মেষ রাশিফল 2023: কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকার?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, মেষ রাশিফল 2023 (Aries Horoscope 2023 in Bengali) কেমন যাবে তা জানার জন্য, এই বিশেষ প্রবন্ধটি পড়ুন কারণ এটির অধীনে অর্থাৎ মেষ রাশিফল ​​2023-এর অধীনে প্রতি মাসের আলাদা আলাদা মেষ রাশির ভবিষ্যৎ বাণী দেওয়া আছে। এখানে মেষরাশির জাতক/জাতিকাদের কেরিয়ার অর্থাৎ চাকরি এবং ব্যবসা আপনার আর্থিক অবস্থা, শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন, শত্রুতা এবং স্বাস্থ্যের মতো ক্ষেত্রে কী ধরনের ফলাফল নিয়ে আসছে তা উল্লেখ করা আছে। এই নিবন্ধে সমস্ত ক্ষেত্রে মেষ রাশির ভবিষ্যৎ বাণী 2023 দেওয়া হয়েছে।

মেষ রাশিফল 2023 অনুসারে, এই রাশির দেহ সুস্থ থাকবে, ফোঁড়া ও লিভার কিছু কষ্ট দেবে। অর্থ ভাব শুভ, বৃহস্পতি বছরের শুরুতে  নিজ ভাবে থাকার জন্য সুযোগ নষ্ট হবে। বর্তমান বৎসরে ভাগ্য উন্নতিতে বাধা, সম্মান লাভ আছে। বিদ্যাক্ষেত্রে মনের মতো লাভে বাধা। ফাটকায় অথবা লটারিতে প্রাপ্তি। আসুন বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক মেষ রাশির বার্ষিক রাশিফল ​​2023।

2023 এ কোন সময়ে শুভ কাজ শুরু করবেন তা জানতে কলকাতার সেরা জ্যোতিষীর সাথে কথা বলুন।

মেষ রাশিফল 2023

মেষ রাশির জানুয়ারী মাস কেমন যাবে ?

মেষ রাশিফল 2023 অনুসারে, প্রথম মাসটি আর্থিক দিক থেকে মোটামুটি শুভ। তবে সামাজিক ক্ষেত্র অবনতি হতে পারে।
১ জানুয়ারী-৭ জানুয়ারী, চিন্তা বৃদ্ধি, অর্থ ব্যায়, দেহ পীড়া, অর্থাগম, ব্যায়বৃদ্ধি হবে।
৮ জানুয়ারী-১৪ জানুয়ারী, পুরাতন কাজে অগ্রগতি, আয় মধ্যম, ব্যায় বৃদ্ধি, ব্যবসায় বাধা।
১৫ জানুয়ারী-২১ জানুয়ারী, নতুন নিয়োগ লোকসান, কর্ম উদ্যম, নতুন যোগাযোগ।
২২ জানুয়ারী-২৮ জানুয়ারী, বিবাহ ব্যাপারে নতুন চিন্তা, দাম্পত্য প্রেম চিন্তা, অবসাদ।
২৯ জানুয়ারী-৩১ জানুয়ারী, যৌন ব্যাধি কষ্ট, অযথা বদনাম, সামাজিক অপবাদ ভয়।

মেষ রাশির  ফেব্রূয়ারি মাস কেমন যাবে ?

আপনার কর্মের জন্য এই মাসের শুরুটা মেষ রাশিফল ​​2023 র অনুসারে খুব একটা মন্দ যাবে না।
১ ফেব্রুয়ারী-৭ ফেব্রুয়ারী, কিছু ব্যাপারে আশাতিত ফল লাভ হবে না। কর্মে বাধা, প্রাপ্তিযোগ, দেহ মধ্যম।
৮ ফেব্রুয়ারী -১৪ ফেব্রুয়ারী, কর্ম সিদ্ধি লাভ, নতুন কাজে হাত দেবার সময় অকারণ অশান্তি, পরিবর্তন আশা করা যায়।
১৫ ফেব্রুয়ারী-২১ ফেব্রুয়ারী, ঝোকের মাথায় অর্থনাশ, কিছু চিন্তা, মিশ্র পরিবেশ, দিনটি জটিলতা পূর্ণর মধ্যে শুভযোগ।
২২ ফেব্রুয়ারী-২৭ ফেব্রুয়ারী, ঝামেলা এড়িয়ে চলা দরকার, দেহ মধ্যম, কিছু অর্থাগম, বকেয়া প্রাপ্তি যোগ।
২৮ ফেব্রুয়ারী,  মিশ্র ফল থাকবে, কর্মে বাধা, নতুন যোগাযোগ, প্রচেষ্টায় বাধা, আত্মীয় চিন্তা।

মেষ রাশির মার্চ মাস কেমন যাবে ?

