কর্কট রাশিফল 2023: কেমন যাবে কর্কট রাশির জাতক জাতিকার?

Cancer Horoscope 2023

কর্কট রাশিফল 2023: নতুন বছর কোন সুখবর নিয়ে আসছে কর্কট রাশির জীবনে?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, কর্কট রাশিফল 2023 (Cancer Horoscope 2023 in Bengali) কেমন যাবে তা জানার জন্য, এই বিশেষ প্রবন্ধটি পড়ুন কারণ কর্কট রাশিফল 2023 -এর অধীনে প্রতি মাসের আলাদা আলাদা কর্কট রাশির ভবিষ্যৎ বাণী দেওয়া আছে। এখানে কর্কট রাশির জাতক/জাতিকাদের কেরিয়ার অর্থাৎ চাকরি এবং ব্যবসা আপনার আর্থিক অবস্থা, শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন, শত্রুতা এবং স্বাস্থ্যের মতো ক্ষেত্রে কী ধরনের ফলাফল নিয়ে আসছে তা উল্লেখ করা আছে। এই নিবন্ধে সমস্ত ক্ষেত্রে কর্কট রাশির ভবিষ্যৎ বাণী 2023 দেওয়া হয়েছে।

কর্কট রাশিফল 2023 অনুসারে, বর্তমান বৎসরে দেহভাব ভালো যাবে, লিভার অসুস্থ থাকতে পারে। আয় বৃদ্ধি পাবে, সঞ্চয় আশা কম, ব্যায় বৃদ্ধি। শত্রু পরাস্ত হবে। স্বামী-স্ত্রী স্বাস্থ্য গোলমাল করার মতান্তর ঘটবে। মাঝে মাঝে অসুস্থতা থাকবে, বছরের শেষে আঘাত কিংবা রক্তপাত, পুলিশি মামলা। বিদ্যার্থীদের শুভ, অবহেলা যোগে বিদ্যায় বাধা। নিজ বুদ্ধির দ্বারা উন্নতি,ব্যাবসায়ীদের পক্ষে শুভ, চাকুরীতে উন্নতিযোগ। মোটামুটি শুভ, অলসতা ত্যাগ করুন নচেৎ কর্মে বাধা। বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক কর্কট রাশির বার্ষিক রাশিফল ​​2023 (Cancer Yearly Horoscope 2023) ।

2023 সালে আপনার ব্যবসা কেমন যাবে? জানতে কলকাতার সেরা জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করুন

কর্কট রাশিফল 2023

কর্কট রাশির জানুয়ারী কেমন যাবে?

এ মাসের শুরুটা কর্কট রাশিফল ​​2023 (Cancer rashifal 2023 in bengali) র অনুসারে ভালো যাবে।

১-৭ দূরে বন্ধুর সঙ্গে যোগাযোগ, পরিবর্তনের আশা, শুভ সময় আশা করা যায়।

৮-১৫মিশ্র পরিবেশ, দেহ কষ্ট থাকবে, নতুন কাজে হাত দেবার পক্ষে শুভ সময়।

১৬-২২ কর্মে জটিলতা লাঘব হবে, আর দিন গুলি মিশ্রফল, প্রেমে ভুল বোঝাবুঝি।

২৩-২৯ শুভ কাজে কিংবা নতুন কাজে হাত দেবার কিছুটা শুভ, পার্টনারশিপ ব্যাবসায় মন্তান্তর।

৩০-৩১ মিশ্রফল,বিবাহিত কন্যার জন্য চিন্তা বাড়বে, নিম্নাঙ্গের ব্যাধি কষ্ট দেবে।

কর্কট রাশির ফেব্রুয়ারী মাস কেমন যাবে?

আপনার কর্মের জন্য এই মাসের শুরুটা কর্কট রাশিফল ​​2023 র অনুসারে খুব একটা মন্দ যাবে না।

১-৭ কিছুটা শুভ, পরিবর্তনের আশা, পুরাতন যোগাযোগ, শুভফল শেষ,পুরাতন সমস্যা সমাধান।

৮-১৪ নতুন প্রচেষ্টায় সাফল্য, প্রাপ্তিযোগ, কিছু পরিবর্তন, গৃহে অশান্তি।

১৫-২১ শরীর ভালো যাবে না, বড়দের সঙ্গে মতানৈক্য, সংবাদ দনে আনন্দ, প্রতারণা।

২২-২৮ কোনো ব্যাপারে সার্থকতা থাকলেও সমস্যা সমাধান হবে না, দেহ কষ্ট দেবে।

কর্কট রাশির মার্চ মাস কেমন যাবে?

