সত্যি কি বৃহস্পতি একাগ্রতা (Concentration) বাড়াতে সাহায্য করে ?

বৃহস্পতি একাগ্রতা বাড়াতে সাহায্য করে

বৃহস্পতি একাগ্রতারাশিচক্রের দ্বাদশ এবং নবম গৃহ মীন ধনু রাশির অধিপতি এই দেবগুরু বৃহস্পতির দুইটি গৃহ; ধনুর বৃহস্পতি পুরুষ এবং মীনের বৃহস্পতি প্রকৃতির সূচক

ধনুর বৃহস্পতি অগ্নিদ্য়াতক এবং মীনের বৃহস্পতি জলপ্রধান |

ধনুর বৃহস্পতি ন্যায়নিষ্ঠ , ধর্মপরায়ণ , সত্যান্বেষী , স্পষ্টবাদী , প্রজ্ঞার অধিকারী , শাস্ত্রজ্ঞ | অপ্রিয় সত্য কথা বলতে দ্বিধা করেন না বলে অনেকের তিনি পছন্দের মানুষ নন| তবে নিরপেক্ষ উপদেশ দিয়ে ইনি অনেকের উপকার করেন | এর কথাবার্তা অত্যন্ত তীক্ষ্ণ এবং সময়ে সময়ে কষ্টদায়ক |

বৃহস্পতি একাগ্রতা বাড়াতে সাহায্য করে 1

বৃহস্পতির অপর নাম বাচস্পতি | বাচ শব্দের অর্থ বাক্য | এই বাক্শক্তিই বৃহস্পতির শক্তি | বাক্যের দ্বারাই মন্ত্র তৈরী হয় এবং এই মন্ত্রই আমাদের মনকে ত্রাণ করতে পারে | বিভিন্ন মন্ত্র মাত্রই বৃহস্পতির প্রতীক | ধনুর বৃহস্পতি সিদ্ধি এনে দিতে পারে | সংসারের বিচিত্র জ্ঞান ভান্ডার থেকে ইনি সার বস্তুটি  গ্রহণ করে মানব কল্যাণের জন্য এই জ্ঞান দান করেন | তাই গুরু , পুরোহিত অর্থাৎ যিনি অন্তঃপুরের হিতসাধন করেন , Advisor , অধ্যাপক , ন্যায়অন্যায় বোধ অত্যন্ত প্রখর থাকায় ইনি বিচারক হতে পারেন | বৃহস্পতি খুব সহজেই বিষয় বস্তুর ওপর লক্ষ্য স্থির করে একাগ্র হতে পারেন | বাগ্মিতা বৃহস্পতির বিশেষ কারকতা |

বৃহস্পতি অর্থে বৃহৎ যোগ পতি | এমনিতেই বৃহস্পতি গ্রহের আকার বিশাল | তাই বৃহস্পতির প্রভাবে জাতক মোটাসোটা স্বাস্থ্যবান হতে পারে |  

মীনের বৃহস্পতি জলপ্রধান পূর্বেই বলা হয়েছে | গঙ্গাজলের প্রতীক এবং অতীব পবিত্র | মীনের বৃহস্পতি সাত্ত্বিক ভাবাপন্ন | জীবাত্মার যাত্রা শুরু হয়েছিল মেষ রাশিতে | মীন রাশিতে এসে সেই যাত্রার পরিসমাপ্তি , মীনের বৃহস্পতি তাই বহু পথ পরিক্রম করে বিশাল অভিজ্ঞতা সম্পন্ন | অমরপুরুষ বেদব্যাস বৃহস্পতির প্রতীক | সপ্তসুরের মধ্যে গান্ধার বা গা এর আশ্রিত |   

বৃহস্পতি (Jupiter) গ্রহের কারকতা

বৃহস্পতি, পুত্র ,সত্য জ্ঞান উপলব্ধির কারক |নৈসর্গিক শুভ গ্রহ |যেখানে বুধের শেষ সেখানে বৃহস্পতির শুরু | | প্রতিভা ,প্রজ্ঞা ,ধীশক্তি ,বিবেক ,বিদ্যা ,জ্ঞান, আবিষ্কার ,ধর্মকর্ম  ,দেব ব্রাহ্মণ,জ্ঞানযোগিত্ব , গাম্ভীর্য্য ,দর্শন,মৌলিক গবেষণা ,তীর্থস্থান ,তপোবন ,সম্পদ ,সমৃদ্ধি ,সৌভাগ্য ,সাম্যবাদ  |-   দেহে : যকৃৎ (lever  ), stomach  , পাকযন্ত্র ,(digestive  system  ),শ্লেষ্মা (cough  &cold  ) |-    মন্ত্রী ,আবিষ্কারক , পরামর্শদাতা , বিজ্ঞানী  ,পূজক ,পুরোহিত ,উপাসক বিচারক ,দার্শনিক |   পীতবর্ণ (golden  yellow  ), ঋতুহেমন্ত | স্বর্ণ , পোখরাজ |রোগ : অজীর্ণ, উদরাময় ,শ্বাসকষ্টের  পীড়া , প্লীহা , সন্ন্যাস রোগ , মৃগীরোগ , তালু কণ্ঠ রোগ |বাস্তু মতে -উত্তরপূর্ব দিক |জন্মনক্ষত্র  : পূর্ব উত্তর ফাল্গুনী (11  & 12  ) 

Author Bio

Related Posts