মেষ রাশিফল 2023 র অনুসারে মেষ রাশির জাতক/জাতিকাদের জন্য এ মাসের শুরুটা উত্থান-পতনের মধ্য দিয়ে যাবে।

১ মার্চ -৭ মার্চ, কার্য্যে কিছুটা গতি বৃদ্ধি, শত্রু বশ হবে, অযথা চিন্তা, ঘটনা বহুল, নিজের ভুলে অর্থক্ষতি, দেহ মধ্যম।
৮ মার্চ -১৪ মার্চ, প্রাপ্তিযোগ, খ্যাতি বৃদ্ধি, অশান্তি, উদর মাথা বাতপীড়া, কর্মে ব্যাঘাত, মিশ্র দিন।
১৫ মার্চ-২১ মার্চ, অর্থবাধা, আয় বাধা, প্রচেস্টায় বাধা, কর্মে মন্থর গতি, বৈকালে কিছু অর্থাগম।
২২ মার্চ-২৮ মার্চ, উৎসব মিশ্রদিন, ক্রোধ, ক্লান্তি, কর্ম মন্থর গতি, প্রচেষ্টায় উন্নতি, দেহ সুস্থ।
২৯ মার্চ-৩১ মার্চ, বিশেষ ব্যাক্তির সঙ্গে যোগাযোগ, আনন্দ, পারিবারিক দুঃখ, শেষ দিনটি মিশ্র ফল।

মেষরাশির এপ্রিল মাস কেমন যাবে?

মেষ রাশিফল ​​2023 (Aries Horoscope 2023) অনুসারে এই সময়ে আপনাকে অনেক মনোযোগ দিয়ে কাজ করতে হবে।
১ এপ্রিল-৭ এপ্রিল, ভ্রমণে আঘাত, ব্যায় বৃদ্ধি, দাম্পত্য কলহ, শত্রু পরিকল্পিত আয় নেই।
৮ এপ্রিল-১৪ এপ্রিল, ব্যাক্তিগত ক্ষমতা বৃদ্ধি, বুদ্ধির ভুলে ঝামেলা, শরীর মন অবসাদ।
১৫ এপ্রিল-২১ এপ্রিল, শরীর বিষয়ে সাবধান, যোগাযোগে বাধা, সমস্যাবহুল দিন, নিরাশা।
২২ এপ্রিল-২৮ এপ্রিল, চেষ্টায় প্রাপ্তিযোগ, কিছু পরিবর্তনের আশা, গুপ্ত শত্রুর চক্রান্ত।
২৯ এপ্রিল-৩0 এপ্রিল, গুরুত্বপূর্ণ কাজ কিছু হবে, চাকরিতে মতানৈক্য, অযথা অর্থ নাশ।

মেষরাশির মে মাস কেমন যাবে?

এই সময়ে পারিবারিক সম্পত্তি নিয়ে কিছু বিবাদের সম্ভাবনা রয়েছে। তবে মেষ রাশিফল ​​2023 (Aries Horoscope 2023 in Bengali) অনুসারে আপনাকে সাবধানে থাকতে হবে।
১ মে-৭  মে, মানসিক কর্ম উদ্যম, কর্মে সফলতা, দেহ মধ্যম, অর্থাগম, ব্যায়বৃদ্ধি, কর্ম চাপ, সাংসারিক চিন্তা।
৮ মে-১৪ মে, অর্থাগমের সম্ভাবনা, কর্ম ক্ষেত্রে বাধা, মানসিক অবসাদ, কিছু জটিলতা, নতুন যোগাযোগ।
১৫ মে-২১ মে, আইন গত ব্যাপারে ঝামেলা, পুরাতন সমস্যা বৃদ্ধি, প্রাপ্তি যোগ, কর্মে অগ্রগতি, দেহকষ্ট।
২২ মে- ২৮ মে, পরিবেশ অনুকূল,আত্মীয় সমাগম অথবা অর্থ ব্যায়, সামান্য অর্থ লাভ, কিছু জটিলতা।
২৯ মে-৩১ মে, প্রথম দিন মিশ্রফল, অর্থনৈতিক শুভযোগ, পরিস্থিতি অঝথা জটিলভাব, কর্মে বাধা।

মেষরাশির জুন মাস কেমন যাবে?