কর্কট রাশির ভবিষ্যৎ বাণী 2023 অনুসারে, এ মাসে কর্কট রাশির প্রেম ও কর্মে সাফল্য আসছে।

১-৭ পরিবেশ অনুকূলে থাকলেও অযথা মানসিক অবসাদ, ভয় ভয় ভাব, দেহ কষ্ট।

৮-১৪ কিছু লাভ, নতুন কাজে হাত দেবার সময় নয়, অর্থবান থাকলেও বাধা হবে না।

১৫-২১ দুশ্চিন্তা, সর্বদা মানসিক অবসাদ, কর্মে মন্থর গতি, কিছু কাজে নষ্ট হবে, দেহ কষ্ট।

২২-২৯ নতুন কিছু শুভ পরিবর্তনের আশা করা যাচ্ছে, গুপ্ত শত্রু,পারিবারিক চিন্তা।

৩০-৩১ গুপ্ত শত্রু সাবধান, শুভ পরিবর্তনের আশা, দেহকষ্ট কিছুটা লাঘব, অর্থাগম।

কর্কট রাশির এপ্রিল মাস কেমন যাবে?

কর্কট রাশিফল 2023 (cancer rashifal 2023 in Bengali) র অনুসারে, এ মাসটা কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ।

১-৭ সন্মান বৃদ্ধি, অর্থাগম, ঋণ শোধ, বাধা প্রাপ্ত কাজ সমাধান, দেহ কিছুটা ভালো যাবে।

৮-১৪ দিনগুলো মিশ্রফল দান করবে, শত্রুচাপ কম, ব্যাবসায় আগের থেকে ভালো।

১৫-২১ জটিলতা থাকলেও কর্মে সার্থকতা, ভ্রমণ যোগে মোট না দেওয়া ভালো।

২২-২৮ গুরুত্বপূর্ণ কাজে একাগ্রতা আনার সময় এসেছে, বাধার মধ্যে সফলতা।

২৯-৩০ মিশ্র দিন, কিছু কর্মে লাভ, দেহ মধ্যম, অর্থাগম।

কর্কট রাশির মে মাস কেমন যাবে?

কর্কট রাশিফল ​​2023  অনুসারে, আপনার অধৈর্যতা এড়াতে হবে।

১-৭ অনিচ্ছাকৃত ব্যবসায় ঝামেলা, চাকুরীতে শুভ যোগাযোগ, দেহ মধ্যম, অর্থপ্রাপ্তিতে বাধা।

৮-১৪ পারিবারিক মতবিরোধ, মিশ্রফল, চাঞ্চল্যকর পরিবেশ মনচঞ্চল, কর্মে ক্ষতি।

১৫-২১ মিশ্রফল, দুপুরের পর প্রাপ্তিযোগ, সংবাদ দানে আনন্দ, যোগাযোগে অর্থাগম সাফল্য।

২২-২৯ কর্মে উদ্যম, পরিবেশ অনুকূল, আত্মীয় সমাগম, নতুন কাজে হাত দেবার শুভ সময়।

৩০-৩১ ক্রোধে কর্মে অর্থক্ষতি, মানসিক চাপ বৃদ্ধি, দেহ মধ্যম, আয় থেকে ব্যায় বেশি।

কর্কট রাশির জুন মাস কেমন যাবে?

কর্কট রাশিফল 2023 অনুসারে, মাসটি আর্থিক দিক থেকে মোটামুটি শুভ।

১-৭ ভুলের জন্য সন্মানহানি, শেষের দিকে কিছু শুভ পরিবর্তন।

৮-১৪ হটাৎ কিছু আশার আলো, মিশ্রফল, নতুন কাজে হাত দেবার সময় নয়।

১৫-২১ আটকে থাকা কাজে সফলতা, শুভ সংবাদে মনের উদ্যম, পরিবেশ অনুকূল।

২২-২৮ নতুনভাবে উদ্যম লাভ, জটিলতা শিথিল, ভ্রমণে উৎসাহ।

২৯-৩০ মিশ্র দিন হলেও আনন্দ, সন্ধ্যায় মানসিক চাপ, দেহ ভালো।

কর্কট রাশির জুলাই মাস কেমন যাবে?

