাতক বা জাতিকার সুফল নিয়ে আসে | যেমন পুরোনো কোনো রোগ থেকে মুক্তি পাবেন ,মানসিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে ,যে কোনো ব্যাবসায় লাভবান হবেন ,আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে ,বিবাহ উৎসব ও তার সাথে সাথে সন্মান লাভ ও হবে |
দ্বাদশে রবি অবস্থান করলে খারাপ ফল ভোগ করতে হবে জাতক জাতিকাকে | যেমন কোনো কারণ ছাড়াই দুশ্চিন্তায় পরতে হতে পারে ,মানসিক হতাশায় ভুগবেন ,বিনা কারণে ঘোরাঘুরি,কর্মে ঝামেলা ঝঞ্ঝাট বাড়বে ,আর্থিক ক্ষতির সম্ভবনা আছে ,হঠাৎ করে কোনো বিপদ আসতে পারে |
তবে একটা কথা বলা যেতে পারে যে রবি হলো শীঘ্রগ্রহ |অতএব জন্মকুণ্ডলীতে শীঘ্রগামী গ্রহের চেয়ে মন্দগামী গ্রহের গুরুত্ব অনেক বেশি | জন্মকালীন রবির ওপর দিয়ে যখন মন্দগামী গ্রহ গুলো দৃষ্টি দেয় তখন সেই খারাপ ফল গুলি জাতক বা জাতিকার জীবনের ওপরে বিশেষ প্রভাব ফেলে দিয়ে যায় |
রবির ওপর যখন শনির দৃষ্টি পরে তখন খারাপ ফল ভোগ করতে হয় | যেমন পিতার অশুভ কিছু ঘটবে ,বাড়ির বয়স্ক ব্যাক্তিদের সাথে অসদ্ভাব দেখা দেবে ,কর্মহীন হয়ে পরতে হতে পারে প্রভৃতি অশুভ ফল দেখা দিতে পারে |
তেমনি আবার রবির ওপর যখন বৃহস্পতির দৃষ্টি পরে তখন পিতার জন্য শুভ কিছু ঘটতে পারে ,আবার কর্ম জীবনে ও ভালো কিছু ঘটবে ,আবার জীবনী শক্তি বেড়ে যাবে এইরকম শুভ কিছু ফল দেখা যাবে জাতক বা জাতিকার ওপর |
আবার রবির ওপর যদি রাহুর দৃষ্টি পরে তাহলে সব দিক থেকে খারাপ কিছু ফল ভুগতে হতে পারে | যেমন জীবন অতিষ্ট করে তুলবে | কোনো কিছু তেই আপনি শান্তি পাবেন না | সব সময় মানসিক অশান্তিতে ভুগতে হতে পারে |
ঠিক একইরকম ভাবে যদি রবির ওপর কেতুর প্রভাব যদি পরে তাহলে নানা রকম অবসাদে ভুগতে হতে পারে | আপনি কোনো কিছুতেই শান্তি পাবেন না | সব সময় অশান্তি আপনাকে গ্রাস করবে |
আবার যদি জন্মকুণ্ডলীতে রবির ওপর মঙ্গলের দৃষ্টি পরে তাহলে তো খারাপ ফল দেখা যাবে | যেমন ধরুন আপনার অস্থিরতা বাড়বে , হঠাৎ কোনো কারণ ছাড়া আপনি রেগে যাবেন ,আপনার মধ্যে হটকারিতা ও দুঃসাহস দেখা দেবে প্রভৃতি | নানা রকম ঝামেলায় জড়িয়ে পরতে হতে পারে | গুরুজন ,সন্তান সবার জন্য অশান্তিতে ভুগতে হতে হবে |