মেষ রাশিফল 2023 র অনুসারে, এ মাসটা মেষ রাশির জাতক জাতিকাদের ভ্রমণের জন্য শুভ।
১ জুন-৭ জুন, চঞ্চলতা, কর্মে লোকসান, ব্যায়বৃদ্ধি, পারিবারিক কিছু অশান্তি যোগ, মতান্তর।
৮ জুন-১৪ জুন, দিনটি বিশেষভাবে শুভ, নতুন কাজে হাত দেবার সময়, পরিবর্তনের আশা নেই।
১৫ জুন-২১ জুন, ভ্রমণে লাভ, ক্রোধ, অযথা অর্থনাশ, অর্থাগম বাধা, ঋণ, অবসাদ।
২২ জুন-২৮ জুন, আত্মীয় হিংসা দ্বারা কর্মে বাধা, মানসিক চাপ তবুও মানসিক উদ্যম, দেহ ভাব শুভ।
২৯ জুন-৩0 জুন, অযথা প্রতিবেশী ঝামেলায় জড়িয়ে পরার সম্ভাবনায় কর্মে ক্ষতি, অর্থে বাধা। 

মেষরাশির জুলাই মাস কেমন যাবে ?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, মেষ রাশিফল ​​2023 বলে যে, এই মাসটি মেষ রাশির জাতক/জাতিকাদের জন্য অত্যন্ত উপকারী হতে চলেছে।

১ জুলাই-৭ জুলাই, সমস্যা সমাধানের পথে, অর্থাগম, প্রাপ্তি, প্রেম দাম্পত্য পারিবারিক আনন্দ।
৮ জুলাই-১৪ জুলাই, বিবাহের যোগাযোগ, চাকুরী শুভ, ব্যবসায় মধ্যম, ব্যাবসায় উৎসাহ।
১৫ জুলাই-২১ জুলাই, বুদ্ধির ভুলে  যোগাযোগ নষ্ট, মনকষ্ট, দেহসুস্থ, ব্যায়বৃদ্ধি।
২২ জুলাই-৩১ জুলাই, ক্রোধ, সাংসারিক মন কষ্ট, বৈকালে অর্থাগম, মানসিক সুস্থতা। 

মেষরাশির অগাস্ট মাস কেমন যাবে ?

এ সময় আপনার অধৈর্যতা এড়াতে হবে।
১ আগস্ট-৭ আগস্ট, কিছু অর্থপ্রাপ্তি যোগ, আশা প্রদ পরিবেশ, কর্মে বাধা, শরীর সুস্থ।
৮ আগস্ট-১৪ আগস্ট, কর্মে ক্ষেত্রে শুভ, সমস্যাবহুল দুশ্চিন্তা, কিছু প্রাপ্তি যোগ, পরিবর্তনের আশা।
১৫ আগস্ট-২১ আগস্ট, অকারণ অশান্তি, মনে অবসাদ, কর্মপ্রচেতায় বাধা, কিছু প্রাপ্তি যোগ, নতুন প্রচেষ্টা।
২২ আগস্ট-২৮ আগস্ট, প্রচেষ্টায় বাধা, ব্যায়বৃদ্ধি, দেহকষ্ট লাঘব, গৃহ শান্তি।
২৯ আগস্ট-৩১ আগস্ট, কর্ম যোগাযোগ, অর্থব্যয়, ভ্রমণে আয় ও যোগাযোগ, অযথা ঝামেলা বৃদ্ধি, অযথা অর্থনাশ।

মেষরাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে?