কর্কট রাশিফল ​​2023 (Cancer Horoscope 2023 in Bengali) অনুসারে আপনাকে সাবধানে থাকতে হবে।

১-৭ দিনগুলো ভালোভাবেই যাবে, ভ্রমণ যোগ হবে, কিছুটা অযথা চিন্তা হবে, দাম্পত্য দেহ সুস্থ।

৮-১৫ শখের জিনিস নষ্ট হতে পারে, দেহে আঘাত, কর্মে বাধা, অতিথি আগমন, অর্থাগম।

১৬-২২ নতুন কাজে হাত দেবার সময় নয়, প্রেম দাম্পত্য ভুল বোঝাবুঝি, ন্যায্য প্রাপ্তিতে বাধা।

২৩-২৯ ক্ষতির সম্ভাবনা, দিনগুলি কর্মে অগ্রগতি নেই, প্রতিবেশীর সঙ্গে মতান্তর।

৩০-৩১ জটিলতার আশঙ্কা, শরীর মনের অবসাদ, অর্থ সমস্যা দেখা দেবে।

কর্কট রাশির আগষ্ট মাস কেমন যাবে?

কর্কট রাশিফল ​​2023 অনুসারে, কর্কট রাশির স্বাস্থ্য সমস্যার সমাধান হবে।

১-৭ নতুন কাজে হাত দেবার শুভ সময় নয় তবুও শেষ দিনের শেষে কিছুটা শুভযোগ।

৮-১৫ অকারণে অর্থ ব্যায়, অর্থাগম শুভ নয়, অবসাদ, কর্মে জটিলতা, দেহকষ্ট।

১৬-২২ মতান্তর, মনে অশান্তি, কর্মে বাধা, জটিলতার আশঙ্কা, শেষের দিনে শুভ ফল।

২৩-২৯ শরীরে দিকে লক্ষ্য, প্রাপ্তিযোগে বাধা, শুভ লাভ, কর্মক্ষেত্রে শুভ।

৩০-৩১ কর্মে উদাসীনতা, মন্থরগতি, নিজ লোক হিংসা করবে, কাজে ক্ষতি।

কর্কট রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে?

কর্কট রাশিফল 2023 (Karkot rashifal 2023 in bengali) র অনুসারে এ মাসটা কর্কট রাশির জীবনে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা।

১-৭ কর্মে জটিলতা কাটবে, শুভ পরিবর্তনের আশা, বন্ধুপ্রীতি যোগ, অর্থটান।

৮-১৪ অযথা সঞ্চিত অর্থ ব্যায়, উদ্যম, বন্ধুপ্রীতি যোগাযোগে অর্থাগম, মিশ্রফল।

১৫-২১ সমস্যার সমাধান হবে, কর্ম ব্যস্ততা, ব্যবসায় মধ্যম, সাহায্য লাভ।

২২-২৮ ক্লান্তিবোধ, পারিবারিক সমস্যা চিন্তা, কিছু অযথা ঋণ, প্রেমে সাফল্য।

২৯-৩০ পুরাতন সমস্যা, চিন্তা বৃদ্ধি, ব্যবসায় মন্দা, কিছু অর্থাগম, দেহ মধ্যম।

কর্কট রাশির অক্টোবর মাস কেমন যাবে?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, কর্কট রাশিফল ​​2023 বলে যে, এই মাসটি কর্কট রাশির প্রেম অত্যন্ত শুভ হতে চলেছে।

১-৭ অর্থক্ষতি, চাকুরী শুভ, অবৈধ প্রেমে চিন্তা।

৮-১৫ চাকুরী শুভ, কর্মচাপ, ব্যস্ততা, অর্থাগম, পারিবারিক আনন্দ।

১৬-২২ বিদ্যায় অসাফল্য, বৃথা অর্থ ব্যায়, আপনজনের জন্য চিন্তা।

২৩-২৯ রাজনীতিতে দুর্নাম, প্রেমে দুঃখ অবসাদ, অর্থ জামিনে অপমান।

৩০-৩১ প্রতিভাবানদের কর্মে বাধা, স্বাস্থ্য কষ্ট দেবে, অর্থ ব্যায়।

কর্কট রাশির নভেম্বর মাস কেমন যাবে?

