গুরুপূর্ণিমায় গুরুপূজো করলে আমাদের ঠিক কি ফললাভ হয় ?
পঞ্জিকা মতে আষাঢ়মাসে যে পূর্ণিমা পরে সেটাকেই গুরুপূর্ণিমা বলা হয় | এই গুরুপূর্ণিমায় আমরা গুরুদেবের পুজো করে থাকি | এই গুরুপূর্ণিমায় গুরুপূজো করলে শিষ্যের মনের বল বৃদ্ধি হয় | মনের আড়ষ্টতা কেটে যায় | আমাদের সবার মনের ওপর চন্দ্রের প্রভাব খুব বেশি থাকে |চন্দ্রের প্রভাবে মনের বল বাড়ে | চন্দ্রের বল বৃদ্ধি হয় শুক্ল পক্ষে আর কৃষ্ণ পক্ষে বল হ্রাস হয় |এই চন্দ্রের বল বৃদ্ধি আর হ্রাসের সাথে আমাদের মনের বল ও বৃদ্ধি আর হ্রাস অনেক টাই নির্ভর করে | শাস্ত্র মতে এই কারণেই গুরুপূর্ণিমার দিন গুরুপূজো করা হয় |
এই গুরু পূর্ণিমাকে অনেকে ব্যাসপূর্ণিমা ও বলে থাকে | আষাঢ়ী পূর্ণিমাতে আচার্য ব্যাসদেবের জন্ম হয়েছিল তাই পূর্ণিমাকে ব্যাসপূর্ণিমা বলা হয় |
কুলগুরু সব সময় বংশ পরমপরাগত ভাবে চলে আসে | যে ব্যাক্তির মধ্যে কারুণ্য ,বাৎসল্য ,ক্ষমা ,সরলতা ,মৃদুভাব ,ইত্যাদি গুন্ গুলি থাকবে সেই ব্যাক্তি কেই গুরু হিসাবে নির্বাচন করা যেতে পারে | শাস্ত্র মতে একমাত্র ব্রাহ্মণ ব্যাক্তিরাই গুরু হবার যোগ্য | আমাদের শাস্ত্রে বলা আছে যে কুলগুরু ,কুলপুরোহিত পরিত্যাগ করতে নেই | কুলগুরু বিদ্ধান হোক অবিদ্ধান হোক তাকে সব সময় গুরু রূপে পুজো করা উচিত | শাস্ত্রে বলা আছে কুলগুরু ত্যাগ করলে তাকে নরকভোগ করতে হয় |
আবার অনেক সময় গুরুর মধ্যে যদি বিশেষ কিছু অপগুন দেখা দিলে সেই গুরুকে ত্যাগ করা উচিত | কারণ সেই সব গুরু বিষধর সাপের মতো বিষাক্ত হয় |
এই গুরুপূজো করলে আমাদের ঠিক কি ফললাভ হয় ? আমাদের মন উদার | মন বলশালী | আমরা যদি সদগুরু লাভ করতে পারি তাহলে আমাদের মন বশীভূত হয় | আমরা যদি শ্রদ্ধা ভক্তির সাথে গুরু আরাধনা করি তাহলে আমরা মহাবিদ্যা লাভ করতে পারবো | গুরু যদি সন্তুষ্ট হন তাহলে শিষ্য মোক্ষ লাভ হয় | শ্রী গুরুপূজো করলে আমাদের মনের সব আশা পূরণ হয় | দারিদ্রতা দূর হয় | সব বিপদ থেকে রক্ষা করেন গুরুদেব | শুধু তাই নয় অকালমৃত্যু ও হয় না | আমাদের মহাব্যাধির হাত থেকেও গুরুদেব আমাদেরকে রক্ষা করেন | আমাদের অনেক জন্মের পাপ ও গুরুর কৃপায় দূর হয়ে যায় | শ্রী গুরুর কৃপায় ধর্ম ,অর্থ ,কামও মোক্ষ এই চার ফল লাভ হয় |
যাদের গুরু নেই তাদের কি ভাবে গুরুকৃপা লাভ হবে | জগৎ গুরু সবার গুরু | গুরুপূর্ণিমারদিন ভক্তি মনে ভগবানের পুজো করলে ভগবান ভক্তের মনের আশা পূরণ করেন | সব বিপদ থেকে রক্ষা করেন | আমরা শতচেষ্টা করেও ভগবান কে পাইনা | যদি ভগবান নিজে থেকে যদি ভক্তের কাছে আসেন তাহলেই আমরা ভগবান কে পেতে পারি | এছাড়া আমাদের সাধ্য নেই ভগবান কে কাছে পাবার | আর ভগবান আর গুরুর কৃপা ছাড়া আমাদের যে কোনো গতি নেই | ভগবানের পরেই গুরুর স্থান | গুরুর কৃপায় আমরা এই জগৎ সংসারের সব কিছু লাভ করতে পারি |