মেষ রাশিফল 2023 (mesh rashifal 2023 in bengali) র অনুসারে এ মাসটা মেষ রাশির জাতক/জাতিকাদের জীবনে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা থাকবে।

১ সেপ্টেম্বর-৭ সেপ্টেম্বর, জেদে পুরাতন ঝামেলার মীমাংসা হবে, অর্থাগম হবে।
৮ সেপ্টেম্বর-১৪ সেপ্টেম্বর, রাজনৈতিক সাফল্য লাভ, চাকুরী শুভ, ব্যাবসায়ে লাভ, অর্থাগম।
১৫ সেপ্টেম্বর-২১ সেপ্টেম্বর, বন্ধুর দ্বারা উপকার, ভ্রমণ যোগ, কর্মের ক্ষতি, অযথা অর্থ ক্ষতি।
২২ সেপ্টেম্বর-২৮ সেপ্টেম্বর, সংবাদ দানে অর্থ ব্যায়, পারিবারিক কিছু চিন্তা, অর্থনাশ।
২৯ সেপ্টেম্বর-৩0 সেপ্টেম্বর, সমস্যার সমাধান, কাগজ খাদ্যদ্রব্য ব্যাবসায় লাভ।

মেষরাশির অক্টোবর মাস কেমন যাবে?

মেষ রাশির ভবিষ্যৎ বাণী 2023 অনুসারে, এ মাসে আপনার কর্ম ও প্রেমে সাফল্য আসছে।
১ অক্টোবর-৭ অক্টোবর, মানসিক কষ্ট, অর্থটান, লাভের আশায় বাধা, সকালে পুনঃ ঝামেলা, মন অস্থির।
৮ অক্টোবর-১৪ অক্টোবর, কিছুটা শান্তির আশা, শুভ পরিবর্তন, অর্থাগম, ঝামেলা রেহাই, দিনটি শুভ।
১৫ অক্টোবর-২১ অক্টোবর, শরীরটা ভালো থাকলেও অবসাদ, সমস্যার সমাধান, আশাপ্রদ দিন, প্রেমে সাফল্য।
২২ অক্টোবর-২৮ অক্টোবর, কর্মে সাফল্য, চাকুরী শুভ, ব্যাবসায় মধ্যম, দেহ পীড়া, মিশ্রফল।
২৯ অক্টোবর-৩১ অক্টোবর, ফাটকা ব্যাবসায় অর্থ ক্ষতি, প্রেমে ভুল বোঝাবুঝির মীমাংসার পথে।

মেষরাশির নভেম্বর মাস কেমন যাবে?

এ মাসের শুরুটা মেষ রাশিফল ​​2023 (Mesh rashifal 2023 in bengali) র অনুসারে ভালো যাবে।
১ নভেম্বর-৭ নভেম্বর, কর্ম শুভ, সন্মান লাভ, উদাসীনতায় বিশ্বাসে প্রতারণা যোগ।
৮ নভেম্বর-১৪ নভেম্বর, নিজ ভুলের জন্য মন কষ্ট, অর্থচাপ, ঋণ, ব্যায়বৃদ্ধি, অবসাদ।
১৫ নভেম্বর-২১ নভেম্বর, পরিবর্তনে আশা কম, অযথা অর্থব্যয়, মতান্তর, কিছু শুভ কিছু অশুভ।
২২ নভেম্বর-৩০ নভেম্বর, শরীর সম্পর্কে সাবধান, মিশ্র পরিবেশ, বুদ্ধি ভুলে অর্থনাশ।

মেষরাশির ডিসেম্বর মাস কেমন যাবে?

মেষ রাশিফল ​​2023 অনুসারে, বিশেষ করে এ সময়টা আপনার স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়।
১ ডিসেম্বর-৭ ডিসেম্বর, আশানুরূপ কর্ম সফলতা হবে না, ব্যবসা মধ্যম, চাকুরী একই প্রকার।
৮ ডিসেম্বর-১৪ ডিসেম্বর, মনকষ্ট, কর্মে জটিলতা, অর্থব্যয়, আয়ে বাধা, মিশ্ৰদিন।
১৫ ডিসেম্বর-২১ ডিসেম্বর, দিনগুলি আশাপ্রদ নয়, মিশ্র ফল দেবে, অযথা ক্রোধে অর্থ কর্ম নাশ।
২২ ডিসেম্বর-২৮ ডিসেম্বর, শরীর মধ্যম, লিভার পীড়া কষ্ট দেবে, শুভ পরিবর্তন আশা করা যায় না।
২৯ ডিসেম্বর-৩১ ডিসেম্বর, কর্ম ক্ষেত্রে কিছুটা সুফল পাওয়া যাবে, মিশ্ৰদিন, শেষদিন বিকালে শুভ ফল।