কর্কট রাশিফল ​​2023 (Cancer Forecast 2023) অনুসারে এই সময়ে আপনাকে অনেক মনোযোগ দিয়ে কাজ করতে হবে।

 ১-৭ নতুন যোগাযোগ, মিশ্রফল, নতুন প্রচেষ্টা, নিকট আত্মীয় চিন্তা, লাভের আশা।

৮-১৫ গুপ্ত শত্রু অথবা আত্মীয় প্রিয়জন শত্রুতা করবে, প্রেম দাম্পত্য অশান্তি, মিশ্রদিন।

১৬-২২ ঘটনা দ্বারা কর্মে চঞ্চলতা, গৃহ শান্তিতে বাধা, ক্রোধের বশে বিশাল ক্ষতি কিছু লাভ।

২৩-২৯ সামাজিক কর্মে উৎসাহ, ক্ষতি বৃদ্ধিতে বাধা, ব্যায় চাপ, অর্থ চিন্তা, বেকারদের শুভ।

৩০ অকারণে অর্থ নাশের আশঙ্কা, প্রাপ্তিযোগ আশা, কল্পনা বৃদ্ধি, বিবাহিতদের স্ত্রী স্বাস্থ্য চিন্তা।

কর্কট রাশির ডিসেম্বর মাস কেমন যাবে?

কর্কট রাশিফল 2023 র অনুসারে কর্কট রাশির জাতক/জাতিকাদের জন্য এ মাসের শুরুটা উত্থান-পতনের মধ্য দিয়ে যাবে।

১-৭ অকারণে কিছু অশান্ত হতে পারে, বাকিদিক আশাপ্রদ, দেহের গতি মধ্যম, অর্থাগম মধ্যম।

৮-১৪ প্রথমদিন পরিবেশ অনুকূলে, অর্থনৈতিক জ্ঞান থাকবে, মাথাটা ঠান্ডা রেখে কাজ।

১৫-২১ কোন ব্যাপারে তেমন অগ্রগতি নেই, সামান্য শুভ পরিবর্তন।

২২-২৮ বন্ধু আত্মীয় কিংবা পরিচিত ব্যাক্তির দ্বারা শুভ সংবাদ।

২৯-৩১ লাভ, মতবিরোধ, সামান্য ভুলের জন্য শুভযোগে ব্যাঘাত।

কর্কট রাশিফল 2023 এর লগ্নফল:

মেষলগ্ন– বর্তমান বৎসরে দেহভাব শুভ নয়, অর্থটান, আপনজন থেকে আঘাত, চিন্তা বৃদ্ধি, বাধার মধ্যে উন্নতি।

বৃষলগ্ন– দেহভাব শুভ, মানসিক আঘাত, অর্থ মধ্যম, শুভ খবর, শত্রু চাপ, ভাগ্য উন্নতিতে বাধা, ব্যায় প্রবল।

মিথুনলগ্ন– কফ লিভার প্রেসার কষ্ট দেবে, অর্থ যোগাযোগ, শুভ সংবাদে আনন্দ লাভ, মাথা ঠান্ডা রেখে কাজ করবেন।

সিংহলগ্ন–  শ্লেষ্মা জনিত অথবা দেহে আঘাত, হাড়ের আঘাত, অর্থ ব্যায়, হঠাৎ অর্থ অপচয়।

কন্যালগ্ন– পতন, দংশন ভয়, লিভার কিডনি পীড়া দায়ক, দাম্পত্য মতানৈক্য, উন্নতির পথে বাধা।

তুলালগ্ন– দেহভাব মধ্যম, অশুভ ভাব, অর্থটান থাকবে, আয় বাধা, আপনজন শত্রুতা করবে।

বৃশ্চিকলগ্ন– পেটের রোগ কষ্ট দায়ক, পারিবারিক স্বাস্থ্য চিন্তা থাকবে, অর্থ যোগ শুভ, বিদ্যায় শুভ।