মেষ রাশিফল 2023: মেষরাশির লগ্ন ফল

মেষলগ্ন ও মেষরাশি – বর্তমান বৎসরে দেহ মধ্যম থাকা সত্ত্বেও দেহে আঘাত ভয়, অর্থটান, যোগাযোগ বাধা, শত্রুরা নরম হবে, দাম্পত্য সুখে বাধা, পারিবারিক চিন্তা বৃদ্ধি।
বৃষ লগ্ন ও মেষরাশি – দেহ ভালো অপেক্ষা মন্দটাই বেশি। রাজনীতি, সামাজিক কাজে বদনাম দেখা দেবে। নানা দিকে আর্থিক আমদানি, ব্যায় বড়ো ধরণের, ঝোকের মাথায় অর্থক্ষতি।
মিথুন লগ্ন ও মেষরাশি – ব্যবসায় হতাশার, বিদ্যায় বাধা, আর্থিক শুভ নয়, শত্রু মাথা চাড়া দেবে, শত্রু বৎসরের শেষে নতি শিকার করবে।
কর্কট লগ্ন ও মেষরাশি – বেশি বয়সের জাতক-জাতিকার বর্তমান বৎসরে দেহে অশুভ ভয়, অর্থাগমে বাধা, শুভ কাজে বাধা, বিদ্যায় বাধা, শত বাধার মধ্যেও বছরের শেষে উন্নতি যোগ।
সিংহ লগ্ন ও মেষরাশি – দেহ ভাব মোটেই ভালো নয়, লিভার হার্ট-অসুস্থ থাকবে, অর্থনাশ,পরিকল্পনায় কর্মে সিদ্ধিলাভ হবে না, বিশ্বাসী লোক বন্ধু দ্বারা অর্থচাপ, দাম্পত্য মধ্যম।
কন্যালগ্ন ও মেষরাশি – হঠাৎ অর্থ হানি, পারিবারিক মধ্যম, স্বাস্থ্য চিন্তা, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, রাজনীতিতে ক্ষতির সম্ভবনা থাকবে, ব্যবসায় লাভের আশা থাকা সত্ত্বেও শেষে অর্থচাপ।
তুলালগ্ন ও মেষরাশি – দেহভাব শুভ, গুপ্তরোগ কষ্ট দেবে, ধনভাব শুভ নয়, হতাশা ভাব থাকবে, হঠাৎ কোনো কাজের দায়িত্ব নেওয়া উচিত নয়, শুভ খবরে আনন্দ লাভ, সম্মান বৃদ্ধি।
বৃশ্চিক লগ্ন ও মেষরাশি – প্রচণ্ড চাপের মধ্যে সার্থকতা, কফ-বাত পেটের রোগে কষ্ট ভাব, পারিবারিক মতো বিরোধ, আর্থিক শুভ নয়, কর্ম চিন্তা থাকবে।বন্ধুর দ্বারা উপকৃত, পুরাতন সমস্যা সমাধানের পথে।
ধনু লগ্ন ও মেষরাশি – মধ্যম ভাবে বৎসর চলিবে, প্রাপ্তি যোগ দেখা যায়, বন্ধুর কথার প্রতি আস্থা রাখা যায় না, বিদ্যায় অলসতা, পারিবারিক চিন্তায় কষ্ট।
মকর লগ্ন ও মেষরাশি – বক্ষ রোগ ও বাত প্রেমের রোগ। অর্থব্যয়, অসৎ বন্ধু বিচ্ছেদ, প্রেম দাম্পত্য অযথা অশান্তি, পারিবারিক চিন্তা বৃদ্ধি পাবে।
কুম্ভ লগ্ন ও মেষরাশি – দেহভাব মধ্যম, শুভাশুভ মিশ্র ফল, হঠাৎ প্রাপ্তি যোগ, ঋণ শোধ, নতুন কাজের উদ্যম, ব্যাবসা শুভ, বৎসর শেষে দুই মাস অর্থনাশ।
মীনলগ্ন ও মেষরাশি – নিম্নাঙ্গের ব্যাধি অথবা গুপ্ত যৌন ব্যাধি, আত্মীয়দের সঙ্গে মত বিরোধ, শুভ যোগাযোগ, ব্যাবসায়ীদের শুভ বৎসর, আয়ে বাধা, বিদ্যায় উৎসাহ, মতানৈক্য থাকবে।

মেষ রাশিফল 2023: এর সার্বিক ফলাফল:

পরিশেষে মেষ রাশি 2023 কেমন যাবে, এই জাতক-জাতিকার ক্ষেত্রে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি (শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, ব্যবসা, বিবাহ ইত্যাদি) উপর কিভাবে প্রভাব বিস্তার করে চলেছে তা উল্লেখ করার পাশাপাশি প্রয়োজনীয় গ্রহ প্রতিবিধানের মাধ্যমে কিভাবে গ্রহের রোষ এড়িয়ে জীবনকে সুখ শান্তির সমৃদ্ধিতে পরিপূর্ণ করে তোলা যায় নিম্নে তার হদিশ রইলো-

স্বামী-স্ত্রীর ক্ষেত্র: মেষ রাশির যে সকল জাতক-জাতিকা বিগত কয়েক বছর ধরে ভাগ্য বিপর্যয়ের শিকার – এই বছরে তারা স্বামী-স্ত্রীর ভাগ্যে অনেকটা শুভ ফল আশা করতে পারেন। তবে গুপ্তশত্রুতা থেকে সাবধানতা অবলম্বন প্রয়োজন।

সন্তানস্থান: অপরদিকে এই রাশির জাতক-জাতিকাদের সন্তানস্থান মোটের ওপর শুভই বলা যেতে পারে। সন্তান যদি বিদ্যার্থী হয়, তবে পড়াশুনায় সন্তানের আশানুরূপ ফল লাভ নাও হতে পারে।

শিক্ষা: বিদ্যাক্ষেত্র মোটামুটি ভালো। পরীক্ষার ফল মোটামুটি মন্দ নয়।

কর্ম: কর্মে উন্নতি লাভের আশা আছে। অর্থলাভ হতে পারে। কিন্তু স্বাস্থ্যের কারণে কিছু অর্থ ব্যায় হবে। নিকটস্থানীয় কেউ বিশ্বাস ভঙ্গ করতে পারে।

দাম্পত্য জীবন: কোনোও তৃতীয় ব্যাক্তির জন্য দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হতে পারে। নিজেদের বিচারবুদ্ধি দিয়ে সমাধান করা প্রয়োজন।

স্বাস্থ্য: স্বাস্থ্য মোটের ওপর ভালো যাবে। পায়ের যন্ত্রনার জন্য চিন্তা হবে। চর্মরোগ হতে পারে।

শত্রুতা: পরিচিত কোনও ব্যাক্তির শত্রুতা চিন্তার কারণ হবে। নিজের সমস্যার জন্য অন্য কাউকে বলা অনুচিত। তাতে সমস্যার সমাধান হবে না, তবে শত্রু বেশি ক্ষতি করতে পারবে না।

প্রেম: প্রেমে আঘাতপ্রাপ্তির যোগ। আবার নতুন প্রেমের শুরু হতে পারে।

বিবাহ: অবিবাহিতদের বিবাহের যোগ আছে। তবে যোটকবিচার করে বিবাহ করা উচিত।

দুর্ভাগ্য: এবছর সামান্য অর্থ অপচয়, প্রেমে আঘাতপ্রাপ্তি হতে পারে। তবে নিজের বিচার বুদ্ধি দিয়ে সেই দুর্ভাগ্য নাশ করতে হবে।

প্রতিকার

রক্তপ্রবাল ও সিংহলি গোমেদ ধারণ। অভাবে – অনন্তমূল ও শ্বেতচন্দনের মূল ধারণ।

সব ধরণের জ্যোতিষ সমাধানের জন্য আপনার নিকটবর্তী জ্যোতিষী সঙ্গে যোগাযোগ করুন।

মেষ রাশিফল 2023: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুভ উপায়

শুভ স্তব: বগলা স্তব ও নবগ্রহ স্তব পাঠ।
মেষরাশি শুভ রং: লাল, কমলার শেড যুক্ত রং।
শুভ বার: মঙ্গল ও রবিবার।
মেষরাশি শুভ সংখ্যা: ৮, ১ 

author-avatar

About Soahamparivar

Being the best and famous astrologer and vastu shastra consultant in Kolkata, Mr. Bhattacharyya gives accurate horoscope reading, perfect astrological remedies, and on-time solutions.