মকর লগ্ন – দেহভাব মধ্যম, অর্থ ঋণ হবে, প্রবল চিন্তা বৃদ্ধি পাবে, পতন দংশন ভয় আছে, বিদ্যায় বাধা।

কুম্ভ লগ্ন – দেহভাব শুভ, পারিবারিক চিন্তা, অর্থ ভাব মধ্যম, বিদ্যায় বাধা, দাম্পত্য সুখ।

মীনলগ্ন – দেহভাব শুভ শুভ নয়, লিভার ট্রাবল, মাথা ব্যাথা, অর্থ মাঝামাঝি, শত্রু বশ্যতা মানবে, বাধার মধ্যে ভাগ্য উন্নতি, আয় মধ্যম, ব্যায় প্রবল।

কর্কট রাশিফল 2023 এর সার্বিক ফলাফল:

পরিশেষে কর্কট রাশির জাতক-জাতিকার ক্ষেত্রে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি (শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, ব্যবসা, বিবাহ ইত্যাদি) উপর কিভাবে প্রভাব বিস্তার করে চলেছে তা উল্লেখ করার পাশাপাশি প্রয়োজনীয় গ্রহ প্রতিবিধানের মাধ্যমে কিভাবে গ্রহের রোষ এড়িয়ে জীবনকে সুখ শান্তির সমৃদ্ধিতে পরিপূর্ণ করে তোলা যায় নিম্নে তার হদিশ রইলো-

স্বামী-স্ত্রীর ক্ষেত্র: কর্কট রাশির জাতক-জাতিকারা তাদের স্বামী-স্ত্রীর ভাগ্য থেকে এ বছর বিশেষ শুভ ফল পেতে পারেন। তবে এই রাশির জাতক-জাতিকার স্বামী-স্ত্রীর শরীর-স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে।

সন্তানস্থান: সন্তানের বন্ধু-সংসর্গ নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাবে। সন্তানের বিদ্যাস্থানে এ বছর বাধা-বিপত্তির যোগ রয়েছে।

শিক্ষা: বিদ্যায় উন্নতি লাভ হবে। সুনাম বৃদ্ধি পাবে। বিদেশ যাত্রা হতে পারে।

কর্ম: কর্মে উন্নতি লাভ ঘটবে। প্রশংসা লাভ হতে পারে। পদোন্নতির যোগ আছে।

দাম্পত্যজীবন: দাম্পত্যজীবন শুভ। কিন্তু স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানির জন্য চিন্তায় থাকতে হবে।

স্বাস্থ্য: শরীর-স্বাস্থ্য খারাপ হলেও বিশেষ চিন্তার কারণ নেই।

প্রেম: অসৎ প্রেমিক বা প্রেমিকা জুটতে পারে। তাদের ত্যাগ করা উচিত। নতুন বন্ধু লাভ হবে।

বিবাহ: বিবাহযোগ আছে এবং স্বামী বা স্ত্রীর ভাগ্যে ধনলাভ ও সঠিক পথ পাওয়া যায়। 

দুর্ভাগ্য: বর্তমান বছরটি শুভই বলা যাবে। অসৎ বন্ধুদের থেকে দূরে থাকাই শ্রেয়।

প্রতিকার

সাদা জারকন, পীত মুক্তো, পান্না ও গোমেদ ধারণ। অভাবে – রামবাসক মূল, বৃহদ্বারক এর মূল, ক্ষীরিকা মূল ও শ্বেতচন্দনের মূল ধারণ।

কর্কট রাশিফল 2023: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুভ উপায়

শুভ স্তব: দক্ষিণাকালীর স্তব ও শিবের স্তব পাঠ।

কর্কট রাশির শুভ রং: সাদা, হলুদ, নীল ও কালো রং।

শুভ বার: রবি, সোম, বৃহস্পতি, শনি।

কর্কট রাশির শুভ সংখ্যা: ১, ২, ৪, ৬, ৮

## উপরিউক্ত বর্ষফলের সঠিক ফলাদেশ লাভ করার জন্য ভালো জ্যোতিষীর ফোন নাম্বার এ যোগাযোগ করুন।

Author Bio

Related Posts